খন্যান, 6 মে : "ভোট দিতে গেলে গুলি করে দেব । কেন্দ্রীয় বাহিনী কিছু করতে পারবে না ।" BJP সমর্থক তপন মণ্ডলের বাড়ি এসে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনাটি হুগলির খন্যানের মাতৃপল্লি এলাকার । ওই এলাকার কয়েকটি বাড়িতে বাইক নিয়ে এসে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের নেতাদের বিরুদ্ধেও । তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।
BJP নেতৃত্বের কথায়, এলাকায় অনেকে তাদের দল করেন । তাই, ভোটের আগের রাতে এসে হুমকি দিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । হুমকি দেওয়া হয়েছে তপন মণ্ডল ও তাঁর পরিবারকেও । তপনের মা লক্ষ্মী মণ্ডল বলেন, "আমার ছেলেরা BJP করে । তাই, বাড়িতে এসে হুমকি দিয়েছে তৃণমূল নেতারা । বলেছে ভোট দিতে গেলে গুলি করে মারব । 100 দিনের কাজ বন্ধ করে দেওয়ার কথাও বলেছে ।" অভিযোগ অস্বীকার করে খন্যানের জয় হিন্দ বাহিনীর সভাপতি শান্তনু সরকার বলেন, "BJP হেরে যাবে বলে এসব করছে । আমরা শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে । হুমকি দিতেই বা যাব কেন ?"
এদিকে, ঘটনার খবর পেয়ে এলাকায় আসে পাণ্ডুয়া থানার পুলিশ । আসেন সেক্টর অফিসারও ।