ETV Bharat / state

নেত্রীর উপর হামলার অভিযোগে আরামবাগে বিক্ষোভ তৃণমূলের - নন্দীগ্রামে আহত মমতা বন্দ্যোপাধ্যায়

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার অভিযোগে বিক্ষোভ আরামবাগে । অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে তৃণমূল কর্মী সমর্থকরা টায়ার জ্বালিয়ে রাজ্য সড়কে পথ অবরোধে শামিল হন ।

মুখ্যমন্ত্রীর ওপর হামলার প্রতিবাদে আরামবাগে তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভ
মুখ্যমন্ত্রীর ওপর হামলার প্রতিবাদে আরামবাগে তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভ
author img

By

Published : Mar 11, 2021, 10:02 AM IST

আরামবাগ , 11 মার্চ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা চালানো হয়েছে। এই অভিযোগ তুলে আরামবাগে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করলেন তৃণমূল কর্মী-সমর্থকরা । পাশাপাশি ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবি তোলেন তাঁরা । তাঁদের অভিযোগ, বিজেপি পরিকল্পনা করে হামলা চালিয়েছে।

আরও পড়ুন :নন্দীগ্রামে ধাক্কাধাক্কিতে পায়ে চোট, এসএসকেএম-এ মমতা

গতকাল নন্দীগ্রামে বেশ কয়েকটি মন্দিরে পুজো দেওয়ার পর হলদিয়ায় মনোনয়নপত্র পেশ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তার পর ফিরে আসেন নন্দীগ্রামে ৷ সেখানে আবার প্রচার সংক্রান্ত কর্মসূচিতে যোগদান করেন তিনি ৷ এরপর সেখান থেকে নন্দীগ্রামে তাঁর জন্য নির্দিষ্ট বাড়িতে যাওয়ার পথে রওনা দেন ৷ তার মধ্যেই মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে ধাক্কাধাক্কিতে আহত হন মমতা ৷ এই ঘটনায় ষড়যন্ত্র করে হামলার অভিযোগ তুলে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ শুরু করে তৃণমূল। সেরকমই রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান আরামবাগ টাউন তৃণমূল-কংগ্রেসের কর্মী-সমর্থকরা । অবরোধের জেরে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় যান চলাচল।

মুখ্যমন্ত্রীর ওপর হামলার প্রতিবাদে আরামবাগে তৃণমূলের বিক্ষোভ

আরও পড়ুন : কীভাবে আহত মুখ্যমন্ত্রী ? কী বলছেন প্রত্যক্ষদর্শীরা ?

অবরোধকারীদের মধ্যে তৃণমূল নেতা স্বপন নন্দী বলেন, "বিজেপি পরিকল্পিতভাবে দলনেত্রীর উপর হামলা করেছে । অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি ।"

আরামবাগ , 11 মার্চ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা চালানো হয়েছে। এই অভিযোগ তুলে আরামবাগে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করলেন তৃণমূল কর্মী-সমর্থকরা । পাশাপাশি ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবি তোলেন তাঁরা । তাঁদের অভিযোগ, বিজেপি পরিকল্পনা করে হামলা চালিয়েছে।

আরও পড়ুন :নন্দীগ্রামে ধাক্কাধাক্কিতে পায়ে চোট, এসএসকেএম-এ মমতা

গতকাল নন্দীগ্রামে বেশ কয়েকটি মন্দিরে পুজো দেওয়ার পর হলদিয়ায় মনোনয়নপত্র পেশ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তার পর ফিরে আসেন নন্দীগ্রামে ৷ সেখানে আবার প্রচার সংক্রান্ত কর্মসূচিতে যোগদান করেন তিনি ৷ এরপর সেখান থেকে নন্দীগ্রামে তাঁর জন্য নির্দিষ্ট বাড়িতে যাওয়ার পথে রওনা দেন ৷ তার মধ্যেই মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে ধাক্কাধাক্কিতে আহত হন মমতা ৷ এই ঘটনায় ষড়যন্ত্র করে হামলার অভিযোগ তুলে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ শুরু করে তৃণমূল। সেরকমই রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান আরামবাগ টাউন তৃণমূল-কংগ্রেসের কর্মী-সমর্থকরা । অবরোধের জেরে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় যান চলাচল।

মুখ্যমন্ত্রীর ওপর হামলার প্রতিবাদে আরামবাগে তৃণমূলের বিক্ষোভ

আরও পড়ুন : কীভাবে আহত মুখ্যমন্ত্রী ? কী বলছেন প্রত্যক্ষদর্শীরা ?

অবরোধকারীদের মধ্যে তৃণমূল নেতা স্বপন নন্দী বলেন, "বিজেপি পরিকল্পিতভাবে দলনেত্রীর উপর হামলা করেছে । অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.