ETV Bharat / state

Kamarkundu Rail-Bridge: উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী, কামারকুন্ডুর সেই রেল-ব্রিজের ফের উদ্বোধন করলেন রেলের রাষ্ট্রমন্ত্রী - কামারকুন্ডু রেল ব্রিজ

রেলের তরফে আনুষ্ঠানিকভাবে কামারকুন্ডু রেল-ব্রিজ (Kamarkundu Rail Bridge) জন সাধারণের জন্য খুলে দেওয়া হল (Tussle Between Center and State Over Kamarkundu Railway Bridge Inauguration) ৷ শুক্রবার যে অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়েছিলেন রেলের রাষ্ট্রমন্ত্রী রাওসাহেব পাতিল দানভে ৷ ছিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷

Tussle Between Center and State Over Kamarkundu Railway Bridge Inauguration
Tussle Between Center and State Over Kamarkundu Railway Bridge Inauguration
author img

By

Published : Jun 11, 2022, 10:51 AM IST

হুগলি, 11 জুন : গত 3 জুন হুগলির কামারকুন্ডু রেল-ব্রিজের (Kamarkundu Rail Bridge) উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেদিনের ওই উদ্বোধনের পর শুক্রবার ফের একবার রেলের তরফে সেই উড়ালপুলের উদ্বোধন হল ৷ এদিনের অনুষ্ঠানে রেলের রাষ্ট্রমন্ত্রী রাওসাহেব পাতিল দানভে ভার্চুয়ালি অংশ নিয়েছিলেন ৷ কামারকুন্ডুতে উপস্থিত ছিলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং হাওড়ার ডিআরএম মণীশ জৈন সহ অন্যান্য আধিকারিকরা ৷ তবে, মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পর রেলের তরফে ফের অনুষ্ঠান করে জন সাধারণের জন্য রেল-ব্রিজ খুলে দেওয়ার বিষয়ে ফের একবার কেন্দ্র ও রাজ্যের মধ্যে দূরত্ব ও দ্বন্দ্বের বিষয়টিই স্পষ্ট হল বলে মনে করা হচ্ছে (Tussle Between central and State Govt Over Kamarkundu Railway Bridge Inauguration) ৷

শুক্রবার রেলের রাষ্ট্রমন্ত্রী কামারকুন্ডুতে নতুন স্টেশন বিল্ডিং, ব্যান্ডেল-মগড়া থার্ডলাইন, রিমডেলিং ইয়ার্ড, আদিসপ্তগ্রাম ইআই এবং পুরনো মগড়া স্টেশনের আধুনিকীরণ সহ একাধিক প্রকল্পের শিলান্যাস করেন ৷ পাশাপাশি চন্দননগর নতুন স্টেশন বিল্ডিং ইআই সিস্টেমের করা হচ্ছে ৷ সেই প্রকল্পেরও শিলান্যাস করেন রেল প্রতিমন্ত্রী ৷ সেই সঙ্গে কামারপুকুর সাবওয়ে প্রকল্পের শিলান্যাস হয় ৷ এই পুরো অনুষ্ঠানে প্রকল্পগুলির ভিডিয়ো প্রেজেন্টেশন দেয় রেল কর্তৃপক্ষ ৷

তবে, মুখ্য়মন্ত্রীর এককভাবে কামারকুন্ডু রেল-ব্রিজের উদ্বোধনকে কটাক্ষ করেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ নাম না করেই যুক্তরাষ্ট্র পরিকাঠামোর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘‘এক বছর ধরে তৈরি হয়ে পড়েছিল কামারকুন্ডু রেল-ব্রিজ ৷ যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে সবাইকে আমন্ত্রণ করার জন্য রেলকে ধন্যবাদ ৷ রেল ওভার ব্রিজ চালু হওয়ায় তারকেশ্বর ধামের যাত্রীদের খুবই সুবিধা হবে ৷ রেল-ব্রিজ তৈরি হয়েছে রেল-রাজ্য যৌথ উদ্যোগে ৷ পরিকাঠামোর ক্ষেত্রে যৌথভাবে করাটাই নিয়ম ৷ আমি থেকে আমরা এটাই গণতন্ত্রে চলে ৷’’ পাশাপাশি বারুইপাড়ায় সবজির জন্য ট্রেন যাতে একটু বেশি সময় দাঁড়ায়, সে নিয়ে তিনি রেল মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন বলে জানান ৷

রেলের তরফে কামারকুন্ডু রেল-ব্রিজের অনুষ্ঠানিক উদ্বোধন

আরও পড়ুন : Kamarkundu Accident : মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পরই কামারকুণ্ডু রেল ব্রিজে দুর্ঘটনা, মৃত 1

রেলের রাষ্ট্রমন্ত্রী রাওসাহেব পাতিল দানভে বলেন, ‘‘সাংসদ যা বলেছেন, সে বিষয়ে তাঁর সঙ্গে চর্চা করব ৷ রেলের এই কাজে যাতায়াতে গতি আসবে ৷ ব্যান্ডেলে দেশের সবথেকে বড় ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম দেশবাসীর জন্য উৎসর্গ করছি ৷ প্রধানমন্ত্রীর নেতৃত্বে রেল অনেক কাজ করছে ৷ বুলেট ট্রেনের মত ট্রেন যেমন রয়েছে ৷ তেমনি 2030 সালের মধ্যে দেশের অনেক জায়গায় ইলেকট্রিক লাইন চালু হবে ৷ বন্দেভারত প্রকল্পের অন্তর্গত এই কাজ পশ্চিমবঙ্গেও হবে ৷ আট বছরে মোদিজি যা কাজ করেছেন, তা শুধু দেশে নয় বিদেশেও চর্চিত হয়েছে ৷ রেলের ক্ষেত্রেও সেটা হয়েছে ৷ লকেট চট্টোপাধ্যায় বাংলায় বলেছেন, যা আমি বুঝতে পারিনি ৷ দিল্লিতে এলে ওনার সঙ্গে কথা বলব ৷’’ বাংলার জন্য রেলের বাজেট নিয়ে লকেট চট্টোপাধ্যায় সব সময় লড়াই করেন বলেও জানান রেলের রাষ্ট্রমন্ত্রী ৷

হুগলি, 11 জুন : গত 3 জুন হুগলির কামারকুন্ডু রেল-ব্রিজের (Kamarkundu Rail Bridge) উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেদিনের ওই উদ্বোধনের পর শুক্রবার ফের একবার রেলের তরফে সেই উড়ালপুলের উদ্বোধন হল ৷ এদিনের অনুষ্ঠানে রেলের রাষ্ট্রমন্ত্রী রাওসাহেব পাতিল দানভে ভার্চুয়ালি অংশ নিয়েছিলেন ৷ কামারকুন্ডুতে উপস্থিত ছিলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং হাওড়ার ডিআরএম মণীশ জৈন সহ অন্যান্য আধিকারিকরা ৷ তবে, মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পর রেলের তরফে ফের অনুষ্ঠান করে জন সাধারণের জন্য রেল-ব্রিজ খুলে দেওয়ার বিষয়ে ফের একবার কেন্দ্র ও রাজ্যের মধ্যে দূরত্ব ও দ্বন্দ্বের বিষয়টিই স্পষ্ট হল বলে মনে করা হচ্ছে (Tussle Between central and State Govt Over Kamarkundu Railway Bridge Inauguration) ৷

শুক্রবার রেলের রাষ্ট্রমন্ত্রী কামারকুন্ডুতে নতুন স্টেশন বিল্ডিং, ব্যান্ডেল-মগড়া থার্ডলাইন, রিমডেলিং ইয়ার্ড, আদিসপ্তগ্রাম ইআই এবং পুরনো মগড়া স্টেশনের আধুনিকীরণ সহ একাধিক প্রকল্পের শিলান্যাস করেন ৷ পাশাপাশি চন্দননগর নতুন স্টেশন বিল্ডিং ইআই সিস্টেমের করা হচ্ছে ৷ সেই প্রকল্পেরও শিলান্যাস করেন রেল প্রতিমন্ত্রী ৷ সেই সঙ্গে কামারপুকুর সাবওয়ে প্রকল্পের শিলান্যাস হয় ৷ এই পুরো অনুষ্ঠানে প্রকল্পগুলির ভিডিয়ো প্রেজেন্টেশন দেয় রেল কর্তৃপক্ষ ৷

তবে, মুখ্য়মন্ত্রীর এককভাবে কামারকুন্ডু রেল-ব্রিজের উদ্বোধনকে কটাক্ষ করেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ নাম না করেই যুক্তরাষ্ট্র পরিকাঠামোর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘‘এক বছর ধরে তৈরি হয়ে পড়েছিল কামারকুন্ডু রেল-ব্রিজ ৷ যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে সবাইকে আমন্ত্রণ করার জন্য রেলকে ধন্যবাদ ৷ রেল ওভার ব্রিজ চালু হওয়ায় তারকেশ্বর ধামের যাত্রীদের খুবই সুবিধা হবে ৷ রেল-ব্রিজ তৈরি হয়েছে রেল-রাজ্য যৌথ উদ্যোগে ৷ পরিকাঠামোর ক্ষেত্রে যৌথভাবে করাটাই নিয়ম ৷ আমি থেকে আমরা এটাই গণতন্ত্রে চলে ৷’’ পাশাপাশি বারুইপাড়ায় সবজির জন্য ট্রেন যাতে একটু বেশি সময় দাঁড়ায়, সে নিয়ে তিনি রেল মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন বলে জানান ৷

রেলের তরফে কামারকুন্ডু রেল-ব্রিজের অনুষ্ঠানিক উদ্বোধন

আরও পড়ুন : Kamarkundu Accident : মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পরই কামারকুণ্ডু রেল ব্রিজে দুর্ঘটনা, মৃত 1

রেলের রাষ্ট্রমন্ত্রী রাওসাহেব পাতিল দানভে বলেন, ‘‘সাংসদ যা বলেছেন, সে বিষয়ে তাঁর সঙ্গে চর্চা করব ৷ রেলের এই কাজে যাতায়াতে গতি আসবে ৷ ব্যান্ডেলে দেশের সবথেকে বড় ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম দেশবাসীর জন্য উৎসর্গ করছি ৷ প্রধানমন্ত্রীর নেতৃত্বে রেল অনেক কাজ করছে ৷ বুলেট ট্রেনের মত ট্রেন যেমন রয়েছে ৷ তেমনি 2030 সালের মধ্যে দেশের অনেক জায়গায় ইলেকট্রিক লাইন চালু হবে ৷ বন্দেভারত প্রকল্পের অন্তর্গত এই কাজ পশ্চিমবঙ্গেও হবে ৷ আট বছরে মোদিজি যা কাজ করেছেন, তা শুধু দেশে নয় বিদেশেও চর্চিত হয়েছে ৷ রেলের ক্ষেত্রেও সেটা হয়েছে ৷ লকেট চট্টোপাধ্যায় বাংলায় বলেছেন, যা আমি বুঝতে পারিনি ৷ দিল্লিতে এলে ওনার সঙ্গে কথা বলব ৷’’ বাংলার জন্য রেলের বাজেট নিয়ে লকেট চট্টোপাধ্যায় সব সময় লড়াই করেন বলেও জানান রেলের রাষ্ট্রমন্ত্রী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.