ETV Bharat / state

ওরা গেরুয়া ফেট্টি বেঁধে গোরক্ষার নামে রাস্তায় দাঙ্গা লাগাতে বেরোয় : মমতা

হিন্দু মুসলিম থেকে শুরু করে ছেলেধরা সন্দেহে গণপিটুনি একাধিক ঘটনায় BJP একহাত নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Feb 23, 2019, 11:14 AM IST

তারকেশ্বর, ২৩ ফেব্রুয়ারি : "তোমরা কারা ভাই ? হিন্দু ধর্মের নামে মাথায় গেরুয়া ফেট্টি বাঁধলেই হয় না। একটি তিলক কেটে রাস্তা থেকে গেরুয়া কাপড় কিনে বেরিয়ে পড়ে। গোরক্ষকের নাম করে রাস্তায় বেরিয়ে পড়ে দাঙ্গা লাগাতে। আরে রামকৃষ্ণ মিশন, সেবাশ্রম সংঘকে দেখে শেখা উচিত। এই রাজ্যে সন্ন্যাসীরা গেরুয়া পরে ত্যাগের জন্য। তারা স্বামী বিবেকানন্দের কথা চিন্তা করে, মানুষের কথা ভাবে।রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘকে দেখে শিখুন ওঁরাও তো গেরুয়া পরেন।এরা গেরুয়া পরে, অথচ গেরুয়ার মর্যাদা দিতে শেখেনি।" গতকাল তারকেশ্বরের বালিগড়িতে পরিষেবা প্রদান অনুষ্ঠানে BJP-কে আক্রমণ করে একথা বলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি আরও বলেন, "দিল্লি থেকে বলছে এই রাজ্যে নাকি দুর্গাপুজো সরস্বতী পুজো হয় না।" উপস্থিত মানুষের উদ্দেশ্যে তিনি প্রশ্ন করে বলেন, "আপনারাই বলুন এই তথ্য কি ঠিক ? এখানে কি পুজো হয় না ? মনে রাখবেন আমরা মন্দির গড়ি, ভাঙি না। আমরা তারকেশ্বর, ফুরফুরা, হংসেশ্বরী মন্দির, দক্ষিণেশ্বর মন্দির সংস্কার করি, দরগা সংস্কার করি, ভাঙতে যাই না। এই রাজ্যে ভেদাভেদ চলতে দেব না, কোনওভাবেই আগুন লাগাতে দেব না।আমি ব্যানার্জি, আর কেউ যদি মজুমদার হয় তার সঙ্গে আমার পার্থক্য কী ? সেও মানুষ আমিও মানুষ। আমি মুসলমান হতে পারি, আর একজন হিন্দু হতেই পারে, তাতে বিরোধ কীসের ? এই রাজ্যে ধর্মের নামে রাজনীতি চলে না। এরা বসন্তের কোকিল। নির্বাচনী কোকিল। নির্বাচন এলে হিন্দু-মুসলমান করে। আর সারাবছর মানুষকে খেতে দেয় না।"

সম্প্রতি, ছেলেধরা সন্দেহে গণপিটুনির ঘটনায় তিনি বলেন, "হঠাৎ রটিয়ে দেওয়া হচ্ছে ছেলেধরা আসছে। চুরি করতে এসেছে বলে আতঙ্ক ছড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন এলাকায়। বাংলাজুড়ে দাঙ্গার পরিবেশ তৈরি করা হচ্ছে। সব চক্রান্ত চলছে। সর্বত্রই গুজব ছড়ানো হচ্ছে। বোরখা পরিয়ে মানুষের ভিড়ে রাস্তায় কাউকে ছেড়ে দেওয়া হচ্ছে। তারপর ছেলেধরা বলে তাকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যে হিন্দু-মুসলমান আলাদা আলাদা করে ফেলা হচ্ছে। এইরকম কোনও ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে পুলিশকে জানান। ওরা ঠিক করে দেবে।"

undefined

তারকেশ্বর, ২৩ ফেব্রুয়ারি : "তোমরা কারা ভাই ? হিন্দু ধর্মের নামে মাথায় গেরুয়া ফেট্টি বাঁধলেই হয় না। একটি তিলক কেটে রাস্তা থেকে গেরুয়া কাপড় কিনে বেরিয়ে পড়ে। গোরক্ষকের নাম করে রাস্তায় বেরিয়ে পড়ে দাঙ্গা লাগাতে। আরে রামকৃষ্ণ মিশন, সেবাশ্রম সংঘকে দেখে শেখা উচিত। এই রাজ্যে সন্ন্যাসীরা গেরুয়া পরে ত্যাগের জন্য। তারা স্বামী বিবেকানন্দের কথা চিন্তা করে, মানুষের কথা ভাবে।রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘকে দেখে শিখুন ওঁরাও তো গেরুয়া পরেন।এরা গেরুয়া পরে, অথচ গেরুয়ার মর্যাদা দিতে শেখেনি।" গতকাল তারকেশ্বরের বালিগড়িতে পরিষেবা প্রদান অনুষ্ঠানে BJP-কে আক্রমণ করে একথা বলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি আরও বলেন, "দিল্লি থেকে বলছে এই রাজ্যে নাকি দুর্গাপুজো সরস্বতী পুজো হয় না।" উপস্থিত মানুষের উদ্দেশ্যে তিনি প্রশ্ন করে বলেন, "আপনারাই বলুন এই তথ্য কি ঠিক ? এখানে কি পুজো হয় না ? মনে রাখবেন আমরা মন্দির গড়ি, ভাঙি না। আমরা তারকেশ্বর, ফুরফুরা, হংসেশ্বরী মন্দির, দক্ষিণেশ্বর মন্দির সংস্কার করি, দরগা সংস্কার করি, ভাঙতে যাই না। এই রাজ্যে ভেদাভেদ চলতে দেব না, কোনওভাবেই আগুন লাগাতে দেব না।আমি ব্যানার্জি, আর কেউ যদি মজুমদার হয় তার সঙ্গে আমার পার্থক্য কী ? সেও মানুষ আমিও মানুষ। আমি মুসলমান হতে পারি, আর একজন হিন্দু হতেই পারে, তাতে বিরোধ কীসের ? এই রাজ্যে ধর্মের নামে রাজনীতি চলে না। এরা বসন্তের কোকিল। নির্বাচনী কোকিল। নির্বাচন এলে হিন্দু-মুসলমান করে। আর সারাবছর মানুষকে খেতে দেয় না।"

সম্প্রতি, ছেলেধরা সন্দেহে গণপিটুনির ঘটনায় তিনি বলেন, "হঠাৎ রটিয়ে দেওয়া হচ্ছে ছেলেধরা আসছে। চুরি করতে এসেছে বলে আতঙ্ক ছড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন এলাকায়। বাংলাজুড়ে দাঙ্গার পরিবেশ তৈরি করা হচ্ছে। সব চক্রান্ত চলছে। সর্বত্রই গুজব ছড়ানো হচ্ছে। বোরখা পরিয়ে মানুষের ভিড়ে রাস্তায় কাউকে ছেড়ে দেওয়া হচ্ছে। তারপর ছেলেধরা বলে তাকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যে হিন্দু-মুসলমান আলাদা আলাদা করে ফেলা হচ্ছে। এইরকম কোনও ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে পুলিশকে জানান। ওরা ঠিক করে দেবে।"

undefined

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.