ETV Bharat / state

পাণ্ডুয়ায় মাতৃযানেই সন্তান প্রসব যুবতীর - chinsurah hospital

হুগলির পাণ্ডুয়ার ঘটনা ৷ অসহ্য প্রসব যন্ত্রণা সহ্য করতে না পেরে মাতৃযানেই কন্যা সন্তানের জন্ম দিলেন এক যুবতী ৷ শিশুটি প্রিম্যাচিওর হওয়ার জন্য চুঁচুড়া হাসপাতালে রেফার করা হয়েছে । আপাতত শিশুটিকে সিকনিউনেটাল কেয়ারে রাখা হয়েছে। মা, বাচ্চা দু‘জনই সুস্থ এখন।

পাণ্ডুয়ায় মাতৃযানেই সন্তান প্রসব বছর সাতাশের যুবতীর
পাণ্ডুয়ায় মাতৃযানেই সন্তান প্রসব বছর সাতাশের যুবতীর
author img

By

Published : Jun 4, 2021, 10:12 PM IST

পাণ্ডুয়া , 4 জুন : অসহ্য প্রসব যন্ত্রণা সহ্য করতে না পেরে মাতৃযানেই ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিলেন বছর সাতাশের এক যুবতী ৷ ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে ৷ রাত থেকেই যন্ত্রণায় কাতরাচ্ছিলেন ওই মহিলা ৷ সকাল হতেই মাতৃযান ডাকে মহিলার পরিবার ৷ মাতৃযানেই চেপে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন প্রসূতি ৷ কিন্তু শেষে ওই মাতৃযানেই সন্তানের জন্ম দেন সুতপার ভট্টাচার্য ৷

হুগলির পাণ্ডুয়ার ঘটনা ৷ সদ্য মা হওয়া যুবতীর বাড়ি পাণ্ডুয়ার ধামাসিন পঞ্চায়েতের অন্তর্গত ভুইপাড়ায় ৷ শিশুটির পরিবারের তরফে জানান হয়, বৃহস্পতিবার রাতে হঠাৎই প্রসব যন্ত্রণা শুরু হয় সুতপার। শুক্রবার সকালে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল । সেই সময়ে মাতৃযানের মধ্যেই অসহ্য যন্ত্রণা ওঠে । কোনও উপায় না থাকায় সেখানেই শিশুটির জন্ম দেন যুবতী ৷ ঘটনাটির পর আর কলকাতার দিকে না গিয়ে পাণ্ডুয়ার গ্রামীণ হাসপাতালেই নিয়ে আসা হয় তাঁকে ৷

কী বললেন পান্ডুয়া গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ মহম্মদ হোসেন ?

চিকিৎসকরা জানিয়েছেন , সাড়ে সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন সুতপা। আপাতত মা ও সন্তান উভয়েই ভালো আছেন ৷ শিশুটির ওজন হয়েছে 1 কেজি 800 গ্রাম ।


পান্ডুয়া গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ মহম্মদ হোসেন বলেন , " আপাতত মা ও বাচ্চা দু‘জনেই ভাল রয়েছেন । তাঁদের চুঁচুড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। প্রিম্যাচিওর হওয়ার জন্য চুঁচুড়া হাসপাতালে রেফার করা হয়েছে। আপাতত শিশুটিকে সিকনিউনেটাল কেয়ারে রাখা হয়েছে।"

আরও পড়ুন : অনলাইনে ফ্লাইটের টাকা ফেরত নিতে গিয়ে প্রতারিত হরিদেবপুরের তরুণী

পাণ্ডুয়া , 4 জুন : অসহ্য প্রসব যন্ত্রণা সহ্য করতে না পেরে মাতৃযানেই ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিলেন বছর সাতাশের এক যুবতী ৷ ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে ৷ রাত থেকেই যন্ত্রণায় কাতরাচ্ছিলেন ওই মহিলা ৷ সকাল হতেই মাতৃযান ডাকে মহিলার পরিবার ৷ মাতৃযানেই চেপে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন প্রসূতি ৷ কিন্তু শেষে ওই মাতৃযানেই সন্তানের জন্ম দেন সুতপার ভট্টাচার্য ৷

হুগলির পাণ্ডুয়ার ঘটনা ৷ সদ্য মা হওয়া যুবতীর বাড়ি পাণ্ডুয়ার ধামাসিন পঞ্চায়েতের অন্তর্গত ভুইপাড়ায় ৷ শিশুটির পরিবারের তরফে জানান হয়, বৃহস্পতিবার রাতে হঠাৎই প্রসব যন্ত্রণা শুরু হয় সুতপার। শুক্রবার সকালে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল । সেই সময়ে মাতৃযানের মধ্যেই অসহ্য যন্ত্রণা ওঠে । কোনও উপায় না থাকায় সেখানেই শিশুটির জন্ম দেন যুবতী ৷ ঘটনাটির পর আর কলকাতার দিকে না গিয়ে পাণ্ডুয়ার গ্রামীণ হাসপাতালেই নিয়ে আসা হয় তাঁকে ৷

কী বললেন পান্ডুয়া গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ মহম্মদ হোসেন ?

চিকিৎসকরা জানিয়েছেন , সাড়ে সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন সুতপা। আপাতত মা ও সন্তান উভয়েই ভালো আছেন ৷ শিশুটির ওজন হয়েছে 1 কেজি 800 গ্রাম ।


পান্ডুয়া গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ মহম্মদ হোসেন বলেন , " আপাতত মা ও বাচ্চা দু‘জনেই ভাল রয়েছেন । তাঁদের চুঁচুড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। প্রিম্যাচিওর হওয়ার জন্য চুঁচুড়া হাসপাতালে রেফার করা হয়েছে। আপাতত শিশুটিকে সিকনিউনেটাল কেয়ারে রাখা হয়েছে।"

আরও পড়ুন : অনলাইনে ফ্লাইটের টাকা ফেরত নিতে গিয়ে প্রতারিত হরিদেবপুরের তরুণী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.