ETV Bharat / state

গোঘাটে তৃণমূল কার্যালয়ে ভাঙচুর, গ্রেপ্তার 9 BJP কর্মী - loksabha poll

আরামবাগ জেলার BJP সভাপতির নেতৃত্বে দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ তৃণমূলের । সভাপতির বাড়িতে তৃণমূল হামলা করেছে বলে পালটা অভিযোগ করল BJP ।

তৃণমূল কার্যালয়ে ভাঙচুর
author img

By

Published : May 4, 2019, 2:18 AM IST

Updated : May 4, 2019, 3:15 AM IST

গোঘাট, 4 মে : তৃণমূল কার্যালয়ে ভাঙচুর চালাল কয়েকজন দুষ্কৃতী । পাশাপাশি তৃণমূলের বেশ কয়েকজন কর্মী-সমর্থককে ব্যাপক মারধর করা হয় বলেও অভিযোগ । ঘটনাটি হুগলির গোঘাটের তেলিগ্রাম এলাকার ।

তৃণমূলের অভিযোগ BJP বহিরাগতদের নিয়ে এসে এই হামলা চালায় । দলীয় কার্যালয়ে ভাঙচুরসহ বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে মারধর করে । খবর পেয়ে ঘটনাস্থানে যায় গোঘাট থানার পুলিশ । সেখান থেকে ন'জন হামলাকারীকে গ্রেপ্তার করে । বেশ কয়েকটি বাইক ও চার চাকার গাড়িও আটক করে পুলিশ । ঘটনাস্থান থেকে বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে ।

তৃণমূল কর্মী সঞ্জিত ঘোষ বলেন, "আরামবাগ জেলার BJP সভাপতি বিমান ঘোষের নেতৃত্ব কয়েকজন দুষ্কৃতী আমাদের পার্টি অফিসে এসে ঝামেলা করে । বোমা, পিস্তল নিয়ে এসে পার্টি অফিসে ভাঙচুর চালায় । স্থানীয়দের বাড়িতে গিয়ে অশান্তি করে । বিমান ঘোষ নিজের হাতে দু'রাউন্ড গুলি চালিয়েছেন । এমন কী, স্থানীয় তৃণমূল নেতা শ্রাবণী পণ্ডিতসহ তৃণমূল কর্মীদের বাড়িতেও হামলা চালায় তারা ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

দলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন আরামবাগ লোকসভার BJP প্রার্থী তপন রায় । তিনি বলেন, "পুলিশকে সঙ্গে নিয়ে আমাদের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়া হয়েছে । বিমান ঘোষের বাড়িতে বৈঠক চলছিল । সেই সময় তৃণমূলের দুষ্কৃতীরা তাঁর বাড়িতে আক্রমণ করে । পুলিশ প্রশাসন সেখানে গিয়েও কিছু করেনি । উলটে আমাদের কয়েকজন কর্মীকে গ্রেপ্তার করেছে । BJP-কে পিছনে ফেলার জন্য আর BJP-র ভোট পণ্ড করার জন্যই ওরা এসব করেছে ।"

গোঘাট, 4 মে : তৃণমূল কার্যালয়ে ভাঙচুর চালাল কয়েকজন দুষ্কৃতী । পাশাপাশি তৃণমূলের বেশ কয়েকজন কর্মী-সমর্থককে ব্যাপক মারধর করা হয় বলেও অভিযোগ । ঘটনাটি হুগলির গোঘাটের তেলিগ্রাম এলাকার ।

তৃণমূলের অভিযোগ BJP বহিরাগতদের নিয়ে এসে এই হামলা চালায় । দলীয় কার্যালয়ে ভাঙচুরসহ বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে মারধর করে । খবর পেয়ে ঘটনাস্থানে যায় গোঘাট থানার পুলিশ । সেখান থেকে ন'জন হামলাকারীকে গ্রেপ্তার করে । বেশ কয়েকটি বাইক ও চার চাকার গাড়িও আটক করে পুলিশ । ঘটনাস্থান থেকে বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে ।

তৃণমূল কর্মী সঞ্জিত ঘোষ বলেন, "আরামবাগ জেলার BJP সভাপতি বিমান ঘোষের নেতৃত্ব কয়েকজন দুষ্কৃতী আমাদের পার্টি অফিসে এসে ঝামেলা করে । বোমা, পিস্তল নিয়ে এসে পার্টি অফিসে ভাঙচুর চালায় । স্থানীয়দের বাড়িতে গিয়ে অশান্তি করে । বিমান ঘোষ নিজের হাতে দু'রাউন্ড গুলি চালিয়েছেন । এমন কী, স্থানীয় তৃণমূল নেতা শ্রাবণী পণ্ডিতসহ তৃণমূল কর্মীদের বাড়িতেও হামলা চালায় তারা ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

দলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন আরামবাগ লোকসভার BJP প্রার্থী তপন রায় । তিনি বলেন, "পুলিশকে সঙ্গে নিয়ে আমাদের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়া হয়েছে । বিমান ঘোষের বাড়িতে বৈঠক চলছিল । সেই সময় তৃণমূলের দুষ্কৃতীরা তাঁর বাড়িতে আক্রমণ করে । পুলিশ প্রশাসন সেখানে গিয়েও কিছু করেনি । উলটে আমাদের কয়েকজন কর্মীকে গ্রেপ্তার করেছে । BJP-কে পিছনে ফেলার জন্য আর BJP-র ভোট পণ্ড করার জন্যই ওরা এসব করেছে ।"

Intro:Body:নির্বাচনের আগে উত্তপ্ত হয়ে উঠলো হুগলীর গোঘাটের তেলিগ্রাম এলাকা।
তেলিগ্রামে তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় এক দল দুষ্কৃতী।দলীয় কার্যালয়ের যাবতীয় আসবাবপত্র,সহ সব কিছুই ভাংচুর করা হয় এবং তৃণমূলের বেশ কয়েকজন কর্মী সমর্থক কে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ।এই ঘটনায় অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধেই।ঘটনা টি ঘটে গত কাল রাত দশটা নাগাদ।
ঘটনার পরই গোঘাট থানার বিশাল পুলিশ বাহিনী ঐএলাকায় হাজির হয়।ঘটনা স্থল থেকে পুলিশ নয় জন হামলা কারীকে গ্রেপ্তার করে।এলাকা থেকে বেশ কয়েকটি মোটর বাইক চার চাকার গাড়ি আটক করে পুলিশ।
ঘটনার জেরে এলাকায়া আতংকের পরিবেশ সৃষ্টি হয়।এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ। জানা গেছে পুলিশ ঘটনা স্থল থেকে বোমা এবং আগ্নেয় অস্ত্র উদ্ধার করেছে।
তৃণমূলের অভিযোগ বিজেপি বেশ কিছু বহিরাগতদের নিয়ে এসে গোঘাটের তেলি গ্রামে আক্রমন করে। তারা দলীয় কার্যালয়ে ভাঙচুর সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থকদের মারধোর করে।
এলাকার তৃণমূল কর্মী সঞ্জীত ঘোষ বলেন গত কাল রাত দশটা নাগাদ বিজেপি আরামবাগ জেলা সভাপতি বিমান ঘোষের নেতৃত্বে একদল দুষ্কৃতী বোমা পিস্তল নিয়ে পার্টি অফিস ভাঙচুর করে এবং এলকায় ব্যাপক তান্ডব চালায় এমনকি পঞ্চায়েত সদস্য শ্রাবনী পন্ডিত সব বেশ কয়েক জন তৃণমূল কর্মীর বাড়িতে হামলা চালায়।
আরামবাগ লোকসভার বিজেপি প্রার্থী তপন রায় বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন তৃণমূলই বরং আমাদের দলীয় বৈঠক চলাকালীন আমাদের উপর হামলা চালায় এবং বেশ কয়েক জন বিজেপি কর্মী কে মারধোর করে।পুলিশ কোনো ব্যবস্থা না নিয়ে আমাদের কর্মীদের গ্রেপ্তার করেছে। পুলিশ কে সঙ্গে নিয়ে আমাদের কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিয়েছে।
আরাবাগে বিজেপিকে পিছনে ফেলার জন্য এবং বিজেপির ভোট পন্ড করার জন্যই এসব করা হচ্ছে।

WB_HGL_03MAY_GOGHAT_TMC ATTACK_V_1_10007
B_1_সঞ্জীত ঘোষ(তৃণমূল কর্মী)
B_2_তপন রায়(বিজেপি প্রার্থী)Conclusion:
Last Updated : May 4, 2019, 3:15 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.