সিমলাগড়, 17 ডিসেম্বর : বেশ কয়েক মাস ধরে রাস্তা তৈরির সরঞ্জাম পড়ে থাকার পর অবশেষে শুরু হয়েছিল কাজ ৷ বেহাল রাস্তার পরিস্থিতি শোধরালে যাতায়াতের কষ্ট কিছুটা লাঘব হবে, এমনটাই ভেবেছিলেন গ্রামবাসীরা ৷ কিন্তু তিনদিন না কাটতে কাটতেই উঠে গেল রাস্তার পিচ ৷ যার জেরে রাস্তা তৈরিতে গাফিলতির অভিযোগ এনে সিমলাগর ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে সরব হলেন গ্রামবাসীরা (Villagers Start protesting against the panchayat road making) ।
তালবোনা কলোনি থেকে চম্পকডাঙা পর্যন্ত এই রাস্তাটিতে পিচ উঠে যাওয়ার ঘটনা সামনে আসার পর রাস্তা তৈরির কাজ আর এগিয়ে নিয়ে যেতে দেননি গ্রামবাসীরা ৷ তাঁদের দাবি, ভাল করে কাজ না করলে রাস্তা তৈরি করতে দেওয়া হবে না ৷ সরকারি ইঞ্জিনিয়ার এসে ছাড়পত্র দিলে তবেই ফের কাজ শুরু হবে ৷ স্থানীয় বাসিন্দা ভক্ত চৌধুরীর বলেন "দেখছিলাম ভাল রাস্তা হচ্ছিল । কিন্ত সকালে রাস্তার পিচ উঠে যাচ্ছে । রাস্তা ভাল না হলে আমরা রাস্তা করতে দেব না । আমরা কিছু বুঝি না ইঞ্জিনিয়ার আসুক দেখে বলুক ।"
আরও পড়ুন : পুরুলিয়াতে পাইপ লাইনের মাধ্যমে জল সরবরাহের দাবিতে অনশন মহিলাদের
অন্যদিকে ঠিকাদার সঞ্জয় দাসের সাফাই, "ঠিক মতই কাজ হয়েছিল । শিশির এবং মাঠের ধুলোর কারণে এই পিচ উঠেছে । এরকম হয়ে থাকলে অবশ্যই আমরা মেরামত করে দেব ।" পুরো বিষয়টি অবশ্য খতিয়ে দেখার আশ্বাস দেন সিমলাগর ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজিনা খাতুন ৷ তিনি বলেন, "আমাদের কাছে কোনও অভিযোগ আসেনি । এখনও সেভাবে কাজ শুরু হয়নি । তবে আমি পঞ্চায়েতের নির্মাণ সহায়ক এবং অন্যান্যদের অবশ্যই পাঠাব ।"