ETV Bharat / state

"সব কিছু পুলিশই করছে, মন্ত্রী রেখে লাভ কী ?"

author img

By

Published : Jul 26, 2020, 4:22 PM IST

মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারকে আক্রমণ বিরোধী দলনেতা আবদুল মান্নানের ৷ তিনি কটাক্ষ করে বলেন, সব কিছু পুলিশই করছে ৷ রাজ্যে সরকার থাকলেও ক্ষমতায় নেই ৷

mannan
মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারকে আক্রমণ মান্নানের

চুঁচুড়া, 26 জুলাই : প্রশাসন নির্বিকার হয়ে গেছে ৷ জেনে গেছে, এই সরকার যানেওয়ালা সরকার ৷ পুলিশ প্রশাসন কথা শুনছে না ৷ ওরা সরকারে আছে, কিন্তু ক্ষমতায় নেই ৷ সব কিছু পুলিশই করছে ৷ মন্ত্রী আর দপ্তর রেখে লাভ কী ? আজ এভাবেই মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা আবদুল মান্নান ৷

রাজ্যের পুলিশের কার্যকলাপ নিয়ে মান্নান বলেন, "সারা রাজ্যে পুলিশরাজ চলছে ৷ বিদ্যুৎ নেই কেন, পুলিশ ঠিক করবে ৷ ত্রাণ নেই কেন, পুলিশ ঠিক করবে ৷ তাহলে দপ্তরের মন্ত্রীদের থেকে লাভটা কী ? কোনও পরিকল্পনা ছাড়াই সরকার চলছে ৷ লকডাউনের জেরে বিরোধীরা রাস্তায় নেমে আন্দোলন করতে পারছে না ৷ মানুষও প্রতিবাদ করতে পারছে না ৷ এর সুবিধা নিচ্ছে সরকার ৷ এটা খুবই দুর্ভাগ্যের ৷"

এই কঠিন পরিস্থিতিতে পারস্পরিক সহযোগিতা দরকার বলে মনে করেন তিনি ৷ বলেন, "আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি ৷ সেখানে পারস্পরিক সহযোগিতা দরকার ৷ সেসব না করে মুখ্যমন্ত্রী পুলিশের উপর নির্ভর করে চালাচ্ছেন ৷ তারই নিদর্শন দেখতে পাচ্ছি ৷ কখনও লকডাউন করছে, কখনও লকডাউন তুলে নিচ্ছে ৷ কখনও সম্পূর্ণ লকডাউনে সব খুলে দিচ্ছেন ৷ এটা ছেলেখেলা ছাড়া আর কিছু হচ্ছে না ৷ আমরা বলেছিলাম, পরিকল্পনা করে কাজ করতে হবে ৷ এখন এমন পরিস্থিতি কেউ আক্রান্ত হলে কোথায় ভরতি হবেন বুঝতে পারছেন না ৷ আগে মানুষের চিকিৎসার ব্যবস্থা করুন ৷ সূর্যকান্ত মিশ্র বলেছিলেন, সেসব কথাও উড়িয়ে দিলেন ৷ একটা দিশেহারা অবস্থা ৷ মানুষ ভগবানের উপর বিশ্বাস করে লড়াই করছেন ৷"

আবদুল মান্নানের বক্তব্য শুনুন

উচ্চমাধ্যমিকে প্রথম স্থানাধিকারী ঐক্য বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানাতে আজ চুঁচুড়া ষণ্ডেশ্বরতলায় যান তিনি ৷ বলেন, "দীর্ঘ 34 বছর শিক্ষকতা করেছি ৷ অনেক ছাত্র চিকিৎসক, ইঞ্জিনিয়র, IAS হয়েছে ৷ কিন্তু, কেউ মেধাতালিকায় আসেনি ৷ ঐক্যকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা ৷"

চুঁচুড়া, 26 জুলাই : প্রশাসন নির্বিকার হয়ে গেছে ৷ জেনে গেছে, এই সরকার যানেওয়ালা সরকার ৷ পুলিশ প্রশাসন কথা শুনছে না ৷ ওরা সরকারে আছে, কিন্তু ক্ষমতায় নেই ৷ সব কিছু পুলিশই করছে ৷ মন্ত্রী আর দপ্তর রেখে লাভ কী ? আজ এভাবেই মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা আবদুল মান্নান ৷

রাজ্যের পুলিশের কার্যকলাপ নিয়ে মান্নান বলেন, "সারা রাজ্যে পুলিশরাজ চলছে ৷ বিদ্যুৎ নেই কেন, পুলিশ ঠিক করবে ৷ ত্রাণ নেই কেন, পুলিশ ঠিক করবে ৷ তাহলে দপ্তরের মন্ত্রীদের থেকে লাভটা কী ? কোনও পরিকল্পনা ছাড়াই সরকার চলছে ৷ লকডাউনের জেরে বিরোধীরা রাস্তায় নেমে আন্দোলন করতে পারছে না ৷ মানুষও প্রতিবাদ করতে পারছে না ৷ এর সুবিধা নিচ্ছে সরকার ৷ এটা খুবই দুর্ভাগ্যের ৷"

এই কঠিন পরিস্থিতিতে পারস্পরিক সহযোগিতা দরকার বলে মনে করেন তিনি ৷ বলেন, "আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি ৷ সেখানে পারস্পরিক সহযোগিতা দরকার ৷ সেসব না করে মুখ্যমন্ত্রী পুলিশের উপর নির্ভর করে চালাচ্ছেন ৷ তারই নিদর্শন দেখতে পাচ্ছি ৷ কখনও লকডাউন করছে, কখনও লকডাউন তুলে নিচ্ছে ৷ কখনও সম্পূর্ণ লকডাউনে সব খুলে দিচ্ছেন ৷ এটা ছেলেখেলা ছাড়া আর কিছু হচ্ছে না ৷ আমরা বলেছিলাম, পরিকল্পনা করে কাজ করতে হবে ৷ এখন এমন পরিস্থিতি কেউ আক্রান্ত হলে কোথায় ভরতি হবেন বুঝতে পারছেন না ৷ আগে মানুষের চিকিৎসার ব্যবস্থা করুন ৷ সূর্যকান্ত মিশ্র বলেছিলেন, সেসব কথাও উড়িয়ে দিলেন ৷ একটা দিশেহারা অবস্থা ৷ মানুষ ভগবানের উপর বিশ্বাস করে লড়াই করছেন ৷"

আবদুল মান্নানের বক্তব্য শুনুন

উচ্চমাধ্যমিকে প্রথম স্থানাধিকারী ঐক্য বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানাতে আজ চুঁচুড়া ষণ্ডেশ্বরতলায় যান তিনি ৷ বলেন, "দীর্ঘ 34 বছর শিক্ষকতা করেছি ৷ অনেক ছাত্র চিকিৎসক, ইঞ্জিনিয়র, IAS হয়েছে ৷ কিন্তু, কেউ মেধাতালিকায় আসেনি ৷ ঐক্যকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.