হুগলি, 28 ফেব্রুয়ারি : শ্রীরামপুর কমিশনারেট এলাকায় রুটমার্চ শুরু করল কেন্দ্রীয় বাহিনী ৷ শনিবার গ্রামীণ এলাকার পর শ্রীরামপুর কমিশনারেট এলাকায় আজ রুটমার্চ শুরু হল ৷ আজ কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা নাগরিকদের সঙ্গে কথা বলেন ৷
আরও পড়ুন : উপনির্বাচনের আগে আজ খড়গপুরে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি
একুশের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজ্যের রাজনীতির পারদ চড়তে শুরু করেছে ৷ এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে আজ রবিবার সকালে শ্রীরামপুর কমিশনারেটে রুটমার্চ শুরু করে দিল কেন্দ্রীয় বাহিনী ৷ শ্রীরামপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে আজ শ্রীরামপুরে টহল দেয় জওয়ানরা ৷ একই সঙ্গে পথচলতি মানুষ ও দোকানদারদের সঙ্গে কথা বলেন তাঁরা ৷ কেউ ভয় দেখাচ্ছে কি না বা ভোট দেওয়া নিয়ে কোনও অসুবিধা থাকলে তা জানতে চান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ কোনও সমস্যা থাকলে থানায় যোগাযোগ করার পরামর্শও দেয় কেন্দ্রীয় বাহিনী ৷ ভোটের আগে লাগাতার এই টহলদারি চলবে বলে জানিয়েছেন শ্রীরামপুর থানার আধিকারিক ৷