ETV Bharat / state

Fire in Dankuni Factories: ডানকুনিতে দুটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন - প্লাস্টিক কারখানা

সোমবার ভোরে ডানকুনিতে দুটি কারখানায় অগ্নিকাণ্ড ৷ আগুনের ভয়াবহতা এত বেশি ছিল যে তা ছড়িয়ে পড়ে পাশে থাকা ওয়ার হাউসে ৷ শেষমেষ দমকলের সাতটি ইঞ্জিনের দীর্ঘ ছ'ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷

Fire in Dankuni ware house
ডানকুনিতে কারখানায় অগ্নিকাণ্ড
author img

By

Published : May 8, 2023, 3:14 PM IST

ডানকুনিতে দুটি কারখানা ও ওয়ার হাউসে ভয়াবহ আগুন

ডানকুনি(হুগলি), 8 মে: দুটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন । ঘটনাস্থলে গিয়ে দমকলের 7টি ইঞ্জিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । ঘটনাটি ঘটে সোমবার ভোর সাড়ে চারটে নাগাদ পার ডানকুনি এলাকায় । আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে জেরে কারখানার সঙ্গে সঙ্গে আরও দুটি গুদাম আগুন ধরে যায় । পরে দমকলের দীর্ঘ 6 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷

সবমিলিয়োে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি কারখানা কর্তৃপক্ষের ৷ জানা গিয়েছে, ভোরের দিকে এমএসবিডি কাস্টিং কারখানায় প্রথমে কোনওভাবে আগুন লেগে যায় । এখানে নানা ধরনের প্লাস্টিকের জিনিসপত্র তৈরি হয় । এই কারখানায় প্রায় 100 জন শ্রমিক কাজ করেন । প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোটা কারখানা চত্ত্বরে । ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে পড়েন নিরাপত্তা কর্মীরা । সকলেই কারখানা থেকে প্রাণ ভয়ে বেরিয়ে আসেন ।

Fire in Dankuni
অগ্নিকাণ্ড পুড়ে ছাই লক্ষাধিক টাকার সামগ্রী

খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডানকুনি থানার পুলিশ ও দমকল ৷ তবে আগুনের লেলিহান শিখা এতটাই বেশি ছিল যে ডানকুনি এবং শ্রীরামপুর থেকে একাধিক দমকলের ইঞ্জিন এসেও তা নিয়ন্ত্রণে আনতে পারছিল না । পরে প্রায় 6 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । তবে কী কারণে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি । পুলিশ ও দমকলের আধিকারিকরা তদন্ত শুরু করেছেন । খতিয়ে দেখা হচ্ছে উপযুক্ত অগ্নি প্রতিরোধক জিনিসপত্র ছিল কি না । এর আগেও মাঝে মধ্যেই ডানকুনির এই কারখানাগুলিতে আগুন লেগেছিল । বছর খানেক আগে সেরকমই এই আগুন লাগার ঘটনায় এক শ্রমিকের মৃত্যু পর্যন্ত হয়েছিল ।

Fire in Dankuni
ডানকুনিতে দুটি কারখানায় ভয়াবহ আগুন

কারখানার শ্রমিক লক্ষ্মীকান্ত দাস বলেন, " সুপারভাইজারের কথা শুনে বাইরে বেরিয়ে এসে দেখি ধোঁয়ায় ভরে গিয়েছে এলাকা ।" দমকলের আধিকারিক এম রহমান বলেন, "প্লাস্টিকের গোডাউনে আগুন লেগেছিল । সেই খবর পেয়ে আসি । 60 হাজার স্কয়ার ফিট জায়গা জুড়ে আগুন লাগে । 6 ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে ৷ তবে তারপরও বেশ কিছু জায়গায় আগুন ছিল । কোথা থেকে আগুন লেগেছিল সেটা জানা যায়নি । পর্যাপ্ত জল ও অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকায় আগুন নেভানো গিয়েছে । দাহ্য বস্তু বেশি থাকায় আগুনের ভয়াবহতা ছিল অনেকেটাই । ঘটনায় এখনও কোন হতাহতের খবর নেই ।"

আরও পড়ুন: বাঙুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ল্যাম্পপোস্টে লাগা আগুন ছড়াল পাশের বহুতলে

ডানকুনিতে দুটি কারখানা ও ওয়ার হাউসে ভয়াবহ আগুন

ডানকুনি(হুগলি), 8 মে: দুটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন । ঘটনাস্থলে গিয়ে দমকলের 7টি ইঞ্জিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । ঘটনাটি ঘটে সোমবার ভোর সাড়ে চারটে নাগাদ পার ডানকুনি এলাকায় । আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে জেরে কারখানার সঙ্গে সঙ্গে আরও দুটি গুদাম আগুন ধরে যায় । পরে দমকলের দীর্ঘ 6 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷

সবমিলিয়োে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি কারখানা কর্তৃপক্ষের ৷ জানা গিয়েছে, ভোরের দিকে এমএসবিডি কাস্টিং কারখানায় প্রথমে কোনওভাবে আগুন লেগে যায় । এখানে নানা ধরনের প্লাস্টিকের জিনিসপত্র তৈরি হয় । এই কারখানায় প্রায় 100 জন শ্রমিক কাজ করেন । প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোটা কারখানা চত্ত্বরে । ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে পড়েন নিরাপত্তা কর্মীরা । সকলেই কারখানা থেকে প্রাণ ভয়ে বেরিয়ে আসেন ।

Fire in Dankuni
অগ্নিকাণ্ড পুড়ে ছাই লক্ষাধিক টাকার সামগ্রী

খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডানকুনি থানার পুলিশ ও দমকল ৷ তবে আগুনের লেলিহান শিখা এতটাই বেশি ছিল যে ডানকুনি এবং শ্রীরামপুর থেকে একাধিক দমকলের ইঞ্জিন এসেও তা নিয়ন্ত্রণে আনতে পারছিল না । পরে প্রায় 6 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । তবে কী কারণে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি । পুলিশ ও দমকলের আধিকারিকরা তদন্ত শুরু করেছেন । খতিয়ে দেখা হচ্ছে উপযুক্ত অগ্নি প্রতিরোধক জিনিসপত্র ছিল কি না । এর আগেও মাঝে মধ্যেই ডানকুনির এই কারখানাগুলিতে আগুন লেগেছিল । বছর খানেক আগে সেরকমই এই আগুন লাগার ঘটনায় এক শ্রমিকের মৃত্যু পর্যন্ত হয়েছিল ।

Fire in Dankuni
ডানকুনিতে দুটি কারখানায় ভয়াবহ আগুন

কারখানার শ্রমিক লক্ষ্মীকান্ত দাস বলেন, " সুপারভাইজারের কথা শুনে বাইরে বেরিয়ে এসে দেখি ধোঁয়ায় ভরে গিয়েছে এলাকা ।" দমকলের আধিকারিক এম রহমান বলেন, "প্লাস্টিকের গোডাউনে আগুন লেগেছিল । সেই খবর পেয়ে আসি । 60 হাজার স্কয়ার ফিট জায়গা জুড়ে আগুন লাগে । 6 ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে ৷ তবে তারপরও বেশ কিছু জায়গায় আগুন ছিল । কোথা থেকে আগুন লেগেছিল সেটা জানা যায়নি । পর্যাপ্ত জল ও অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকায় আগুন নেভানো গিয়েছে । দাহ্য বস্তু বেশি থাকায় আগুনের ভয়াবহতা ছিল অনেকেটাই । ঘটনায় এখনও কোন হতাহতের খবর নেই ।"

আরও পড়ুন: বাঙুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ল্যাম্পপোস্টে লাগা আগুন ছড়াল পাশের বহুতলে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.