উত্তরপাড়া, 18 মে : উত্তরপাড়ায় দেখা না গেলেও সমস্যা নেই ৷ করোনা পরিস্থিতিতে মানুষের কাজ হলেই চলবে বলে ৷ মন্তব্য করলেন উত্তরপাড়া বিধায়ক কাঞ্চন মল্লিক ।
তিনি বলেন, "রাজা প্যারিমোহন কলেজে সেফ হোম খোলার ব্যবস্থা হচ্ছে । নবগ্রামে সেফ হোম খোলা হয়েছে । যাঁরা বলেছেন আমাকে উত্তর পাড়ায় দেখতে পাওয়া যাচ্ছে না । নাই বা দেখতে পাওয়া গেল । মানুষের কাজ হওয়াটাই যথেষ্ট আমি মনে করি ।"
বিধায়ক আরও বলেন, "আমি চেষ্টা করছি যাতে উত্তর পাড়ার মানুষের উপকার হয় । আরও কাজ বাকি আছে ৷ এভাবেই করে যাব ।" অভিনেতা কাঞ্চন মল্লিক বিধায়ক হওয়ার পর করোনা যুদ্ধে মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন ।
উত্তরপাড়া রাজা প্যারিমোহন কলেজে এবার 20 বেডের সেফ হোম চালু করতে চলেছে হুগলি জেলা প্রশাসন । আজ জেলা প্রশাসনের তরফ থেকে মহকুমা শাসক, স্বাস্থ্য আধিকারিক, উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক রাজা প্যারিমোহন কলেজে গিয়ে পরিকাঠামো ঘুরে দেখেন ।
এখানে সব সময়ের জন্য থাকবে চিকিৎসক ৷ থাকবে অক্সিজেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা । মৃদু উপসর্গের রোগীদের এখানে রাখা হবে । এর আগে জেলার বিভিন্ন স্কুলে এমন সেফ হোম খোলা হয় প্রশাসনের তরফ থেকে । করোনা কালে হাসপাতালগুলো থেকে কিছুটা চাপ মুক্ত করতে এই ধরনের সেফ হোম খোলা হচ্ছে প্রশাসনের তরফ থেকে ।