ETV Bharat / state

আমফানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু শ্রীরামপুরের 2 যুবকের - Two persons died in Sreerampore amphan

আমফানের দাপটে রাজ্যে অনেকেরই মৃত্যু হয়েছে ৷ ফের ঘূর্ণিঝড়ের শিকার হলেন দুই যুবক ৷ প্রাথমিক অনুমান , বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ওই দুই যুবকের ৷

Sreerampore
শ্রীরামপুর
author img

By

Published : May 21, 2020, 12:24 AM IST

শ্রীরামপুর , 20 মে : শ্রীরামপুরে আমফানের জেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দু’জনের । শ্রীরামপুর BP দে স্ট্রিটের ঘটনা ৷

আজ দুপুরেই রাজ্যে আছড়ে পড়েছে আমফান ৷ আমফানের তাণ্ডবে চতুর্দিক লণ্ডভণ্ড ৷ এরই মধ্যে আমফানের দাপটে রাজ্যে অনেকেরই মৃত্যু হয়েছে ৷ ফের ঘূর্ণিঝড়ের শিকার হলেন দুই যুবক ৷ আজ রাত দশটা নাগাদ বৃষ্টি কমার পর শ্রীরামপুর BP দে স্ট্রিটে দুই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৷ জানা গেছে , তাঁদের দু’জনের মধ্যে একজন সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন । আরেকজন হেঁটে ফিরছিলেন। তাঁদের মধ্যে একজন আবার ওষুধের দোকানে কাজ করতেন ৷ বাকি একজনের কথা জানা যায়নি ৷ তবে তাঁদের কারও নাম পরিচয় জানা যায়নি । প্রাথমিক অনুমান , আমফানের দাপটে বিদ্যুতের তার ছিঁড়ে যায় । একটি কুকুর সহ এই দুই যুবক সেখানেই মারা যায় তারের সংস্পর্শে এলসে ।

শ্রীরামপুর থানার পুলিশ বিদ্যুৎ বিচ্ছিন্ন করে তাঁদের দেহ উদ্ধার করে ওয়ালস হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । নাম পরিচয় জানার চেষ্টা চলছে । অন্যদিকে , আমফানের ঝড়ে হুগলি জেলায় অসংখ্য গাছ ও বাড়ি ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে ৷

শ্রীরামপুর , 20 মে : শ্রীরামপুরে আমফানের জেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দু’জনের । শ্রীরামপুর BP দে স্ট্রিটের ঘটনা ৷

আজ দুপুরেই রাজ্যে আছড়ে পড়েছে আমফান ৷ আমফানের তাণ্ডবে চতুর্দিক লণ্ডভণ্ড ৷ এরই মধ্যে আমফানের দাপটে রাজ্যে অনেকেরই মৃত্যু হয়েছে ৷ ফের ঘূর্ণিঝড়ের শিকার হলেন দুই যুবক ৷ আজ রাত দশটা নাগাদ বৃষ্টি কমার পর শ্রীরামপুর BP দে স্ট্রিটে দুই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৷ জানা গেছে , তাঁদের দু’জনের মধ্যে একজন সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন । আরেকজন হেঁটে ফিরছিলেন। তাঁদের মধ্যে একজন আবার ওষুধের দোকানে কাজ করতেন ৷ বাকি একজনের কথা জানা যায়নি ৷ তবে তাঁদের কারও নাম পরিচয় জানা যায়নি । প্রাথমিক অনুমান , আমফানের দাপটে বিদ্যুতের তার ছিঁড়ে যায় । একটি কুকুর সহ এই দুই যুবক সেখানেই মারা যায় তারের সংস্পর্শে এলসে ।

শ্রীরামপুর থানার পুলিশ বিদ্যুৎ বিচ্ছিন্ন করে তাঁদের দেহ উদ্ধার করে ওয়ালস হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । নাম পরিচয় জানার চেষ্টা চলছে । অন্যদিকে , আমফানের ঝড়ে হুগলি জেলায় অসংখ্য গাছ ও বাড়ি ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.