সিঙ্গুর, 2 ডিসেম্বর : পারিবারিক অশান্তির জেরে খুন হলেন একই পরিবারে দু'জন । নিহত দু'জনকে খুন করার অভিযোগ উঠেছে পরিবারের এক আত্মীয়ের বিরুদ্ধে (Two persons of a family allegedly murdered in Singur) । মৃত দু'জনের নাম দীনেশ প্যাটেল ও অনসূয়া প্যাটেল । বৃহস্পতিবার ভোরে সিঙ্গুরে এই ঘটনা ঘটে ৷ আরও দুই সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷ পুলিশ তদন্ত শুরু করছে ৷
সূত্রে জানা গিয়েছে, নান্দা এলাকার কাঠের কারখানা এবং নিজস্ব বাড়ি থেকে একই পরিবারের চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ । তাঁদের সিঙ্গুর গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে 2 জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা । মৃত ও জখম ব্যক্তিরা কাঠ ব্যবসায়ী ৷
আরও পড়ুন : Businessman Murder at Habra : হাবড়ায় খুন ব্যবসায়ী, কাঠগড়ায় স্বর্ণ ব্যবসায়ী
ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার শিবপ্রসাদ পাত্র বলেন, "প্রাথমিক তদন্তে মনে হচ্ছে ব্যবসা বা সম্পত্তিগত বিষয়ে এই খুন করা হয়েছে ৷ পরিকল্পনা করে নয়, সাময়িক উত্তেজনার বশে এই ঘটনা ঘটেছে বলে অনুমান ।" তিনি জানান, স্থানীয় এক বাসিন্দা এই ঘটনায় জড়িত একজনকে বেরিয়ে যেতে দেখেছেন । তিনি বলেন, "আশা করি সিসিটিভি ফুটেজ ও অন্য তথ্য নিয়ে খুব তাড়াতাড়ি অপরাধীদের ধরে ফেলা যাবে । তবে আমরা যাকে সন্দেহ করছি, তাকে পাওয়া যাচ্ছে না ৷"