ETV Bharat / state

ওরা কী মস্তানি করবে, আমি তার চেয়ে বড় মস্তান ; তপন দাশগুপ্ত - What will they bullt, I can bully more than that ; said tapan dasgupta

তপনবাবু আরও বলেন , " আমাকে হারানোর চক্রান্ত করলে আপনি চক্রান্তে পড়বেন । আমি 2021 সালে আবার জিতব । তখন যার যার লিস্ট পাব ৷ সেই লিস্ট আমি বা দল করব না, পুলিশ IB সেই লিস্ট করবে । তখন দু'দিক দিয়ে মার শুরু হবে । "

What will they bullt, I can bully more than that ; said tapan dasgupta
ওরা কি মস্তানি করবে, আমি তার চেয়ে বড় মস্তান ; তপন দাশগুপ্ত
author img

By

Published : Oct 12, 2020, 3:39 PM IST

Updated : Oct 12, 2020, 4:33 PM IST

পোলবা, 12 অক্টোবর : 21 শের বিধানসভায় জেতার পর নজরুল, শ্যামাসঙ্গীত আর বাজবে না । দু'দিকে মার শুরু হবে ৷ একদিকে CPI(M) , অপরদিকে BJP ৷ তৃণমূলের ঘরের মধ্যে যারা শত্রু তাদের ছেড়ে কথা বলব না । ওরা বলছে নিজেদের মস্তান, তার চেয়ে বড় মস্তান তপন দাশগুপ্ত । এভাষাতেই হুমকি বিধায়ক তথা মন্ত্রীর । পোলবা দাদপুর ব্লকের বেথায় তৃণমূলের দলীয় কর্মীসভায় বিস্ফোরক রাজ্যের মন্ত্রী তপন দাশগুপ্ত । এই বক্তব্যের কটাক্ষ করতে ছাড়েনি BJP - র রাজ্য নেতা ভাস্কর ভট্টাচার্যও । তিনি বলেন, " বিধায়ক ও মন্ত্রীর মুখে এই ভাষা মানায় না । এভাবেই খুনোখুনি বোমাবাজি করে এতদিন জিতে এসেছে । আর চলবে না ৷ তাই লোকসভায় হেরে বসে আছে । আগামীদিনে আবার হারবে । "

তপনবাবু আরও বলেন , " আমাকে হারানোর চক্রান্ত করলে আপনি চক্রান্তে পড়বেন । আমি 2021 সালে আবার জিতব । তখন যার যার লিস্ট পাব ৷ সেই লিস্ট আমি বা দল করব না, পুলিশ IB সেই লিস্ট করবে । তখন দু'দিক দিয়ে মার শুরু হবে । একদিক দিয়ে BJP, CPI(M) , আর ঘরের মধ্যে যারা শত্রু মীরজাফর তাদেরও আমি ছেড়ে কথা বলব না । 1 ইঞ্চি মাটি ছাড়ব না । আমার কর্মীরা কষ্ট করবে, কর্মীরা দল করবে, কর্মীরা পোস্টার মারবে আর তুমি একটা ভোগ খোর দল ভাঙবে । ওরা বলছে মস্তান, কেমন মস্তানি করবে । আমি তার চেয়ে বড় মস্তান ৷ এখনও প্রশাসনে দাঁড়িয়ে আছি , বিধায়ক আছি এখনও । 2008 সালে মহানাদের 40 টা গাড়ি নিয়ে CPI(M) কে মেরেছিলাম ভুলে গেছে সেসব দিন । "

এরপর তিনি হুগলির BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, " কোরোনার সময় রাস্তায় ঘুরেছি । কোরোনার সময় গরীব মানুষকে খাবার দিয়েছি । আর লকেট সুন্দরী কোথায় আছেন, কেউ নেই । আবার ভোট পাখি আসবে বলবে ভোট দিন । " এরপর তিনি নাম না করে কিষাণ মোর্চার রাজ্য কমিটির সম্পাদক স্বরাজ ঘোষকে উদ্দেশ্য করে বলেন, " হারিটের একজন প্রোমোটার তার ছবি মুকুল রায়ের সাথে । সে আবার কোমরে মেশিন নিয়ে ঘোরে । সে জানে না মেশিনের মুখটা উলটো দিকে ঘোরাতে আমার এক মিনিট সময় লাগবে । আমি আমার এলাকায় অশান্তি চাই না । "

ওরা কী মস্তানি করবে, আমি তার চেয়ে বড় মস্তান ; তপন দাশগুপ্ত

এই বক্তব্যের পালটা আক্রমণ করতেও ছাড়েনি BJP রাজ্য কমিটির সদস্য ভাস্কর ভট্টাচার্য ৷ তিনি বলেন, " তপন দাশগুপ্ত একজন বিধায়ক নন মন্ত্রীও বটে ৷ তার মুখের ভাষা মানায় না ৷ তিনি নাকি সবচেয়ে বড় মস্তান । তারা রাজনীতিটা করলেন কবে । যখন থেকে ক্ষমতায় এসেছে তৃণমূল তবে থেকে খুনোখুনি বোমাবাজি মারধর ভোটলুট করা চলছে । ছিনতাই করে ছাপ্পা করে পঞ্চায়েতের বিধানসভায় এভাবেই জিতে এসেছে । তারা তো এভাবেই জিতে এসেছে মস্তানি করে গুন্ডামি করে । রাজনীতি করেনি । রাজনীতির লড়াই তারা করবেও না । তার জন্যই তারা হেরে বসে আছে । "

পোলবা, 12 অক্টোবর : 21 শের বিধানসভায় জেতার পর নজরুল, শ্যামাসঙ্গীত আর বাজবে না । দু'দিকে মার শুরু হবে ৷ একদিকে CPI(M) , অপরদিকে BJP ৷ তৃণমূলের ঘরের মধ্যে যারা শত্রু তাদের ছেড়ে কথা বলব না । ওরা বলছে নিজেদের মস্তান, তার চেয়ে বড় মস্তান তপন দাশগুপ্ত । এভাষাতেই হুমকি বিধায়ক তথা মন্ত্রীর । পোলবা দাদপুর ব্লকের বেথায় তৃণমূলের দলীয় কর্মীসভায় বিস্ফোরক রাজ্যের মন্ত্রী তপন দাশগুপ্ত । এই বক্তব্যের কটাক্ষ করতে ছাড়েনি BJP - র রাজ্য নেতা ভাস্কর ভট্টাচার্যও । তিনি বলেন, " বিধায়ক ও মন্ত্রীর মুখে এই ভাষা মানায় না । এভাবেই খুনোখুনি বোমাবাজি করে এতদিন জিতে এসেছে । আর চলবে না ৷ তাই লোকসভায় হেরে বসে আছে । আগামীদিনে আবার হারবে । "

তপনবাবু আরও বলেন , " আমাকে হারানোর চক্রান্ত করলে আপনি চক্রান্তে পড়বেন । আমি 2021 সালে আবার জিতব । তখন যার যার লিস্ট পাব ৷ সেই লিস্ট আমি বা দল করব না, পুলিশ IB সেই লিস্ট করবে । তখন দু'দিক দিয়ে মার শুরু হবে । একদিক দিয়ে BJP, CPI(M) , আর ঘরের মধ্যে যারা শত্রু মীরজাফর তাদেরও আমি ছেড়ে কথা বলব না । 1 ইঞ্চি মাটি ছাড়ব না । আমার কর্মীরা কষ্ট করবে, কর্মীরা দল করবে, কর্মীরা পোস্টার মারবে আর তুমি একটা ভোগ খোর দল ভাঙবে । ওরা বলছে মস্তান, কেমন মস্তানি করবে । আমি তার চেয়ে বড় মস্তান ৷ এখনও প্রশাসনে দাঁড়িয়ে আছি , বিধায়ক আছি এখনও । 2008 সালে মহানাদের 40 টা গাড়ি নিয়ে CPI(M) কে মেরেছিলাম ভুলে গেছে সেসব দিন । "

এরপর তিনি হুগলির BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, " কোরোনার সময় রাস্তায় ঘুরেছি । কোরোনার সময় গরীব মানুষকে খাবার দিয়েছি । আর লকেট সুন্দরী কোথায় আছেন, কেউ নেই । আবার ভোট পাখি আসবে বলবে ভোট দিন । " এরপর তিনি নাম না করে কিষাণ মোর্চার রাজ্য কমিটির সম্পাদক স্বরাজ ঘোষকে উদ্দেশ্য করে বলেন, " হারিটের একজন প্রোমোটার তার ছবি মুকুল রায়ের সাথে । সে আবার কোমরে মেশিন নিয়ে ঘোরে । সে জানে না মেশিনের মুখটা উলটো দিকে ঘোরাতে আমার এক মিনিট সময় লাগবে । আমি আমার এলাকায় অশান্তি চাই না । "

ওরা কী মস্তানি করবে, আমি তার চেয়ে বড় মস্তান ; তপন দাশগুপ্ত

এই বক্তব্যের পালটা আক্রমণ করতেও ছাড়েনি BJP রাজ্য কমিটির সদস্য ভাস্কর ভট্টাচার্য ৷ তিনি বলেন, " তপন দাশগুপ্ত একজন বিধায়ক নন মন্ত্রীও বটে ৷ তার মুখের ভাষা মানায় না ৷ তিনি নাকি সবচেয়ে বড় মস্তান । তারা রাজনীতিটা করলেন কবে । যখন থেকে ক্ষমতায় এসেছে তৃণমূল তবে থেকে খুনোখুনি বোমাবাজি মারধর ভোটলুট করা চলছে । ছিনতাই করে ছাপ্পা করে পঞ্চায়েতের বিধানসভায় এভাবেই জিতে এসেছে । তারা তো এভাবেই জিতে এসেছে মস্তানি করে গুন্ডামি করে । রাজনীতি করেনি । রাজনীতির লড়াই তারা করবেও না । তার জন্যই তারা হেরে বসে আছে । "

Last Updated : Oct 12, 2020, 4:33 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.