হুগলি, 15 মার্চ : মনোয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বাকযুদ্ধ গোঘাট বিধানসভা কেন্দ্রের তৃণমূল ও বিজেপির দুই প্রার্থীর মধ্যে ৷ প্রয়োজনীয় নথিতে ভুল থাকার কারণে আজ মনোনয়ন জমা দিতে গিয়ে, তা দিতে পারেননি তৃণমূলের প্রার্থী মানস মজুমদার ৷ আর সেই নিয়েই মানস মজুমদারকে কটাক্ষ করে গোঘাটের বিজেপি প্রার্থী বিশ্বনাথ কারক বলেন, লড়াইয়ের আগে মনোনয়ন জমা দিতে গিয়েই হেরে গিয়েছেন মানস মজুমদার ৷
সোমবার ঢাকঢোল বাজিয়ে আরামবাগের মহকুমা দফতরে মনোনয়নপত্র জমা দিতে যান গোঘাটের তৃণমূল প্রার্থী মানস মজুমদার ৷ তবে, বিকেল 4টে পর্যন্ত বসে থেকেও জমা দেওয়া হল না মনোনয়নপত্র ৷ সূত্রের খবর, মনোনয়নের সঙ্গে জমা দেওয়া বেশ কিছু নথিতে ভুল থাকায় মনোনয়নপত্র জমা দিতে পারেননি তিনি ৷ ফলে মনোনয়ন পেশ না করেই ফিরতে হয় তাঁকে ৷ আর সেই নিয়েই এবার প্রতিপক্ষ তৃণমূল প্রার্থীকে কটাক্ষ করলেন বিজেপি প্রার্থী বিশ্বনাথ কারক ৷ বলেন, ভোটের আগে মনোনয়নপত্র জমা দিতে গিয়েই হেরে বসে আছেন ৷ আর নির্বাচনে নামার প্রয়োজন নেই ৷
আরও পড়ুন : মনোনয়ন জমা দিলেন খানাকুলের তৃণমূল প্রার্থী
যদিও নথিতে ভুলের কথা অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী মানস মজুমদার ৷ পাল্টা দাবি করেন, আরামবাগ, গোঘাট ও পড়শুড়া থেকে সকলেই একসাথে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ছিল ৷ কিন্তু, বাকিদের এখনও সমস্ত নথিপত্র তৈরি করা হয়নি ৷ তাই তিনি নিজেও মনোনয়নপত্র জমা না দিয়েই ফিরে গিয়েছেন ৷ পাল্টা বিশ্বনাথ কারকের মন্তব্যকে কটাক্ষ করে মানস মজুমদার বলেছেন, বিজেপি প্রার্থী মন থেকে জানেন, তিনি হারবেন ৷