ETV Bharat / state

পুলিশি ফতোয়ায় শ্রীরামপুর থানায় বিক্ষোভ বিজেপির

অভিযোগ, পুলিশ বিজেপি কার্যকর্তাদের ফোন করে জানায় তৃণমূল পার্টি অফিসের সামনে স্লোগান দেওয়া যাবে না । এরই প্রতিবাদে শ্রীরামপুর থানায় বিক্ষোভ দেখান বিজেপি প্রার্থী কবীরশংকর বোস ও বিজপি কর্মীরা ।

obstructing campaign of BJP candidate demonstration at Srirampur police station
obstructing campaign of BJP candidate demonstration at Srirampur police station
author img

By

Published : Mar 22, 2021, 6:51 PM IST

হুগলি, 22 মার্চ : শ্রীরামপুরে বিজেপি প্রার্থীকে প্রচার বাধা দেওয়ার অভিযোগ উঠল ৷ ঘটনায় শ্রীরামপুর থানায় বিক্ষোভ দেখাল বিজেপি । সোমবার শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবীরশংকর বোস সহ বিজেপির নেতা-কর্মীরা শ্রীরামপুর থানার সামনে বিক্ষোভ দেখান ।

অভিযোগ, সোমবার সকালে পেয়ারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছিলেন কবীরশংকর বোস । সেই সময় তৃণমূলের পার্টি অফিসের সামনে বিজেপি কর্মীদের স্লোগান দিতে বারণ করা হয় । এমনকী বাড়ি বাড়ি গিয়ে প্রচারের সময় পুলিশি বাধার মুখে পড়তে হয় বিজেপি প্রার্থীকে । কবীরশংকর বোসের অভিযোগ, পুলিশ বিজেপি কার্যকর্তাদের ফোন করে জানায় তৃণমূল পার্টি অফিসের সামনে স্লোগান দেওয়া যাবে না । এরই প্রতিবাদে শ্রীরামপুর থানায় বিক্ষোভ দেখান বিজেপি প্রার্থী কবীরশংকর বোস ও দলের কর্মীরা ।

আরও পড়ুন: তৃণমূল বিধায়কের সম্পত্তি বেড়েছে 1985%, প্রায় 300% বাড়ল বিজেপি প্রার্থীর

বিজেপি প্রার্থী বলেন, ‘‘আমি নিয়ম মেনে প্রচার করছি ৷ বাড়ি বাড়ি প্রচারের জন্য প্রশাসনের অনুমতি লাগে না ৷ এর পিছনে শ্রীরামপুরের তৃণমূল সাংসদের হাত রয়েছে । আমাকে বাধা দেওয়া হচ্ছে ৷ আমি তাঁর বাড়ির সামনে ধরনা দেব ৷’’

পাল্টা শ্রীরামপুর শহর তৃণমূলের সহ-সভাপতি সন্তোষ সিং বলেন, ‘‘ওঁর সঙ্গে মানুষ নেই ৷ তাই প্রচারের আলোয় আসতে এই সব বলছেন । প্রশাসন আমাদেরও বহু জায়গায় বাধা দেয় । আমরা কিছু বলি না । উনি ভাবেন ওঁর সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনী শেষ কথা, সেটা নয় ।’’

হুগলি, 22 মার্চ : শ্রীরামপুরে বিজেপি প্রার্থীকে প্রচার বাধা দেওয়ার অভিযোগ উঠল ৷ ঘটনায় শ্রীরামপুর থানায় বিক্ষোভ দেখাল বিজেপি । সোমবার শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবীরশংকর বোস সহ বিজেপির নেতা-কর্মীরা শ্রীরামপুর থানার সামনে বিক্ষোভ দেখান ।

অভিযোগ, সোমবার সকালে পেয়ারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছিলেন কবীরশংকর বোস । সেই সময় তৃণমূলের পার্টি অফিসের সামনে বিজেপি কর্মীদের স্লোগান দিতে বারণ করা হয় । এমনকী বাড়ি বাড়ি গিয়ে প্রচারের সময় পুলিশি বাধার মুখে পড়তে হয় বিজেপি প্রার্থীকে । কবীরশংকর বোসের অভিযোগ, পুলিশ বিজেপি কার্যকর্তাদের ফোন করে জানায় তৃণমূল পার্টি অফিসের সামনে স্লোগান দেওয়া যাবে না । এরই প্রতিবাদে শ্রীরামপুর থানায় বিক্ষোভ দেখান বিজেপি প্রার্থী কবীরশংকর বোস ও দলের কর্মীরা ।

আরও পড়ুন: তৃণমূল বিধায়কের সম্পত্তি বেড়েছে 1985%, প্রায় 300% বাড়ল বিজেপি প্রার্থীর

বিজেপি প্রার্থী বলেন, ‘‘আমি নিয়ম মেনে প্রচার করছি ৷ বাড়ি বাড়ি প্রচারের জন্য প্রশাসনের অনুমতি লাগে না ৷ এর পিছনে শ্রীরামপুরের তৃণমূল সাংসদের হাত রয়েছে । আমাকে বাধা দেওয়া হচ্ছে ৷ আমি তাঁর বাড়ির সামনে ধরনা দেব ৷’’

পাল্টা শ্রীরামপুর শহর তৃণমূলের সহ-সভাপতি সন্তোষ সিং বলেন, ‘‘ওঁর সঙ্গে মানুষ নেই ৷ তাই প্রচারের আলোয় আসতে এই সব বলছেন । প্রশাসন আমাদেরও বহু জায়গায় বাধা দেয় । আমরা কিছু বলি না । উনি ভাবেন ওঁর সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনী শেষ কথা, সেটা নয় ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.