হুগলি, 13 মার্চ : ভোটের সময় বলে, পিসিকে ধরবে, ভাইপোকে ধরব । কাউকে ধরে না । এসব মোদি-দিদির খেলা । প্রচারে বেরিয়ে বললেন মহম্মদ সেলিম ৷
শনিবারই ভোটপ্রচার শুরু করেন মহম্মদ সেলিম । চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রে সংযুক্ত মোর্চার প্রার্থী সেলিম আজ সকালে পঞ্চবটি-হাটপুকুর-কুমিরমোরা-জগন্নাথবাটি এলাকায় প্রচার করেন । কর্মীদের সঙ্গে নিয়ে গ্রামে গ্রামে ঘোরেন তিনি ৷ সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ৷ প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহম্মদ সেলিম বলেন, কলকাতা পুলিশ হোক বা দিল্লি পুলিশ, গুন্ডাবাজদের দাঙ্গাবাজদের ধরে না ৷ নির্দোষ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসায় । ভোট এলে সিবিআই-ইডি অনেক কিছু করে, কিন্তু কাউকে ধরে না । ভোটের সময় বলে, পিসিকে ধরবে, ভাইপোকে ধরব । কাউকে ধরে না । এসব মোদি-দিদির খেলা ।
আরও পড়ুন : সাংবাদিক বৈঠকে মহম্মদ সেলিম
বাম প্রার্থীর কথায় রাজনীতিতে বহিরাগত শব্দটি প্রথম আরএসএস এনেছে ৷ মহম্মদ সেলিম বলেন, আমি যখন অসমে গেলাম তখন বিজেপি বলেছিল আমি বহিরাগত । মমতা যখন আডবাণীর সঙ্গে ছিলেন তখন বলেছিলেন যে ভোটার লিস্টে দু-কোটি বহিরাগত রয়েছে । আবার দিলীপ ঘোষও বলছেন, দু-কোটি বহিরাগত ৷ তাদের বাংলাছাড়া করে দেবে । আসলে বহিরাগত এই শব্দটা আরএসএস মানুষের মাথার মধ্যে ঢুকিয়েছে । একসময় সোনিয়া গান্ধিকে এরা বহিরাগত বলেছিল ।