আরামবাগ, 19 এপ্রিল : ভাইঝিকে কাঁধে নিয়ে পুকুরে নেমে গুগলি তুলছিলেন । জলে তলিয়ে মৃত্যু হল দু'জনেরই। মৃতদের নাম নিরঞ্জন সিং( 35) ও বৃষ্টি সিং (7) । হুগলির আরামবাগের গৌড়হাটি দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের বেহালা বাজার গ্রামের ঘটনা ।
নিরঞ্জন সিং পুকুর থেকে গুগলি তুলে বাজারে বিক্রি করতেন । প্রতিদিনের মতো আজও গুগলি তুলতে নেমেছিলেন । সঙ্গে যায় ভাইঝি বৃষ্টি ও ভাইপো চাঁদ । ভাইঝিকে কাঁধে নিয়ে পুকুরে নামেন নিরঞ্জন । সাঁতার দিয়ে পুকুর পারাপারের সময় জেঠুর কাঁধ থেকে মাঝ পুকুরে পড়ে যায় বৃষ্টি । ভাইঝিকে ডুবতে দেখে বাঁচানোর চেষ্টা করেন তিনি । কিছুক্ষণ পর দু'জনেই জলে তলিয়ে যায় । বোন ও জেঠুকে ডুবতে দেখে ভয় পেয়ে যায় চাঁদ । ছুটে গিয়ে খবর দেয় অন্যদের ।
গ্রামবাসীদের কয়েকজন পুকুরে নামেন । শুরু হয় খোঁজাখুঁজি । প্রায় আধ ঘণ্টা পর দু'জনকে উদ্ধার করেন গ্রামবাসী । তড়িঘড়ি আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় দু'জনকে । পরে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।