ETV Bharat / state

ঢাকায় ভাষা দিবসের অনুষ্ঠানে গিয়ে মৃত্যু উত্তরপাড়ার কবির - হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর

পরিবার সূত্রে খবর, আজ ভোরে হোটেলে বাথরুমে যাওয়ার সময় মাথা ঘুরে পড়ে যান তিনি । ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ।

image
সত্যব্রত বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Feb 21, 2020, 9:53 PM IST

উত্তরপাড়া, 21 ফেব্রুয়ারি : ভাষা শহিদ দিবসে অংশ নিতে গিয়ে মৃত্যু হুগলির এক কবির । নাম সত্যব্রত বন্দ্যোপাধ্যায় (64) । তিনি উত্তরপাড়ার বাসিন্দা । বাংলাদেশের ঢাকায় ভাষা শহিদ দিবস অংশ নিতে গিয়েছিলেন । সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর ।

প্রাক্তন রেলকর্মী সত্যব্রত বাবু কবিতা লিখতেন । সাহিত্য প্রেমী ছিলেন । গতবছরও ঢাকা গিয়েছিলেন ভাষা দিবসে । গতকাল তিনি একটি সংগঠনের সদস্যদের সঙ্গে ঢাকায় পৌঁছান । পরিবার সূত্রে খবর, আজ ভোরে হোটেলে বাথরুমে যাওয়ার সময় মাথা ঘুরে পড়ে যান তিনি । ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ।

আজ এবং কাল দুদিন বাংলাদেশ জাতীয় ছুটি থাকায় তার মৃতদেহ ভারতে নিয়ে আসতে সমস্যা তৈরি হয় । ভারতের বিদেশ মন্ত্রকের সাহায্যে সেই সমস্যা দূর হলেও ভিসা সমস্যা থাকায় এখনও তাঁর পরিবারের সদস্যরা ঢাকায় পৌঁছাতে পারেননি । ভিসা পেলেই আগামীকাল তার মৃতদেহ উত্তরপাড়ায় নিয়ে আসা হবে বলে জানা গেছে ।

ভাষা দিবসে যোগ দিতে গিয়ে বাংলাদেশে মৃত্যু উত্তরপাড়ার কবির

তাঁর স্ত্রী উমা বন্দ্যোপাধ্যায় বলেন,‘‘আমরা স্বামী কবিতা লিখতে ও পাঠ করতে ভালোবাসাতেন । তিনি নিজে লিখে বহুবার আমাকে শোনাতেন । কিছু সমস্যা হলে আমি তাঁকে বলতাম । এমনই ছিলেন, অসুস্থ শরীর নিয়ে বিভিন্ন জায়গায় চলে যেতেন । কালও তিনি কিছু তোয়াক্কা না করেই চলে গেলেন । আমি বুঝতে পারেনি এভাবে তিনি চলে যাবেন ।’’

ছেলে শুভায়ু বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমার বাবা কবিতা লিখতেন । আগের বছরও বাংলাদেশে গিয়েছিলেন । সাহিত্যের প্রতি ভালোবাসা থেকেই তাঁর যাওয়া । গতকাল গিয়েছিলেন, আজ স্নান করতে গিয়ে হৃদরোগে আক্তান্ত হন । বাবার মৃত্যুতে গভীর শূন্যতা সৃষ্টি হয়েছে ।’’

উত্তরপাড়া, 21 ফেব্রুয়ারি : ভাষা শহিদ দিবসে অংশ নিতে গিয়ে মৃত্যু হুগলির এক কবির । নাম সত্যব্রত বন্দ্যোপাধ্যায় (64) । তিনি উত্তরপাড়ার বাসিন্দা । বাংলাদেশের ঢাকায় ভাষা শহিদ দিবস অংশ নিতে গিয়েছিলেন । সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর ।

প্রাক্তন রেলকর্মী সত্যব্রত বাবু কবিতা লিখতেন । সাহিত্য প্রেমী ছিলেন । গতবছরও ঢাকা গিয়েছিলেন ভাষা দিবসে । গতকাল তিনি একটি সংগঠনের সদস্যদের সঙ্গে ঢাকায় পৌঁছান । পরিবার সূত্রে খবর, আজ ভোরে হোটেলে বাথরুমে যাওয়ার সময় মাথা ঘুরে পড়ে যান তিনি । ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ।

আজ এবং কাল দুদিন বাংলাদেশ জাতীয় ছুটি থাকায় তার মৃতদেহ ভারতে নিয়ে আসতে সমস্যা তৈরি হয় । ভারতের বিদেশ মন্ত্রকের সাহায্যে সেই সমস্যা দূর হলেও ভিসা সমস্যা থাকায় এখনও তাঁর পরিবারের সদস্যরা ঢাকায় পৌঁছাতে পারেননি । ভিসা পেলেই আগামীকাল তার মৃতদেহ উত্তরপাড়ায় নিয়ে আসা হবে বলে জানা গেছে ।

ভাষা দিবসে যোগ দিতে গিয়ে বাংলাদেশে মৃত্যু উত্তরপাড়ার কবির

তাঁর স্ত্রী উমা বন্দ্যোপাধ্যায় বলেন,‘‘আমরা স্বামী কবিতা লিখতে ও পাঠ করতে ভালোবাসাতেন । তিনি নিজে লিখে বহুবার আমাকে শোনাতেন । কিছু সমস্যা হলে আমি তাঁকে বলতাম । এমনই ছিলেন, অসুস্থ শরীর নিয়ে বিভিন্ন জায়গায় চলে যেতেন । কালও তিনি কিছু তোয়াক্কা না করেই চলে গেলেন । আমি বুঝতে পারেনি এভাবে তিনি চলে যাবেন ।’’

ছেলে শুভায়ু বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমার বাবা কবিতা লিখতেন । আগের বছরও বাংলাদেশে গিয়েছিলেন । সাহিত্যের প্রতি ভালোবাসা থেকেই তাঁর যাওয়া । গতকাল গিয়েছিলেন, আজ স্নান করতে গিয়ে হৃদরোগে আক্তান্ত হন । বাবার মৃত্যুতে গভীর শূন্যতা সৃষ্টি হয়েছে ।’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.