ETV Bharat / state

Locket on Kaali Controversy: নূপুর শর্মাকে গ্রেফতারের দাবি উঠলে, মহুয়া নয় কেন? ‘কালী’ বিতর্কে প্রশ্ন লকেটের - নূপুর শর্মা

তৃণমূল কেন মহুয়া মৈত্রকে গ্রেফতারের কথা বলছে না ? কালী বিতর্কে প্রশ্ন তুললেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Why Not Mahua Moitra will Get Arrested Locket Chatterjee Question Over Kaali Controversy) ৷ আর এ প্রসঙ্গে তিনি নূপুর শর্মাকে নিয়ে তৃণমূলের অবস্থানের বিষয়টিও তুলে ধরলেন ৷

why-not-mahua-moitra-will-get-arrested-locket-chatterjee-question-over-kaali-controversy
why-not-mahua-moitra-will-get-arrested-locket-chatterjee-question-over-kaali-controversy
author img

By

Published : Jul 6, 2022, 2:32 PM IST

হুগলি, 6 জুলাই: কালীকে নিয়ে মহুয়া মৈত্রের মন্তব্য নিয়ে এ বার সরব হলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ আর এ প্রসঙ্গে বিজেপির নূপুর শর্মা প্রসঙ্গ টেনে আনলেন তিনি ৷ দাবি করলেন, নূপুর শর্মার মন্তব্যের জেরে দেশ উত্তাল হয়ে গেল ৷ তাঁকে গ্রেফতারের দাবিতে সরব হয়েছে তৃণমূল ৷ তাহলে মহুয়া মৈত্রকে কেন গ্রেফতারের কথা বলছে না তৃণমূল ? প্রশ্ন তুললেন লকেট চট্টোপাধ্যায় (Why Not Mahua Moitra will Get Arrested Locket Chatterjee Question Over Kaali Controversy) ৷ এ প্রসঙ্গে লকেট অভিযোগ করেছেন, তৃণমূল নেতারা আগেও এমন মন্তব্য করেছেন ৷ যেখানে সারদা মা, রানি রাসমণিকে অপমান করা হয়েছে ৷

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে মহুয়া মৈত্র ‘কালী’ তথ্যচিত্র (Kaali Controversy) নিয়ে তৈরি হওয়া বিতর্কে নিজের মত পেশ করেন ৷ যেখানে তারাপীঠে দেবী কালীকে মদ ও মাংস দিয়ে পুজো দেওয়া কথা উল্লেখ করেন তিনি ৷ যা নিয়ে বিতর্ক শুরু হয় ৷ মূলত বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, মহুয়া মৈত্র দেবী কালীকে নিয়ে নিন্দনীয় মন্তব্য করেছেন ৷ প্রশ্ন তোলা হয়েছে, এ নিয়ে কেন তাঁর বিরুদ্ধে রাজ্যের শাসকদল ব্যবস্থা নেবে না ? আর এ প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায় এ দিন নূপুর শর্মার প্রসঙ্গে টেনে আনেন ৷ যেখানে তিনি প্রশ্ন তুলেছেন, তৃণমূল নূপুর শর্মার গ্রেফতারি দাবি করতে পারলে, নিজেদের দলের সাংসদকে কেন গ্রেফতার করতে বলছে না ?

আরও পড়ুন: TMC on Mahua Moitra: মা কালীকে নিয়ে মহুয়ার মন্তব্য সমর্থন করে না দল, জানাল তৃণমূল

এ প্রসঙ্গে তৃণমূল নেতাদের বিরুদ্ধে সারদা মা এবং রানি রাসমণিকেও অপমানের অভিযোগে সরব হন লকেট ৷ প্রসঙ্গত, গত সপ্তাহে তৃণমূল বিধায়ক নির্মল মাজি সারদার মায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করে বিতর্কে জড়িয়ে ছিলেন ৷ মুখ্যমন্ত্রী সারদা মায়ের পুনর্জন্ম বলে দাবি করেছিলেন তিনি ৷ যা নিয়ে বেলুরমঠের তরফে বিবৃতি দিয়ে উলুবেড়িয়ার বিধায়কের মন্তব্যের নিন্দা করা হয় ৷ এমনকী, বাগদা বিধায়ক বিশ্বজিৎ দাসও মুখ্যমন্ত্রীরকে রানি রাসমণির সঙ্গে তুলনা করেন ৷ বারাসতে একটি সভায় তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের জন্য যে কাজ করেছেন তাতে, আগামী একশো বছর সকলের মনের মণিকোঠায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন ৷ রানি রাসমণি যেভাবে রয়েছেন ৷ মানুষের কথায় আমার মনে হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আমরা রানি রাসমণির ছায়া পেয়েছি ৷’’

হুগলি, 6 জুলাই: কালীকে নিয়ে মহুয়া মৈত্রের মন্তব্য নিয়ে এ বার সরব হলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ আর এ প্রসঙ্গে বিজেপির নূপুর শর্মা প্রসঙ্গ টেনে আনলেন তিনি ৷ দাবি করলেন, নূপুর শর্মার মন্তব্যের জেরে দেশ উত্তাল হয়ে গেল ৷ তাঁকে গ্রেফতারের দাবিতে সরব হয়েছে তৃণমূল ৷ তাহলে মহুয়া মৈত্রকে কেন গ্রেফতারের কথা বলছে না তৃণমূল ? প্রশ্ন তুললেন লকেট চট্টোপাধ্যায় (Why Not Mahua Moitra will Get Arrested Locket Chatterjee Question Over Kaali Controversy) ৷ এ প্রসঙ্গে লকেট অভিযোগ করেছেন, তৃণমূল নেতারা আগেও এমন মন্তব্য করেছেন ৷ যেখানে সারদা মা, রানি রাসমণিকে অপমান করা হয়েছে ৷

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে মহুয়া মৈত্র ‘কালী’ তথ্যচিত্র (Kaali Controversy) নিয়ে তৈরি হওয়া বিতর্কে নিজের মত পেশ করেন ৷ যেখানে তারাপীঠে দেবী কালীকে মদ ও মাংস দিয়ে পুজো দেওয়া কথা উল্লেখ করেন তিনি ৷ যা নিয়ে বিতর্ক শুরু হয় ৷ মূলত বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, মহুয়া মৈত্র দেবী কালীকে নিয়ে নিন্দনীয় মন্তব্য করেছেন ৷ প্রশ্ন তোলা হয়েছে, এ নিয়ে কেন তাঁর বিরুদ্ধে রাজ্যের শাসকদল ব্যবস্থা নেবে না ? আর এ প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায় এ দিন নূপুর শর্মার প্রসঙ্গে টেনে আনেন ৷ যেখানে তিনি প্রশ্ন তুলেছেন, তৃণমূল নূপুর শর্মার গ্রেফতারি দাবি করতে পারলে, নিজেদের দলের সাংসদকে কেন গ্রেফতার করতে বলছে না ?

আরও পড়ুন: TMC on Mahua Moitra: মা কালীকে নিয়ে মহুয়ার মন্তব্য সমর্থন করে না দল, জানাল তৃণমূল

এ প্রসঙ্গে তৃণমূল নেতাদের বিরুদ্ধে সারদা মা এবং রানি রাসমণিকেও অপমানের অভিযোগে সরব হন লকেট ৷ প্রসঙ্গত, গত সপ্তাহে তৃণমূল বিধায়ক নির্মল মাজি সারদার মায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করে বিতর্কে জড়িয়ে ছিলেন ৷ মুখ্যমন্ত্রী সারদা মায়ের পুনর্জন্ম বলে দাবি করেছিলেন তিনি ৷ যা নিয়ে বেলুরমঠের তরফে বিবৃতি দিয়ে উলুবেড়িয়ার বিধায়কের মন্তব্যের নিন্দা করা হয় ৷ এমনকী, বাগদা বিধায়ক বিশ্বজিৎ দাসও মুখ্যমন্ত্রীরকে রানি রাসমণির সঙ্গে তুলনা করেন ৷ বারাসতে একটি সভায় তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের জন্য যে কাজ করেছেন তাতে, আগামী একশো বছর সকলের মনের মণিকোঠায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন ৷ রানি রাসমণি যেভাবে রয়েছেন ৷ মানুষের কথায় আমার মনে হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আমরা রানি রাসমণির ছায়া পেয়েছি ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.