ETV Bharat / state

আমফানে ভেঙে পড়া গাছের পুনর্স্থাপন উত্তরপাড়া পৌরসভার - গাছ পুনঃস্থাপন

সবুজায়ন শুরু করেছে উত্তরপাড়া পৌরসভা। আমফান সাইক্লোনের ফলে একের পর এক সবুজের ধ্বংস হয়েছে।তার জন্যই ভেঙে পড়া গাছগুলি ডাল ছেঁটে পুনর্স্থাপন করা শুরু হয়েছে।

restoring the fallen trees
উত্তরপাড়া
author img

By

Published : May 30, 2020, 6:17 PM IST

উত্তরপাড়া, 30 মে : আমফানের তাণ্ডবে ভেঙে পড়েছে অসংখ্য বড় বড় গাছ। আর সেই গাছ পুনর্স্থাপন করতে শুরু করেছে উত্তরপাড়া পৌরসভা।আমফান সাইক্লোনের ফলে একের পর এক সবুজের ধ্বংস হয়েছে।তার জন্যই ভেঙে পড়া গাছগুলি ডাল ছেঁটে আবার পুনর্স্থাপন করা শুরু হয়েছে।শুধু হুগলি জেলাতেই প্রায় সত্তর হাজার গাছ ভেঙেছে।যার মধ্যে বহু প্রাচীন গাছ রয়েছে।উত্তরপাড়া পৌরসভার চেয়ারম্যানের উদ্যোগে নতুন গাছ লাগানো ও বহু প্রাচীন গাছ আবার বসানো হচ্ছে মেশিনের মাধ্যমে।

বেশ কিছু বট, অশ্বত্থ গাছের ডাল ছেঁটে মাটি খুঁড়ে পেলোডার দিয়ে সেই গাছকে আবার বসানোর ব্যবস্থা করা হয়।বেশ কিছু নতুন চারা গাছও লাগানো হয়।উত্তরপাড়া পৌরসভার চেয়ারম্যান দিলীপ যাদব জানিয়েছেন,"শহরের বহু প্রাচীন গাছ নষ্ট হয়েছে আমফানে।যে গাছ গুলোকে পুনরায় স্থাপন করা সম্ভব হচ্ছে সেগুলোকে প্রতিস্থাপনের চেষ্টা করা হচ্ছে।"

তিনি মানুষের কাছে আবেদন জানান সবুজ ফিরিয়ে দিতে নতুন গাছ বসানোর জন্য।সাইক্লোনের তাণ্ডবের পর বিপুল পরিমাণে গাছের ক্ষতি হয়েছে। সেজন্য কলকাতার মতো এখানেও গাছকে পুনর্স্থাপন করার চেষ্টা করা হচ্ছে বলে জানান দিলীপবাবু ।

উত্তরপাড়া, 30 মে : আমফানের তাণ্ডবে ভেঙে পড়েছে অসংখ্য বড় বড় গাছ। আর সেই গাছ পুনর্স্থাপন করতে শুরু করেছে উত্তরপাড়া পৌরসভা।আমফান সাইক্লোনের ফলে একের পর এক সবুজের ধ্বংস হয়েছে।তার জন্যই ভেঙে পড়া গাছগুলি ডাল ছেঁটে আবার পুনর্স্থাপন করা শুরু হয়েছে।শুধু হুগলি জেলাতেই প্রায় সত্তর হাজার গাছ ভেঙেছে।যার মধ্যে বহু প্রাচীন গাছ রয়েছে।উত্তরপাড়া পৌরসভার চেয়ারম্যানের উদ্যোগে নতুন গাছ লাগানো ও বহু প্রাচীন গাছ আবার বসানো হচ্ছে মেশিনের মাধ্যমে।

বেশ কিছু বট, অশ্বত্থ গাছের ডাল ছেঁটে মাটি খুঁড়ে পেলোডার দিয়ে সেই গাছকে আবার বসানোর ব্যবস্থা করা হয়।বেশ কিছু নতুন চারা গাছও লাগানো হয়।উত্তরপাড়া পৌরসভার চেয়ারম্যান দিলীপ যাদব জানিয়েছেন,"শহরের বহু প্রাচীন গাছ নষ্ট হয়েছে আমফানে।যে গাছ গুলোকে পুনরায় স্থাপন করা সম্ভব হচ্ছে সেগুলোকে প্রতিস্থাপনের চেষ্টা করা হচ্ছে।"

তিনি মানুষের কাছে আবেদন জানান সবুজ ফিরিয়ে দিতে নতুন গাছ বসানোর জন্য।সাইক্লোনের তাণ্ডবের পর বিপুল পরিমাণে গাছের ক্ষতি হয়েছে। সেজন্য কলকাতার মতো এখানেও গাছকে পুনর্স্থাপন করার চেষ্টা করা হচ্ছে বলে জানান দিলীপবাবু ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.