মগরা, 19 অগস্ট: সোশ্যাল মিডিয়ায় পরিচয় ৷ সেখান থেকে প্রেম ৷ আর সেই প্রেমিকের টানে 14 বছরের নাবালিকা মেয়েকে নিয়ে স্বামীর ঘর ছেড়ে ছিলেন মহিলা (Woman Leaves House with Minor Daughter for Her Extra Marital Affairs in Hooghly) ৷ কিন্তু, প্রেমিকের সঙ্গে দেখা হতেই মোহভঙ্গ হয় মহিলার ৷ কারণ, প্রেমিক যে হাঁটুর বয়সি এক তরুণ ৷ মহিলা এবং তাঁর নাবালিকা মেয়েকে পুলিশ উদ্ধার করেছে ৷ ঘটনাটি হুগলির মগরার ৷
পুলিশ সূত্রে খবর, সোশ্যাল মিডিয়ায় পরিচয় হওয়া বছর কুড়ির তরুণের সঙ্গে সম্পর্ক তৈরি হয় হুগলির মগরার ওই মহিলার ৷ সেই টানেই নাবালিকা মেয়েকে সঙ্গে নিয়ে গত 21 জুলাই ঘর ছাড়েন মহিলা ৷ দু’দিন স্ত্রী এবং মেয়ের খোঁজ না পেয়ে পুলিশে অপহরণের অভিযোগ দায়ের করেন মহিলার স্বামী ৷ পুলিশ তদন্তে নেমে মহিলার মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে ৷ জানা যায়, উত্তর 24 পরগনার দত্তপুকুরে রয়েছেন তাঁরা ৷ পুলিশের একটি দল সেখানে গিয়ে মহিলা এবং তাঁর মেয়েকে উদ্ধার করে নিয়ে আসে ৷
আরও পড়ুন: প্রেমিকা খুনে অভিযুক্ত সাংবাদিক, দেহাংশ লোপাট করতে গিয়ে ধৃত
ওই মহিলা পুলিশকে জানিয়েছেন, তিনি ভেবেছিলেন সোশ্যাল মিডিয়ায় যাঁর সঙ্গে পরিচয় হয়েছিল, তিনি স্বাবলম্বী ৷ কিন্তু, প্রেমিকের সঙ্গে দেখা হতেই তাঁর মোহভঙ্গ হয় ৷ মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ায় আর বাড়ি ফেরার সাহস পাননি ৷ দত্তপুকুরে একটি বাড়ি ভাড়া নেন তিনি ৷ সেখানে থেকেই কাজের সন্ধান করছিলেন ৷ তিনি যে স্বেচ্ছায় ঘর ছেড়েছিলেন সে কথা গত বৃহস্পতিবার চুঁচুড়া আদালতে জানিয়েছেন মহিলা ৷ জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় যাঁর সঙ্গে পরিচয় হয়েছিল, তিনি যে 20 বছরের একটা ছেলে, তা তিনি জানতেন না ৷ মহিলার মেয়ের জবানবন্দিও নেওয়া হয়েছে ৷