ETV Bharat / state

সালিশিসভায় তৃণমূল নেতার কান ধরে ওঠবোস, ভিডিও ভাইরাল সোশাল মিডিয়ায় - সালিশিসভায় তৃণমূল নেতার কান ধরে ওঠবোস

নবকুমার হাঁসদার সঙ্গে তৃণমূল নেতা ইমরান খানের বচসা ও হাতাহাতি হয় । নবকুমার একটি আদিবাসী সংগঠনের সদস্য । তিনি তাঁর সংগঠনকে বিষয়টি জানান । বুধবার সন্ধ্যায় আদিবাসী সংগঠনের পক্ষ থেকে নৈসরাই এলাকায় সালিশিসভা ডাকে । সেখানে তৃণমূলের নেতা ইমরান খানকে ডাকা হয় । সভায় ইমরানকে কান ধরে উঠবোস করানো হয় ।

Video of Tmc leader catching his ear, viral
তৃণমূল নেতাকে কান ধরে ওঠবোস
author img

By

Published : Nov 28, 2019, 11:52 PM IST

হুগলি, 28 নভেম্বর: হুগলির আরামবাগের নৈসরাই এলাকার দাপুটে তৃণমূল নেতা ইমরান খানকে একটি সালিশিসভায় কান ধরে ওঠবোস করানোর একটি ভিডিয়ো সম্প্রতি ছড়িয়েছে সোশাল মিডিয়ায় । তাঁকে কান ধরে ওঠবোস করানোর অভিযোগ উঠেছে এক আদিবাসী সংগঠনের বিরুদ্ধে । কিন্তু কেন এই তৃণমূল নেতাকে প্রকাশ্যে কান ধরে ওঠবোস করানো হল? তা নিয়ে ইতিমধ্যে উঠেছে প্রশ্ন । স্থানীয় সূত্রে খবর, 25 নভেম্বর রাতে নবকুমার হাঁসদা নামে স্থানীয় এক আদিবাসী শিক্ষকের সঙ্গে বচসা বাধে স্থানীয় তৃণমূল নেতা ইমরান খানের । হাতাহাতিও হয় । ওই ঘটনার উভয় পক্ষই থানায় অভিযোগ করেন ।

26 নভেম্বর ফের দুইজনের মধ্যে গন্ডগোল বাধে । নবকুমার একটি আদিবাসী সংগঠনের সদস্য । তিনি তাঁর সংগঠনকে বিষয়টি জানান । বুধবার সন্ধ্যায় আদিবাসী সংগঠনের পক্ষ থেকে নৈসরাই এলাকায় সালিশিসভা ডাকে । সেখানে তৃণমূলের নেতা ইমরানকে ডাকা হয় । সভায় ইমরানকে কান ধরে উঠবোস করানো হয় । সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয় সোশাল মিডিয়ায় । যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ETV ভারত ।

নবকুমার বলেন, "আমার সঙ্গে ওর (ইমরান খান) কোনও গন্ডগোল হয়নি । স্থানীয় বাসিন্দা বিকাশ রায়ের সঙ্গে গন্ডগোল হয় । আমি বিকাশের সঙ্গে ছিলাম । তখন ইমরান আমাকেও মারতে শুরু করে । মঙ্গলবার আমার ছেলের জন্মদিন ছিল । সেই দিনেও আমাকে মারে ইমরান খান । এর পরে আমি আমার সংগঠন মাঝি পারগনায় বিষয়টি জানাই । ওনারাই যা করার করেছেন ।"

ইমরান বলেন, "আমি আর কিছু বলব না । শুধু বলব, আমাকে কান ধরে ওঠবোস করানো তো হলই, পাশাপাশি চার হাজার টাকা জরিমানাও করা হয়েছে । আমি চার হাজার টাকা জরিমানা দিয়েছি । সবই পুলিশ দেখেছে । পুলিশ সব জানে । কোনও কারণে একটা ঘটনা ঘটে গেছে । সেজন্য এভাবে অপমান করবে তা ভাবতেও পারিনি । আমার আর কিছু বলার নেই ।"

হুগলি, 28 নভেম্বর: হুগলির আরামবাগের নৈসরাই এলাকার দাপুটে তৃণমূল নেতা ইমরান খানকে একটি সালিশিসভায় কান ধরে ওঠবোস করানোর একটি ভিডিয়ো সম্প্রতি ছড়িয়েছে সোশাল মিডিয়ায় । তাঁকে কান ধরে ওঠবোস করানোর অভিযোগ উঠেছে এক আদিবাসী সংগঠনের বিরুদ্ধে । কিন্তু কেন এই তৃণমূল নেতাকে প্রকাশ্যে কান ধরে ওঠবোস করানো হল? তা নিয়ে ইতিমধ্যে উঠেছে প্রশ্ন । স্থানীয় সূত্রে খবর, 25 নভেম্বর রাতে নবকুমার হাঁসদা নামে স্থানীয় এক আদিবাসী শিক্ষকের সঙ্গে বচসা বাধে স্থানীয় তৃণমূল নেতা ইমরান খানের । হাতাহাতিও হয় । ওই ঘটনার উভয় পক্ষই থানায় অভিযোগ করেন ।

26 নভেম্বর ফের দুইজনের মধ্যে গন্ডগোল বাধে । নবকুমার একটি আদিবাসী সংগঠনের সদস্য । তিনি তাঁর সংগঠনকে বিষয়টি জানান । বুধবার সন্ধ্যায় আদিবাসী সংগঠনের পক্ষ থেকে নৈসরাই এলাকায় সালিশিসভা ডাকে । সেখানে তৃণমূলের নেতা ইমরানকে ডাকা হয় । সভায় ইমরানকে কান ধরে উঠবোস করানো হয় । সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয় সোশাল মিডিয়ায় । যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ETV ভারত ।

নবকুমার বলেন, "আমার সঙ্গে ওর (ইমরান খান) কোনও গন্ডগোল হয়নি । স্থানীয় বাসিন্দা বিকাশ রায়ের সঙ্গে গন্ডগোল হয় । আমি বিকাশের সঙ্গে ছিলাম । তখন ইমরান আমাকেও মারতে শুরু করে । মঙ্গলবার আমার ছেলের জন্মদিন ছিল । সেই দিনেও আমাকে মারে ইমরান খান । এর পরে আমি আমার সংগঠন মাঝি পারগনায় বিষয়টি জানাই । ওনারাই যা করার করেছেন ।"

ইমরান বলেন, "আমি আর কিছু বলব না । শুধু বলব, আমাকে কান ধরে ওঠবোস করানো তো হলই, পাশাপাশি চার হাজার টাকা জরিমানাও করা হয়েছে । আমি চার হাজার টাকা জরিমানা দিয়েছি । সবই পুলিশ দেখেছে । পুলিশ সব জানে । কোনও কারণে একটা ঘটনা ঘটে গেছে । সেজন্য এভাবে অপমান করবে তা ভাবতেও পারিনি । আমার আর কিছু বলার নেই ।"

Intro:Body:তৃণমূল নেতাকে কান ধরে ওঠ বোস,ভিডিও ভাইরাল স্যোসাল মিডিয়ায়।

জানা গেছে হুগলীর আরামবাগের নৈসরাই এলাকার দাপুটে তৃণমূল নেতা ইমরান কে একটি সালিশি সভায় কান ধরে ওঠ বোস করানো হচ্ছে একটি আদিবাসী সংঘটনের পক্ষ থেকে।
কিন্তু কেন এই তৃণমূল নেতাকে প্রকাশ্যে কান ধরে ওঠবস করানো হল।
অভিযোগ যে,মঙ্গলবার রাতে স্থানীয় এক আদিবাসী শিক্ষক নব কুমার হাঁসদার সঙ্গে গত মঙ্গল বার বচসা বাঁধে স্থানীয় তৃণমূল নেতা ইমরানের। সেখানে বচসা থেকে হাতাহাতি পর্যায়ে পৌঁছায়।এবং ইমরান ওই শিক্ষক নব কুমার হাঁসদা কে মারধরও করেন বলে অভিযোগ।যদিও ওই ঘটনার উভয় পক্ষই থানায় অভিযোগ করেন।

পরের দিন সকালে অর্থাৎ বুধবার পুনরায় গন্ডগোল হলে দু'পক্ষের মধ্যেই মারধোরের অভিযোগ ওঠে। আদিবাসী শিক্ষক নব কুমার হাঁসদা একটি আদিবাসী সংগঠনের সদস্য। তিনি তার সংগঠন কে বিষয়টি জানান।বুধবার সন্ধ্যায় আদিবাসী সংগঠনের পক্ষ থেকে নৈসরাই এলাকায় সালিশি সভা ডাকে।সেখানে তৃণমূলের নেতা ইমরানকে ডাকা হয়।

সেই সভায় তৃণমূল নেতা ইমরান খানকে জনসমক্ষেই কান ধরে উঠবস করানো হয়। সন্ধ্যাবেলায় বাজারের বহু লোক বিভিন্ন কাজে আসেন,তারাও সেই সময়ই বাজারের মধ্যে রাস্তার পাশে হওয়া এই ঘটনার সাক্ষী হন।সেই ঘটনার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

আদিবাসী শিক্ষক নব কুমারের ঘটনার ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি জানান আমার সাথে ওর কোন গন্ডগোল হয়নি। স্থানীয় এক বাসিন্দা বিকাশ রায়ের সাথে গন্ডগোল হয়। আমি বিকাশের সাথে ছিলাম। তখন ইমরান আমাকেও মারতে শুরু করে। এদিন আমার ছেলের জন্ম দিন ছিল। সেই নিয়ে ব্যস্ত ছিলাম। তাতেও আমাকে অহেতুক মারলেন ইমরান খান।
এর পরে আমি আমার সংগঠন মাঝি পারগনায় জানালাম। ওনারাই যা করার করেছেন।

অন্যদিকে নিগৃহীত তৃণমূল নেতা ইমরান খান বলেন আমি আর কিছু বলব না। শুধু বলব, আমাকে কান ধরে ওঠবস করানো তো হলই, তার পাশাপাশি চার হাজার টাকা জরিমানাও করা হয়েছে। আমি চার হাজার টাকা জরিমানা দিয়েছি। এসবই পুলিশ দেখেছে। পুলিশ সব জানে। কোন কারনে একটা ঘটনা ঘটে গেছে। তার জন্য এই রকম একটা অপমান জনক দৃশ্য ওরা সৃষ্টি করবেন তা ভাবতেও পারিনি। আমার আর কিছু বলার নেই।

wb_hgl_01_arambagh_tmc get up_copi_10007Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.