ETV Bharat / state

শিক্ষা গ্রহণ করি কর্মসংস্থানের জন্য, 5 টাকার ডিম-ভাত খাওয়ার জন্য নয় : শুভেন্দু - west bengal assembly election 2021

সরস্বতী পুজোর উদ্বোধনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক ইশুতে আক্রমণ শানালেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী৷ তিনি বলেছেন, ‘‘5 টাকা দামের ডিম-ভাত খাওয়ার জন্য শিক্ষা গ্রহণ করি না৷ শিক্ষা গ্রহণ করি উপযুক্ত কর্মসংস্থান নিয়ে মাথা উঁচু করে পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য ৷’’

শুভেন্দু অধিকারী৷
শুভেন্দু অধিকারী৷
author img

By

Published : Feb 15, 2021, 11:13 PM IST

শ্রীরামপুর, 15 ফেব্রুয়ারি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘মা‘ কর্মসূচির অন্তর্গত 5 টাকায় ডিম-ভাত প্রকল্পকে কটাক্ষ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ৷ সোমবার সন্ধ্যায় তিনি হাজির হয়েছিলেন হুগলির শ্রীরামপুরে ৷ সেখানে একটি সরস্বতী পুজোর উদ্বোধনের মঞ্চ থেকে তিনি তাঁর প্রাক্তন দলনেত্রীর উদ্দেশ্যে এই কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন ৷ তিনি বলেছেন, ‘‘5 টাকা দামের ডিম-ভাত খাওয়ার জন্য শিক্ষা গ্রহণ করি না৷ শিক্ষা গ্রহণ করি উপযুক্ত কর্মসংস্থান নিয়ে মাথা উঁচু করে পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য ৷’’

আগামিকাল সরস্বতী পুজোয় মায়ের কাছে পড়ুয়ারা কি চাইবে সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই তিনি এদিন এই মন্তব্য করেন ৷ তাৎপর্যপূর্ণ ভাবে আজ, সোমবারই কলকাতায় 5 টাকায় ডিম-ভাত দেওয়ার এই প্রকল্পের পরীক্ষামূলক সূচনা হয়েছে ৷ অন্যদিকে তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতকে ‘আত্মনির্ভর’ করতে চান, আর এখানে রাজ্য সরকার ‘নির্ভরশীল’ করতে চায় ৷

একই সঙ্গে তিনি এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে পুজো করতে না দেওয়ার অভিযোগ তুলেছেন৷ তাঁর অভিযোগ, ‘‘উলুবেড়িয়ায় স্কুলে সরস্বতী পুজো করতে ছাত্রদের রাস্তা অবরোধ করতে হয়। মুর্শিদাবাদে এমন 50টা স্কুল আছে যেখানে মাননীয়ার আমলে সরস্বতী পুজো হয় না।’’

নবান্নে অভিযানের সময় পুলিশের লাঠিচার্জে সিপিএম যুবনেতা মইদুল মিদ্দার মৃত্যুর যে অভিযোগ উঠেছে, তা নিয়েও এদিন মন্তব্য করেন শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন, ‘‘একটা ছেলে চাকরি চাইতে এভাবে মেরে ফেলা সরকারের নৃশংসতা বর্বরতা প্রমাণ করে । এর থেকে মুক্তির পথ হল নরেন্দ্র মোদির আশির্বাদ পুষ্ঠ গণতান্ত্রিক সরকার তৈরি করা ।’’

আরও পড়ুন : ‘মা'-র রান্নাঘর নাকি ‘শ্রমজীবী ক্যান্টিন’, ভোট বাক্সে কে টেক্কা দেবে ?

তাঁর দাবি, ‘‘এটা তো হঠাৎ ঘটে যাওয়া কোনও ঘটনা নয় । সংগঠিত ভাবে পিটিয়ে মারা হয়েছে । নন্দীগ্রামে গুলি চালানো দেখিয়ে সরকারে আসবে আর নবান্নের দরজায় যুবকদের পিটিয়ে পিটিয়ে মারবে এটা হতে পারে না । এর জবাব বাংলার মানুষ কেই দিতে হবে । পিটিয়ে মারবে আর সহানুভূতির জন্য চাকরির প্রস্তাব দেবে এটা হতে পারে না। ’’ একই সঙ্গে তিনি দোষী পুলিশদের শাস্তির দাবি তুলেছেন ৷

শ্রীরামপুর, 15 ফেব্রুয়ারি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘মা‘ কর্মসূচির অন্তর্গত 5 টাকায় ডিম-ভাত প্রকল্পকে কটাক্ষ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ৷ সোমবার সন্ধ্যায় তিনি হাজির হয়েছিলেন হুগলির শ্রীরামপুরে ৷ সেখানে একটি সরস্বতী পুজোর উদ্বোধনের মঞ্চ থেকে তিনি তাঁর প্রাক্তন দলনেত্রীর উদ্দেশ্যে এই কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন ৷ তিনি বলেছেন, ‘‘5 টাকা দামের ডিম-ভাত খাওয়ার জন্য শিক্ষা গ্রহণ করি না৷ শিক্ষা গ্রহণ করি উপযুক্ত কর্মসংস্থান নিয়ে মাথা উঁচু করে পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য ৷’’

আগামিকাল সরস্বতী পুজোয় মায়ের কাছে পড়ুয়ারা কি চাইবে সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই তিনি এদিন এই মন্তব্য করেন ৷ তাৎপর্যপূর্ণ ভাবে আজ, সোমবারই কলকাতায় 5 টাকায় ডিম-ভাত দেওয়ার এই প্রকল্পের পরীক্ষামূলক সূচনা হয়েছে ৷ অন্যদিকে তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতকে ‘আত্মনির্ভর’ করতে চান, আর এখানে রাজ্য সরকার ‘নির্ভরশীল’ করতে চায় ৷

একই সঙ্গে তিনি এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে পুজো করতে না দেওয়ার অভিযোগ তুলেছেন৷ তাঁর অভিযোগ, ‘‘উলুবেড়িয়ায় স্কুলে সরস্বতী পুজো করতে ছাত্রদের রাস্তা অবরোধ করতে হয়। মুর্শিদাবাদে এমন 50টা স্কুল আছে যেখানে মাননীয়ার আমলে সরস্বতী পুজো হয় না।’’

নবান্নে অভিযানের সময় পুলিশের লাঠিচার্জে সিপিএম যুবনেতা মইদুল মিদ্দার মৃত্যুর যে অভিযোগ উঠেছে, তা নিয়েও এদিন মন্তব্য করেন শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন, ‘‘একটা ছেলে চাকরি চাইতে এভাবে মেরে ফেলা সরকারের নৃশংসতা বর্বরতা প্রমাণ করে । এর থেকে মুক্তির পথ হল নরেন্দ্র মোদির আশির্বাদ পুষ্ঠ গণতান্ত্রিক সরকার তৈরি করা ।’’

আরও পড়ুন : ‘মা'-র রান্নাঘর নাকি ‘শ্রমজীবী ক্যান্টিন’, ভোট বাক্সে কে টেক্কা দেবে ?

তাঁর দাবি, ‘‘এটা তো হঠাৎ ঘটে যাওয়া কোনও ঘটনা নয় । সংগঠিত ভাবে পিটিয়ে মারা হয়েছে । নন্দীগ্রামে গুলি চালানো দেখিয়ে সরকারে আসবে আর নবান্নের দরজায় যুবকদের পিটিয়ে পিটিয়ে মারবে এটা হতে পারে না । এর জবাব বাংলার মানুষ কেই দিতে হবে । পিটিয়ে মারবে আর সহানুভূতির জন্য চাকরির প্রস্তাব দেবে এটা হতে পারে না। ’’ একই সঙ্গে তিনি দোষী পুলিশদের শাস্তির দাবি তুলেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.