ETV Bharat / state

মমতার সভার মিছিলে তৃণমূলের খেলা হবে ট্যাবলো - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

মমতার সভার মিছিলে খেলা হবে স্লোগান ৷ যেখানে বক্সে খেলা হবে গান বাজিয়ে চললো নাচ ৷ সেই সঙ্গে ফুটবল নিয়ে জাগলিং তৃণমূল কর্মীদের ৷

khela hobe tablo in mamata banerjees rally in hoogly danlop ground
মমতার সভার মিছিলে তৃণমূলের ‘খেলা হবে’ ট্যাবলো
author img

By

Published : Feb 24, 2021, 1:47 PM IST

হুগলি, 24 ফেব্রুয়ারি : হুগলির সাহাগঞ্জে ডানলপের মাঠে আজ সভা রয়েছে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের ৷ যেখানে গত 22 ফেবব্রুয়ারি জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ সেখানেি পাল্টা সভা মুখ্যমন্ত্রীর ৷ আর সেই সভাতেই এবার ডিজের তালে খেলা হবে মেতে কর্মী সমর্থকরা ৷

আরও পড়ুন : খেলা হবে... চন্দ্রকোনায় দেওয়ালের দখল নিতে ময়দানে তৃণমূল

সকাল থেকেই মমতার সভায় যোগ দিতে হুগলির বিভিন্ন প্রান্ত থেকে কর্মীরা সাহাগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছে ৷ সেই মিছিলেই এবার বক্স লাগিয়ে বাজছে খেলা হবে গান ৷ সঙ্গে রয়েছে দাবার ছক, গুড়, বাতাসা ও নকুলদানার ছবি ৷ সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ব্যানার ৷ যেখানে লেখা ‘‘বাংলা নিজের মেয়েকেই চায়’’৷ অন্যদিকে, চুঁচুড়া স্টেশন থেকে মিছিল করে সাহাগঞ্জের সভায় যান তৃণমূল কর্মীরা ৷ যেখানে তৃণমূলের কর্মীদের ফুটবল নিয়ে জগলিং করতে দেখা গেল ৷

হুগলি, 24 ফেব্রুয়ারি : হুগলির সাহাগঞ্জে ডানলপের মাঠে আজ সভা রয়েছে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের ৷ যেখানে গত 22 ফেবব্রুয়ারি জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ সেখানেি পাল্টা সভা মুখ্যমন্ত্রীর ৷ আর সেই সভাতেই এবার ডিজের তালে খেলা হবে মেতে কর্মী সমর্থকরা ৷

আরও পড়ুন : খেলা হবে... চন্দ্রকোনায় দেওয়ালের দখল নিতে ময়দানে তৃণমূল

সকাল থেকেই মমতার সভায় যোগ দিতে হুগলির বিভিন্ন প্রান্ত থেকে কর্মীরা সাহাগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছে ৷ সেই মিছিলেই এবার বক্স লাগিয়ে বাজছে খেলা হবে গান ৷ সঙ্গে রয়েছে দাবার ছক, গুড়, বাতাসা ও নকুলদানার ছবি ৷ সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ব্যানার ৷ যেখানে লেখা ‘‘বাংলা নিজের মেয়েকেই চায়’’৷ অন্যদিকে, চুঁচুড়া স্টেশন থেকে মিছিল করে সাহাগঞ্জের সভায় যান তৃণমূল কর্মীরা ৷ যেখানে তৃণমূলের কর্মীদের ফুটবল নিয়ে জগলিং করতে দেখা গেল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.