কোন্নগর, 12 জুন : কে কার বন্ধু- কার সঙ্গে লিভ টুগেদার করে এসব গুলিয়ে ফেলি ৷ কুণাল ঘোষের সঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায়ের দেখা করা নিয়ে মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ।
শুক্রবার মুকুল সপুত্র তৃণমূলে যোগ দিয়েছেন । আজ রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল রাজ্য সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে বাড়িতে তাঁর সঙ্গে দেখা করতে যান, সেই প্রসঙ্গে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, কে কার সঙ্গে দেখা করতে যাচ্ছে, কে কার বন্ধু -কে কার সঙ্গে লিভ টুগেদার করে এসব গুলিয়ে ফেলি ।
রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আজ আবারও ডোমজুড়ে পোস্টার পড়েছে সে বিষয়ে কল্যাণ বলেন, পোস্টার না পড়ার কোনও কারণ নেই । তবে আমার কাছে দশ পনেরোটা ভিডিয়ো আছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অনেক বাজে বাজে কথা বলেছে রাজীব । কাকে নেবে না নেবে তার প্যারামিটার দিদি ঠিক করবে । আমাদের কিছু করার নেই । তবে এটা ঠিক ডোমজুড়ে অনেক খেটে ওকে 43 হাজার ভোটে হারিয়েছি । আমরা সাধারণ কর্মী, দল বলেছে লড়াই করেছি । আর রাজীব বন্দ্যোপাধ্যায় কিছু না সেটা প্রমাণ করে দিয়েছি । তৃণমূল নেতৃত্ব যা বলবে তাই হবে ।
আরও পড়ুন...Rajib Banerjee : শনিবারের বারবেলায় কুণাল-রাজীব বৈঠক, প্রত্যাবর্তন নিয়ে জল্পনা
শ্রীরামপুরের সাংসদ এদিন এও বলেন, রাজীব বন্দ্যোপাধ্যায়ের 'ভ্যালু ইজ জিরো' সেটা আমরা প্রমাণ করে দেখিয়ে দিয়েছি । এবার ওকে নিলে কী উপকার হবে না হবে সেটা কুণাল যদি সিদ্ধান্ত নেয় নেবে বা উপরের শীর্ষ নেতৃত্ব যা করার করবে । দিদি তো কালকে পরিষ্কার করে একটা কথা বলেছেন যে গদ্দারদের নেওয়া হবে না । এদিন কোন্নগরে অক্সিজেন পার্লার উদ্বোধনের মঞ্চে এমনই বলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ।