ধনেখালি, 25 মার্চ : ভোট চাইতে এসে গ্রামবাসীর বিক্ষোভের মুখে পড়লেন ধনেখালির তৃণমূল প্রার্থী অসীমা পাত্র । স্থানীয় বাসিন্দারা তাঁদের আভিযোগ জানাতে গেলে প্রার্থী পাল্টা ধাক্কা দেন বলে অভিযোগ ৷ গোটা ঘটনার ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রার্থী ৷
প্রায় দু'বছর ধরে 100 দিনের কাজ পাননি স্থানীয় মানুষজন ৷ এলাকায় কোনও উন্নয়ন নেই ৷ বিধায়কের দেখা মেলেনি ৷ ধনেখালি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হিরণ্যবাটি গ্রামের অবস্থা এরকমই ৷ দীর্ঘদিন ধরে অভিযোগের পাহাড় জমছিল ৷ তাই প্রার্থীকে দেখেই সেসব বলার চেষ্টা করছিলেন গ্রামবাসী ৷ কিন্তু প্রার্থী অসীমা পাত্র সেসব শুনতে নারাজ ৷ একথা-সেকথায় গ্রামবাসীর সঙ্গে তাঁর বচসা বাধে ৷ অভিযোগ, বচসার মাঝে একজনকে ধাক্কা মারেন তৃণমূল প্রার্থী অসীমা পাত্র ৷ আর এই গোটা ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ বিজেপির তরফে সেই ভিডিয়ো প্রকাশ করে ঘটনার নিন্দা করা হয়েছে ৷ বাবর আলি নামে এক বাসিন্দা তথা বিজেপি সমর্থক বলেন, "পাশের গ্রামে উন্নয়নমূলক কাজ হয়েছে ৷ কিন্তু আমাদের গ্রামে হয়নি ৷ 100 দিনের কাজ থেকে রাস্তা তৈরি, কিছুই হয়নি ৷ আমি এই বিষয়ে বলতে গেলে অসীমা পাত্র আমাকে ধাক্কা মেরে ফেলে দেন ৷"
আরও পড়ুন : BJP সাংসদ ও তৃণমূল বিধায়কের বাকযুদ্ধে সরগরম ধনেখালি
এদিকে সব অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী ৷ তিনি বলেন, "বিজেপি মিথ্যা প্রচার চালাচ্ছে ৷ রাজ্যের প্রকল্পকে কেন্দ্রের বলে মানুষকে ওরা ভুল বুঝিয়েছে ৷ বিজেপি আমাকে যেভাবে হেনস্থা করেছে, তার বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নেব ৷"