ETV Bharat / state

Drunk Teacher in School: মদ্যপ অবস্থায় হাজির প্রধান শিক্ষক, হুগলির স্কুলে তালা ঝোলালেন গ্রামবাসীরা - মদ্যপ প্রধান শিক্ষক

প্রধান শিক্ষক মদ্যপ (Drunk Teacher in School) অবস্থায় স্কুলে আসায় ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা ৷ বিক্ষোভ দেখানোর পাশাপাশি স্কুলে তালা ঝুলিয়ে দেওয়া হয় ৷ হুগলির (Hooghly News) আরামবাগের ঘটনা ৷

Villagers lock down school ETV Bharat
স্কুলে তালা ঝোলালেন গ্রামবাসীরা
author img

By

Published : Jan 5, 2023, 6:35 PM IST

Updated : Jan 5, 2023, 8:29 PM IST

মদ্যপ অবস্থায় স্কুলে হাজির প্রধান শিক্ষক

আরামবাগ, 5 জানুয়ারি: স্কুলের গোটা স্টাফ রুম জুড়ে মঁ মঁ করছে মদের গন্ধ । প্রাণ ওষ্ঠাগত বাকি শিক্ষক-শিক্ষিকাদের ৷ মদের গন্ধে সবাই তখন স্টাফ রুমের বাইরে । কথা বলতে বলতে তোতলাচ্ছেন স্কুলের প্রধান শিক্ষক (Drunk Teacher in School)। ছেলেকে স্কুলে ভর্তি করতে গিয়ে এমন ঘটনা দেখে হতবাক এক অভিভাবিকা । হুগলির (Hooghly News) আরামবাগের একটি স্কুলে এমন ঘটনা ঘটায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিভাবকরা তালা ঝুলিয়ে দেন স্কুলে (Villagers lock down school)৷

আরামবাগের ডিহালপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা । প্রধান শিক্ষক মদ্যপ অবস্থায় স্কুলে এসেছেন এই খবর গ্রামে ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা । স্কুলে বিক্ষোভ দেখানোর পাশাপাশি তালা ঝুলিয়ে দেন তাঁরা । অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম অরুণ কুমার সিংহ । তিনি স্বীকার করে নিয়েছেন যে, তিনি মদ্যপ অবস্থায় স্কুলে গিয়েছেন ৷ গ্রামবাসীদের অভিযোগ, এর আগেও প্রধান শিক্ষকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছিল । এ বিষয়ে সমস্ত দফতরে অভিযোগ জানানোও হলেও কোনও কাজ হয়নি । আজ ফের একই চিত্র ধরা পড়ল । সেই কারণেই বিক্ষোভ দেখানো হয় স্কুলে ৷ পাশাপাশি স্কুলে তালাও ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা ।

Villagers lock down school
স্কুলে তালা ঝোলালেন গ্রামবাসীরা

তাঁদের দাবি, প্রধান শিক্ষকই যদি মদ্যপ অবস্থায় স্কুলে আসেন তাহলে ছাত্রছাত্রীরা কী শিক্ষা পাবে ‌‌‍‍‌? এই ঘটনায় এক শিক্ষিকাও প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন । তিনি বলেন, প্রধান শিক্ষক নিয়মিত মদ্যপ অবস্থায় স্কুলে আসেন । তাঁর জন্য বাকি শিক্ষক শিক্ষিকারা স্টাফ রুমে বসে থাকতে পারে না ।

আরও পড়ুন: ছাত্রীদের অশ্লীল ভিডিয়ো করে ব্ল্যাকমেইল ! গ্রেফতার মাদ্রাসার শিক্ষক

তবে অভিযুক্ত শিক্ষক অরুণ কুমার সিংহ মদ্যপানের কথা স্বীকার করে নিলেও পালটা যুক্তি দেখান ৷ তাঁর দাবি, তিনি সকালে মদ্যপান করেছেন । তবে পরে গুটখা খাওয়ার সময় গন্ধ ছড়িয়েছে । তবে এ সব শুনতে চাননি গ্রামবাসীরা ৷ তাঁরা শিক্ষক শিক্ষিকাদের বের করে দিয়ে স্কুলে তালা ঝুলিয়ে দেন । উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করা হলে স্কুলে তালা ঝোলানো থাকবে বলে জানান তাঁরা ।

এই ঘটনা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন আরামবাগ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দীপক মাঝি ।

মদ্যপ অবস্থায় স্কুলে হাজির প্রধান শিক্ষক

আরামবাগ, 5 জানুয়ারি: স্কুলের গোটা স্টাফ রুম জুড়ে মঁ মঁ করছে মদের গন্ধ । প্রাণ ওষ্ঠাগত বাকি শিক্ষক-শিক্ষিকাদের ৷ মদের গন্ধে সবাই তখন স্টাফ রুমের বাইরে । কথা বলতে বলতে তোতলাচ্ছেন স্কুলের প্রধান শিক্ষক (Drunk Teacher in School)। ছেলেকে স্কুলে ভর্তি করতে গিয়ে এমন ঘটনা দেখে হতবাক এক অভিভাবিকা । হুগলির (Hooghly News) আরামবাগের একটি স্কুলে এমন ঘটনা ঘটায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিভাবকরা তালা ঝুলিয়ে দেন স্কুলে (Villagers lock down school)৷

আরামবাগের ডিহালপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা । প্রধান শিক্ষক মদ্যপ অবস্থায় স্কুলে এসেছেন এই খবর গ্রামে ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা । স্কুলে বিক্ষোভ দেখানোর পাশাপাশি তালা ঝুলিয়ে দেন তাঁরা । অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম অরুণ কুমার সিংহ । তিনি স্বীকার করে নিয়েছেন যে, তিনি মদ্যপ অবস্থায় স্কুলে গিয়েছেন ৷ গ্রামবাসীদের অভিযোগ, এর আগেও প্রধান শিক্ষকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছিল । এ বিষয়ে সমস্ত দফতরে অভিযোগ জানানোও হলেও কোনও কাজ হয়নি । আজ ফের একই চিত্র ধরা পড়ল । সেই কারণেই বিক্ষোভ দেখানো হয় স্কুলে ৷ পাশাপাশি স্কুলে তালাও ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা ।

Villagers lock down school
স্কুলে তালা ঝোলালেন গ্রামবাসীরা

তাঁদের দাবি, প্রধান শিক্ষকই যদি মদ্যপ অবস্থায় স্কুলে আসেন তাহলে ছাত্রছাত্রীরা কী শিক্ষা পাবে ‌‌‍‍‌? এই ঘটনায় এক শিক্ষিকাও প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন । তিনি বলেন, প্রধান শিক্ষক নিয়মিত মদ্যপ অবস্থায় স্কুলে আসেন । তাঁর জন্য বাকি শিক্ষক শিক্ষিকারা স্টাফ রুমে বসে থাকতে পারে না ।

আরও পড়ুন: ছাত্রীদের অশ্লীল ভিডিয়ো করে ব্ল্যাকমেইল ! গ্রেফতার মাদ্রাসার শিক্ষক

তবে অভিযুক্ত শিক্ষক অরুণ কুমার সিংহ মদ্যপানের কথা স্বীকার করে নিলেও পালটা যুক্তি দেখান ৷ তাঁর দাবি, তিনি সকালে মদ্যপান করেছেন । তবে পরে গুটখা খাওয়ার সময় গন্ধ ছড়িয়েছে । তবে এ সব শুনতে চাননি গ্রামবাসীরা ৷ তাঁরা শিক্ষক শিক্ষিকাদের বের করে দিয়ে স্কুলে তালা ঝুলিয়ে দেন । উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করা হলে স্কুলে তালা ঝোলানো থাকবে বলে জানান তাঁরা ।

এই ঘটনা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন আরামবাগ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দীপক মাঝি ।

Last Updated : Jan 5, 2023, 8:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.