ETV Bharat / state

2024 সালে দিল্লির সরকার পাল্টাচ্ছে: কুণাল ঘোষ - WEST BENGAL

কোন্নগর নবগ্রামে দলীয় কর্মসূচিতে এসেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ । সেই অনুষ্ঠানে এসে হাইকোর্টে ভোট পরবর্তী বাংলার পরিস্থিতির বিষয়ে বিজেপিকে একহাত নিলেন । যাঁরা তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিলেন, তাঁরা কেউ আর বিজেপিতে থাকতে চাইছেন না । তারা তো কেউ আমাদের জিজ্ঞাসা করে যাননি ।

Kunal Ghosh
মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকছেন, 2024 সালে দিল্লির সরকারটা পাল্টাচ্ছে: কুণাল ঘোষ
author img

By

Published : Jun 20, 2021, 7:16 PM IST

কোন্নগর, 20 জুন: কোন্নগর নবগ্রামে দলীয় কর্মসূচিতে এসে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বললেন, ‘‘যাঁরা তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিলেন তাঁরা কেউ আর বিজেপিতে থাকতে চাইছেন না । তারা তো কেউ আমাদের জিজ্ঞাসা করে যাননি । তাঁরা চাটার্ড ফ্লাইটে করে গিয়েছিলেন এখন টোটো করে ফিরতে চাইছেন ।’’ তিনি জানান, গোটা বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন । দলত্যাগীদের কটাক্ষ করে কুণাল বলেন, ‘‘ তাঁরা তখন একটা হুজুগে গেলেন, বিজেপি নাকি ক্ষমতায় আসছে । দলে দলে গেলেন এবং তৃণমূলের মনোবল ভাঙার চেষ্টা করলেন। তৃণমূলের বিরুদ্ধে প্রচার করলেন, প্রার্থী হলেন ৷ তাঁদের বাদ দিয়েই তো ভোটটা তৃণমূল জিতেছে । যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখে লড়াইটা জিতেছেন, তাঁদের সেন্টিমেন্টে আঘাত লাগে এমন কোনও কাজ তৃণমূল শীর্ষ নেতৃত্ব করবে না ।’’

সম্প্রতি রাজীব বন্দ্যোপাধ্যায় তাঁর বাড়িতে গিয়ে বৈঠক করেছেন ৷ সেই বিষয়ে কুণাল ঘোষ বলেন, ‘‘অনেকেই ফিরতে চাইছেন ৷ কিন্তু তাঁদের ফেরা না ফেরা পুরোটাই নির্ভর করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের উপর ।’’ তাঁর অভিযোগ, বিজেপি পরাজয়কে মেনে নিতে পারছে না বলেই ব্যাকডোর দিয়ে 355, 356 নানা রকম চেষ্টা করছে । চক্রান্তমূলক বিভিন্ন নখ-দাঁত তারা বার করছে । এগুলি কোনওটাই সফল হবে না । তারা হারটাকে না মানতে পেরে নানারকম চক্রান্ত করছে । কিন্তু সেই চক্রান্তও সফল হবে না । তৃণমূল কংগ্রেসের সরকার থাকছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকছেন, শুধু 2024 সালে দিল্লির সরকারটা পাল্টে যাচ্ছে ।

মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকছেন, 2024 সালে দিল্লির সরকারটা পাল্টাচ্ছে: কুণাল ঘোষ

নির্বাচনোত্তর হিংসার ঘটনা নিয়ে কুণাল বলেন, ‘‘কিছু ঘটনা ঘটেছে তখন নির্বাচন কমিশনের দায়িত্বে আইনশৃঙ্খলা ছিল । তৃণমুল কংগ্রেসের কর্মীরা খুন হয়েছেন ৷ ঘরছাড়া হয়েছেন । মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শপথ নেওয়ার পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে । গন্ডগোলটা মূলত হচ্ছিল আদি বিজেপি বনাম তৎকাল বিজেপির মধ্যে ৷’’

আরও পড়ুন:ভোট পরবর্তী হিংসা মামলায় হাইকোর্টকে নির্দেশ পুনর্বিবেচনার আর্জি রাজ্যের

তাঁর দাবি, তৃণমূল নেতারাই বিজেপি কর্মীদের ঘরে পাঠাচ্ছেন । ভোট গণনা নিয়ে বিজেপির মামলা করার প্রসঙ্গে কুণাল বলেন, ‘‘তৃণমূল মামলা করেছে বলে এখন বিজেপির পা কাঁপছে ।’’

কোন্নগর, 20 জুন: কোন্নগর নবগ্রামে দলীয় কর্মসূচিতে এসে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বললেন, ‘‘যাঁরা তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিলেন তাঁরা কেউ আর বিজেপিতে থাকতে চাইছেন না । তারা তো কেউ আমাদের জিজ্ঞাসা করে যাননি । তাঁরা চাটার্ড ফ্লাইটে করে গিয়েছিলেন এখন টোটো করে ফিরতে চাইছেন ।’’ তিনি জানান, গোটা বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন । দলত্যাগীদের কটাক্ষ করে কুণাল বলেন, ‘‘ তাঁরা তখন একটা হুজুগে গেলেন, বিজেপি নাকি ক্ষমতায় আসছে । দলে দলে গেলেন এবং তৃণমূলের মনোবল ভাঙার চেষ্টা করলেন। তৃণমূলের বিরুদ্ধে প্রচার করলেন, প্রার্থী হলেন ৷ তাঁদের বাদ দিয়েই তো ভোটটা তৃণমূল জিতেছে । যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখে লড়াইটা জিতেছেন, তাঁদের সেন্টিমেন্টে আঘাত লাগে এমন কোনও কাজ তৃণমূল শীর্ষ নেতৃত্ব করবে না ।’’

সম্প্রতি রাজীব বন্দ্যোপাধ্যায় তাঁর বাড়িতে গিয়ে বৈঠক করেছেন ৷ সেই বিষয়ে কুণাল ঘোষ বলেন, ‘‘অনেকেই ফিরতে চাইছেন ৷ কিন্তু তাঁদের ফেরা না ফেরা পুরোটাই নির্ভর করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের উপর ।’’ তাঁর অভিযোগ, বিজেপি পরাজয়কে মেনে নিতে পারছে না বলেই ব্যাকডোর দিয়ে 355, 356 নানা রকম চেষ্টা করছে । চক্রান্তমূলক বিভিন্ন নখ-দাঁত তারা বার করছে । এগুলি কোনওটাই সফল হবে না । তারা হারটাকে না মানতে পেরে নানারকম চক্রান্ত করছে । কিন্তু সেই চক্রান্তও সফল হবে না । তৃণমূল কংগ্রেসের সরকার থাকছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকছেন, শুধু 2024 সালে দিল্লির সরকারটা পাল্টে যাচ্ছে ।

মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকছেন, 2024 সালে দিল্লির সরকারটা পাল্টাচ্ছে: কুণাল ঘোষ

নির্বাচনোত্তর হিংসার ঘটনা নিয়ে কুণাল বলেন, ‘‘কিছু ঘটনা ঘটেছে তখন নির্বাচন কমিশনের দায়িত্বে আইনশৃঙ্খলা ছিল । তৃণমুল কংগ্রেসের কর্মীরা খুন হয়েছেন ৷ ঘরছাড়া হয়েছেন । মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শপথ নেওয়ার পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে । গন্ডগোলটা মূলত হচ্ছিল আদি বিজেপি বনাম তৎকাল বিজেপির মধ্যে ৷’’

আরও পড়ুন:ভোট পরবর্তী হিংসা মামলায় হাইকোর্টকে নির্দেশ পুনর্বিবেচনার আর্জি রাজ্যের

তাঁর দাবি, তৃণমূল নেতারাই বিজেপি কর্মীদের ঘরে পাঠাচ্ছেন । ভোট গণনা নিয়ে বিজেপির মামলা করার প্রসঙ্গে কুণাল বলেন, ‘‘তৃণমূল মামলা করেছে বলে এখন বিজেপির পা কাঁপছে ।’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.