ETV Bharat / state

ভোট না পড়লে ঘরে ইলেকট্রিক, জল যাবে না, প্রচারে হুঁশিয়ারি তৃণমূল প্রার্থীর - তপন দাশগুপ্ত

একই দিনে ভোট প্রচারে দেখা গেল চাঁপদানীর তৃণমূল প্রার্থী অরিন্দম গুঁইনকেও ৷ তিনি পাড়ার শীতলা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন ৷

-tmc-candidate-threatened-the-voters-during-election-campaign-hooghly
-tmc-candidate-threatened-the-voters-during-election-campaign-hooghly
author img

By

Published : Mar 6, 2021, 5:02 PM IST

হুগলি, 6 মার্চ : ভোট না পড়লে ঘরে ইলেকট্রিক ও জল যাবে না ৷ মন্দিরে পুজো দিয়ে বেরোনোর সময় এক ভোটারকে এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন সপ্তগ্রাম বিধানসভার প্রার্থী তপন দাশগুপ্ত ৷

শনিবার সকালে বিশালক্ষী মন্দির পুজো দিয়ে প্রচার শুরু করেন তপনবাবু । মূলত পোলবা দাদপুর ব্লকের গোসাই মালিপাড়াতে প্রচার করেন এদিন ৷ সেখানেই এক ভোটারকে বলেন, "ভোট না পড়লে ইলেকট্রিক ও জল যাবে না ৷ বিজেপিকে দিয়ে করাতে হবে ৷" উল্লেখ্য, লোকসভা ভোটে এই অঞ্চলে তৃণমূলকে 20 হাজার ভোটে হারিয়ে জয়ী হয়েছিলেন লকেট চট্টোপাধ্যায় ৷ রাজনৈতিক মহলের বক্তব্য সপ্তগ্রাম নিয়ে সংশয়ে রয়েছে তৃণমূল ৷ যদিও তপন দাশগুপ্ত বললেন, "সব সময় মানুষের জন্য কাজ করি ৷ অনেক কাজ হয়েছে, উন্নয়ন হয়েছে ৷ কিছু কাজ বাকি আছে ৷ জেতার পরে করব ৷"

ভোট প্রচারে তপন দাশগুপ্ত ও অরিন্দম গুঁইন...

আরও খবর : দলের উপর ক্ষোভ উগরে পদত্যাগের পথে অখিল-পুত্র সুপ্রকাশ !

একই দিনে ভোট প্রচারে দেখা গেল চাঁপদানীর তৃণমূল প্রার্থী অরিন্দম গুঁইনকেও ৷ তিনি পাড়ার শীতলা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন ৷ চাঁপদানি বিধানসভায় প্রার্থী হিসেবে দিলীপ যাদব, সুরেশ মিশ্র সহ অনেকেরই নাম উঠেছিল । শেষ পর্যন্ত বৈদ্যবাটি পৌরসভার প্রশাসক অরিন্দমকে টিকিট দেন তৃণমূল নেত্রী । অরিন্দমের এটা প্রথম বিধানসভা ভোট ৷ বাড়তি উৎসাহ নিয়ে প্রচারে শুরু করলেন তিনি । শনিবার নিজের হাতে দেওয়াল লেখেন প্রার্থী ৷

অরিন্দম গুঁইন বলেন, "আমাদের একটাই বার্তা, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়নের ধারাকে চাঁপদানী বিধানসভায় অব্যাহত রাখতে চাই ৷"

হুগলি, 6 মার্চ : ভোট না পড়লে ঘরে ইলেকট্রিক ও জল যাবে না ৷ মন্দিরে পুজো দিয়ে বেরোনোর সময় এক ভোটারকে এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন সপ্তগ্রাম বিধানসভার প্রার্থী তপন দাশগুপ্ত ৷

শনিবার সকালে বিশালক্ষী মন্দির পুজো দিয়ে প্রচার শুরু করেন তপনবাবু । মূলত পোলবা দাদপুর ব্লকের গোসাই মালিপাড়াতে প্রচার করেন এদিন ৷ সেখানেই এক ভোটারকে বলেন, "ভোট না পড়লে ইলেকট্রিক ও জল যাবে না ৷ বিজেপিকে দিয়ে করাতে হবে ৷" উল্লেখ্য, লোকসভা ভোটে এই অঞ্চলে তৃণমূলকে 20 হাজার ভোটে হারিয়ে জয়ী হয়েছিলেন লকেট চট্টোপাধ্যায় ৷ রাজনৈতিক মহলের বক্তব্য সপ্তগ্রাম নিয়ে সংশয়ে রয়েছে তৃণমূল ৷ যদিও তপন দাশগুপ্ত বললেন, "সব সময় মানুষের জন্য কাজ করি ৷ অনেক কাজ হয়েছে, উন্নয়ন হয়েছে ৷ কিছু কাজ বাকি আছে ৷ জেতার পরে করব ৷"

ভোট প্রচারে তপন দাশগুপ্ত ও অরিন্দম গুঁইন...

আরও খবর : দলের উপর ক্ষোভ উগরে পদত্যাগের পথে অখিল-পুত্র সুপ্রকাশ !

একই দিনে ভোট প্রচারে দেখা গেল চাঁপদানীর তৃণমূল প্রার্থী অরিন্দম গুঁইনকেও ৷ তিনি পাড়ার শীতলা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন ৷ চাঁপদানি বিধানসভায় প্রার্থী হিসেবে দিলীপ যাদব, সুরেশ মিশ্র সহ অনেকেরই নাম উঠেছিল । শেষ পর্যন্ত বৈদ্যবাটি পৌরসভার প্রশাসক অরিন্দমকে টিকিট দেন তৃণমূল নেত্রী । অরিন্দমের এটা প্রথম বিধানসভা ভোট ৷ বাড়তি উৎসাহ নিয়ে প্রচারে শুরু করলেন তিনি । শনিবার নিজের হাতে দেওয়াল লেখেন প্রার্থী ৷

অরিন্দম গুঁইন বলেন, "আমাদের একটাই বার্তা, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়নের ধারাকে চাঁপদানী বিধানসভায় অব্যাহত রাখতে চাই ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.