ETV Bharat / state

বিনা অনুমতিতে বাইক মিছিল, আরামবাগে গ্রেপ্তার 14 BJP কর্মী - arrest

BJP- র বাইক মিছিল চলাকালীন 14 জনকে গ্রেপ্তার করল পুলিশ ।

গ্রেপ্তার
author img

By

Published : Jul 31, 2019, 2:14 PM IST

Updated : Jul 31, 2019, 3:18 PM IST

আরামবাগ, 31 জুলাই : BJP- র বাইক মিছিল চলাকালীন 14 জনকে গ্রেপ্তার করল পুলিশ । আজ তাদের আরামবাগ মহকুমা আদালতে তোলা হয় ।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় বিনা অনুমতিতে বাইক মিছিলের আয়োজন করেছিলেন BJP কর্মীরা । খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ কাবলের মোড়ে মিছিল আটকায় । গ্রেপ্তার করা হয় 14 জনকে । পাশাপাশি ছ'টি মোটরবাইক বাজেয়াপ্ত করা হয়েছে ।

এপ্রসঙ্গে BJP নেতা সায়ন্তন বসু বলেন, "পুলিশ অফিসাররা আইন জানেন না ৷ বিনা অনুমতিতে বাইক মিছিল করলে বাইক আটক করতে পারে, বাইক আরোহীকে আটক করতে পারে ৷ কিন্তু গ্রেপ্তার করা যায় না ৷" প্রয়োজনে সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান সায়ন্তন বসু ৷

আরামবাগ, 31 জুলাই : BJP- র বাইক মিছিল চলাকালীন 14 জনকে গ্রেপ্তার করল পুলিশ । আজ তাদের আরামবাগ মহকুমা আদালতে তোলা হয় ।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় বিনা অনুমতিতে বাইক মিছিলের আয়োজন করেছিলেন BJP কর্মীরা । খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ কাবলের মোড়ে মিছিল আটকায় । গ্রেপ্তার করা হয় 14 জনকে । পাশাপাশি ছ'টি মোটরবাইক বাজেয়াপ্ত করা হয়েছে ।

এপ্রসঙ্গে BJP নেতা সায়ন্তন বসু বলেন, "পুলিশ অফিসাররা আইন জানেন না ৷ বিনা অনুমতিতে বাইক মিছিল করলে বাইক আটক করতে পারে, বাইক আরোহীকে আটক করতে পারে ৷ কিন্তু গ্রেপ্তার করা যায় না ৷" প্রয়োজনে সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান সায়ন্তন বসু ৷

Intro:Body:বিজেপির বাইক মিছিল চলাকালীন ছটি বাইক সহ ১৪ জন বিজেপি কর্মীকে গ্রেপ্তার।আজ তাদের আরামবাগ মহকুমা আদলতে তোলা হয়। ঘটনা হুগলীর আরামবাগের।
পুলিশ সূত্রে জানা গেছে গতকাল সন্ধ্যায় বিনা অনুমতিতে বাইক মিছিল করছিলেন বিজেপি কর্মীরা।খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ আরামবাগের কাবলের মোড়ে আরামবাগ কলকাতা রাজ্য সড়কে সেই মিছিল আটকান। মিছিলের অনুমতি না থাকায় সেখানেই মোট ১৪ জন বিজেপি কর্মী কে গ্রেপ্তার করে। পাশাপাশি ছটি মোটর বাইকও বাজেয়াপ্ত করে।

বিজেপির দাবি তাদের কাছে পুলিশি অনুমতি থকা সত্বেও তাদের ইচ্ছাকৃত ভাবে গ্রেপ্তার করেছে।

ধৃত বিজেপি নেতা চিরঞ্জিত বারিক বলেন,আমাদের মিছিলের অনুমতি ছিল।রাজ্য নেতাদের নির্দেশ মতই আমরা মিছিল করছিলাম। তা সত্বেও পুলিশ আমাদের মিছিল আটকায় ও বন্ধ করে দেয়।

ঘটনা প্রসঙ্গে বিজেপির রাজ্যের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন পুলিশ অফিসার আইন কানুন কিছু জানে না।বাইক মিছিল করলে বাইক আটক করতে পারে। এই ভাবে কাউকে গ্রেপ্তার করতে পারে নাকি। যে পুলিশ অফিসার গ্রেপ্তার করেছেন তার বিরুদ্ধে আমরা মামলা করব।

wb_hgl_01_arambagh_bjp geptar_vis_10007

Conclusion:
Last Updated : Jul 31, 2019, 3:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.