ETV Bharat / state

Woman Died in Accident: তারাপীঠে পুজো দিয়ে ফেরার পথে দুর্ঘটনার কবলে দম্পতি, মৃত স্ত্রী - Woman dies in road accident

তারাপীঠ থেকে ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার ৷ শোকের ছায়া পরিবারে ৷

road accident
পথ দুর্ঘটনা
author img

By

Published : Jun 1, 2023, 7:45 PM IST

তারাপীঠে পুজো দিয়ে ফেরার পথে দুর্ঘটনার কবলে দম্পতি

পোলবা, 1 জুন: ট্রাকের ধাক্কায় মৃত্যু হল মহিলার ৷ বাইকে করে তারাপীঠে পুজো দিয়ে ফিরছিলেন দম্পতি । মাঝপথে শক্তিগড়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ট্রাক এসে ধাক্কা মারে বাইকের পিছনে ৷ তারপর পিষে দেয় মহিলাকে। সেখানেই মৃত্যু হয় লিপিকা হাজরার (48) । খুব অল্পের জন্য রক্ষা পান স্বামী । তবে আহত হন মহানন্দ হাজরা (52) ।

জানা গিয়েছে, গত বুধবার ভোরে বাইক করে তারাপীঠে পুজো দিতে গিয়েছিলেন পোলবার সুগন্ধা পঞ্চায়েতের গোটু গ্রামের হাজরা দম্পতি । দুপুর বারোটা নাগাদ তারাপীঠে পৌঁছে পুজো দেন তাঁরা । খাওয়া দাওয়া করে কিছুটা সময় কাটিয়ে তারপর বাড়ির জন্য রওনা হন । পথে বৃষ্টি হওয়ায় কিছুক্ষণ দাঁড়িয়ে পড়েন ৷ আবার বৃষ্টি থামলে বাইক চালিয়ে ফিরতে থাকেন পোলবার উদ্দেশে । তার মাঝে পূর্ব বর্ধমানের শক্তিগড়ে দাঁড়িয়ে দুজনে চা খান ৷ এরপর গরম ল্যাংচা কিনে বাইক চালু করে রাস্তায় উঠতেই পিছন থেকে একটি ট্রাক ধাক্কা মারে তাঁদের ।

সঙ্গে সঙ্গে ডানদিকে রাস্তায় পড়ে যান লিপিকা । তাঁকে পিষে দিয়ে চলে যায় ট্রাকটি । উলটো দিকের রাস্তায় পড়ে আহত হন মহানন্দ । তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করায় পুলিশ । খবর পেয়ে পরিবারের লোকজন শক্তিগড়ে পৌঁছয় । মহানন্দ হাজরা নিজে গান, যাত্রা অভিনয় করেন ৷ তাঁর স্ত্রীও ভালো গান করতেন বলে জানা গিয়েছে । তাঁদের এক মেয়ে ও ছেলে রয়েছে । মেয়েকেও গান শিখিয়েছেন তাঁরা । ভালো করে তালিম দিয়ে মেয়েকে গাইয়ে করার ইচ্ছা ছিল দম্পতির । আকস্মিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গ্রামে ।

আরও পড়ুন: তারাপীঠ থেকে পুজো দিয়ে ফেরার পথে দুর্ঘটনা, মৃত 2

মহানন্দ হাজরা বলেন, "আমি ল্যাংচা কিনি ৷ তারপর দোকান থেকে কয়েক কিলোমিটার যেতেই একটি ট্রাক এসে ধাক্কা মারে বাইকের পিছনে ৷ আমি ও স্ত্রী পড়ে যাই । তারপর স্ত্রীকে পিষে দিলে চলে যায় ট্রাকটি । ওখানেই মৃত্যু হয় তাঁর । পুলিশ ছিল ওখানে কিন্তু কিছু করা যায়নি ।"

তারাপীঠে পুজো দিয়ে ফেরার পথে দুর্ঘটনার কবলে দম্পতি

পোলবা, 1 জুন: ট্রাকের ধাক্কায় মৃত্যু হল মহিলার ৷ বাইকে করে তারাপীঠে পুজো দিয়ে ফিরছিলেন দম্পতি । মাঝপথে শক্তিগড়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ট্রাক এসে ধাক্কা মারে বাইকের পিছনে ৷ তারপর পিষে দেয় মহিলাকে। সেখানেই মৃত্যু হয় লিপিকা হাজরার (48) । খুব অল্পের জন্য রক্ষা পান স্বামী । তবে আহত হন মহানন্দ হাজরা (52) ।

জানা গিয়েছে, গত বুধবার ভোরে বাইক করে তারাপীঠে পুজো দিতে গিয়েছিলেন পোলবার সুগন্ধা পঞ্চায়েতের গোটু গ্রামের হাজরা দম্পতি । দুপুর বারোটা নাগাদ তারাপীঠে পৌঁছে পুজো দেন তাঁরা । খাওয়া দাওয়া করে কিছুটা সময় কাটিয়ে তারপর বাড়ির জন্য রওনা হন । পথে বৃষ্টি হওয়ায় কিছুক্ষণ দাঁড়িয়ে পড়েন ৷ আবার বৃষ্টি থামলে বাইক চালিয়ে ফিরতে থাকেন পোলবার উদ্দেশে । তার মাঝে পূর্ব বর্ধমানের শক্তিগড়ে দাঁড়িয়ে দুজনে চা খান ৷ এরপর গরম ল্যাংচা কিনে বাইক চালু করে রাস্তায় উঠতেই পিছন থেকে একটি ট্রাক ধাক্কা মারে তাঁদের ।

সঙ্গে সঙ্গে ডানদিকে রাস্তায় পড়ে যান লিপিকা । তাঁকে পিষে দিয়ে চলে যায় ট্রাকটি । উলটো দিকের রাস্তায় পড়ে আহত হন মহানন্দ । তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করায় পুলিশ । খবর পেয়ে পরিবারের লোকজন শক্তিগড়ে পৌঁছয় । মহানন্দ হাজরা নিজে গান, যাত্রা অভিনয় করেন ৷ তাঁর স্ত্রীও ভালো গান করতেন বলে জানা গিয়েছে । তাঁদের এক মেয়ে ও ছেলে রয়েছে । মেয়েকেও গান শিখিয়েছেন তাঁরা । ভালো করে তালিম দিয়ে মেয়েকে গাইয়ে করার ইচ্ছা ছিল দম্পতির । আকস্মিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গ্রামে ।

আরও পড়ুন: তারাপীঠ থেকে পুজো দিয়ে ফেরার পথে দুর্ঘটনা, মৃত 2

মহানন্দ হাজরা বলেন, "আমি ল্যাংচা কিনি ৷ তারপর দোকান থেকে কয়েক কিলোমিটার যেতেই একটি ট্রাক এসে ধাক্কা মারে বাইকের পিছনে ৷ আমি ও স্ত্রী পড়ে যাই । তারপর স্ত্রীকে পিষে দিলে চলে যায় ট্রাকটি । ওখানেই মৃত্যু হয় তাঁর । পুলিশ ছিল ওখানে কিন্তু কিছু করা যায়নি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.