উত্তরপাড়া,23 ফেব্রুয়ারি : ঘরে ঘরে পাইপলাইনের মাধ্যমে পরিশুদ্ধ পানীয় জল সরবরাহের জন্য টাকা দিলেও রেখে দিয়েছে তৃণমূল সরকার ৷ এভাবেই শাসকদলকে সোমবার হুগলির জনসভা থেকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। সেই প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি তথা উত্তরপাড়া কোতরং পৌরসভার চেয়ারম্যান দিলীপ যাদব বলেন," উত্তরপাড়া জল প্রকল্পের 1700 কোটি টাকা সম্পূর্ণ রাজ্য সরকারের টাকা। তা কেন্দ্র সরকারের টাকা নয়।"
তিনি জানান, মূল প্রজেক্ট ছিল 1763 কোটি টাকা। করোনা পরিস্থিতির জন্যই জল প্রকল্প সাত-আট মাস দেরি হচ্ছে। মন্ত্রী ফিরহাদ হাকিম প্রকল্পের উদ্বোধন করে গেছেন। এই প্রকল্পে পাইপলাইনের কাজ সবই চলছে ।
আরও পড়ুন :খড়্গপুরে শ্যামাপ্রসাদের নামে হাসপাতাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
তিনি প্রধানমন্ত্রীর কথার প্রতিবাদে বলেন, "বিজেপির কাছে এ কাজটা প্রধান নয়। কি করে আম্বানি আদানির টাকা বেশি হবে তার দিকেই লক্ষ্য রাখা হয়। উনারা মিথ্যে কথা বলতে অভ্যস্ত। রাজনীতি করার জন্য এখানে আসছেন ।" তাঁর দাবি, বাংলায় ধারাবাহিক উন্নয়ন হয়েছে।বিজেপির সরকার যে রাজ্যে আছে তার তুলনা দিলে ভালো হতো।