ETV Bharat / state

villagers protest in Simlagarh : তিনদিনের মধ্যেই উঠে গেল রাস্তার পিচ, কাজ বন্ধ করলেন গ্রামবাসীরা - villagers protest in Simlagarh

তিনদিন না কাটতে কাটতেই উঠে গেল রাস্তার পিচ ৷ রাস্তা তৈরিতে গাফিলতির অভিযোগ এনে সিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে সরব হলেন গ্রামবাসীরা (Villagers Start protesting against the panchayat road making)।

villagers protest in Simlagarh
তিনদিনের মধ্যেই উঠে গেল রাস্তার পিচ
author img

By

Published : Dec 17, 2021, 5:42 PM IST

Updated : Dec 17, 2021, 7:03 PM IST

সিমলাগড়, 17 ডিসেম্বর : বেশ কয়েক মাস ধরে রাস্তা তৈরির সরঞ্জাম পড়ে থাকার পর অবশেষে শুরু হয়েছিল কাজ ৷ বেহাল রাস্তার পরিস্থিতি শোধরালে যাতায়াতের কষ্ট কিছুটা লাঘব হবে, এমনটাই ভেবেছিলেন গ্রামবাসীরা ৷ কিন্তু তিনদিন না কাটতে কাটতেই উঠে গেল রাস্তার পিচ ৷ যার জেরে রাস্তা তৈরিতে গাফিলতির অভিযোগ এনে সিমলাগর ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে সরব হলেন গ্রামবাসীরা (Villagers Start protesting against the panchayat road making) ।

তিনদিন না কাটতে কাটতেই উঠে গেল রাস্তার পিচ, সরব গ্রামবাসীরা

তালবোনা কলোনি থেকে চম্পকডাঙা পর্যন্ত এই রাস্তাটিতে পিচ উঠে যাওয়ার ঘটনা সামনে আসার পর রাস্তা তৈরির কাজ আর এগিয়ে নিয়ে যেতে দেননি গ্রামবাসীরা ৷ তাঁদের দাবি, ভাল করে কাজ না করলে রাস্তা তৈরি করতে দেওয়া হবে না ৷ সরকারি ইঞ্জিনিয়ার এসে ছাড়পত্র দিলে তবেই ফের কাজ শুরু হবে ৷ স্থানীয় বাসিন্দা ভক্ত চৌধুরীর বলেন "দেখছিলাম ভাল রাস্তা হচ্ছিল । কিন্ত সকালে রাস্তার পিচ উঠে যাচ্ছে । রাস্তা ভাল না হলে আমরা রাস্তা করতে দেব না । আমরা কিছু বুঝি না ইঞ্জিনিয়ার আসুক দেখে বলুক ।"

আরও পড়ুন : পুরুলিয়াতে পাইপ লাইনের মাধ্যমে জল সরবরাহের দাবিতে অনশন মহিলাদের

অন্যদিকে ঠিকাদার সঞ্জয় দাসের সাফাই, "ঠিক মতই কাজ হয়েছিল । শিশির এবং মাঠের ধুলোর কারণে এই পিচ উঠেছে । এরকম হয়ে থাকলে অবশ্যই আমরা মেরামত করে দেব ।" পুরো বিষয়টি অবশ্য খতিয়ে দেখার আশ্বাস দেন সিমলাগর ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজিনা খাতুন ৷ তিনি বলেন, "আমাদের কাছে কোনও অভিযোগ আসেনি । এখনও সেভাবে কাজ শুরু হয়নি । তবে আমি পঞ্চায়েতের নির্মাণ সহায়ক এবং অন্যান্যদের অবশ্যই পাঠাব ।"

সিমলাগড়, 17 ডিসেম্বর : বেশ কয়েক মাস ধরে রাস্তা তৈরির সরঞ্জাম পড়ে থাকার পর অবশেষে শুরু হয়েছিল কাজ ৷ বেহাল রাস্তার পরিস্থিতি শোধরালে যাতায়াতের কষ্ট কিছুটা লাঘব হবে, এমনটাই ভেবেছিলেন গ্রামবাসীরা ৷ কিন্তু তিনদিন না কাটতে কাটতেই উঠে গেল রাস্তার পিচ ৷ যার জেরে রাস্তা তৈরিতে গাফিলতির অভিযোগ এনে সিমলাগর ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে সরব হলেন গ্রামবাসীরা (Villagers Start protesting against the panchayat road making) ।

তিনদিন না কাটতে কাটতেই উঠে গেল রাস্তার পিচ, সরব গ্রামবাসীরা

তালবোনা কলোনি থেকে চম্পকডাঙা পর্যন্ত এই রাস্তাটিতে পিচ উঠে যাওয়ার ঘটনা সামনে আসার পর রাস্তা তৈরির কাজ আর এগিয়ে নিয়ে যেতে দেননি গ্রামবাসীরা ৷ তাঁদের দাবি, ভাল করে কাজ না করলে রাস্তা তৈরি করতে দেওয়া হবে না ৷ সরকারি ইঞ্জিনিয়ার এসে ছাড়পত্র দিলে তবেই ফের কাজ শুরু হবে ৷ স্থানীয় বাসিন্দা ভক্ত চৌধুরীর বলেন "দেখছিলাম ভাল রাস্তা হচ্ছিল । কিন্ত সকালে রাস্তার পিচ উঠে যাচ্ছে । রাস্তা ভাল না হলে আমরা রাস্তা করতে দেব না । আমরা কিছু বুঝি না ইঞ্জিনিয়ার আসুক দেখে বলুক ।"

আরও পড়ুন : পুরুলিয়াতে পাইপ লাইনের মাধ্যমে জল সরবরাহের দাবিতে অনশন মহিলাদের

অন্যদিকে ঠিকাদার সঞ্জয় দাসের সাফাই, "ঠিক মতই কাজ হয়েছিল । শিশির এবং মাঠের ধুলোর কারণে এই পিচ উঠেছে । এরকম হয়ে থাকলে অবশ্যই আমরা মেরামত করে দেব ।" পুরো বিষয়টি অবশ্য খতিয়ে দেখার আশ্বাস দেন সিমলাগর ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজিনা খাতুন ৷ তিনি বলেন, "আমাদের কাছে কোনও অভিযোগ আসেনি । এখনও সেভাবে কাজ শুরু হয়নি । তবে আমি পঞ্চায়েতের নির্মাণ সহায়ক এবং অন্যান্যদের অবশ্যই পাঠাব ।"

Last Updated : Dec 17, 2021, 7:03 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.