ETV Bharat / state

আরামবাগে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ধাক্কা ট্রাকের, মৃত চালক - আরামবাগে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ধাক্কা ট্রাকের

বৃহস্পতিবার ভোরে লোহার রড বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে আরামবাগ বাস স্ট্যান্ড এলাকায় একটি মিষ্টির দোকানে ধাক্কা মারে । ঘটস্থানেই মৃত্যু হয় ট্রাক চালকের । গুরতর আহত হন ট্রাকের খালাসি ।

bus
bus
author img

By

Published : Jan 9, 2020, 3:24 PM IST


আরামবাগ, 9 জানুয়ারি : নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ধাক্কা মারল লোহার রড বোঝাই একটি ট্রাক । ঘটনাস্থানেই মৃত্যু হয় চালকের । আহত হন খালাসি । আরামবাগ বাসস্ট্যান্ডের কাছে আজ ঘটনাটি ঘটে ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে লোহার রড বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে আরামবাগ বাস স্ট্যান্ড এলাকায় একটি মিষ্টির দোকানে ধাক্কা মারে । ঘটস্থানেই মৃত্যু হয় ট্রাক চালকের । গুরতর আহত হন ট্রাকের খালাসি । স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে । আরামবাগ মহকুমা হাসপাতালে তাঁকে ভরতি করা হয় । চিকিৎসা শুরু হয়েছে ।

দেখুন ভিডিয়োয়...

ঘটনাস্থানে পৌঁছায় আরমবাগ থানার পুলিশ ও দমকল । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ । ট্রাকটিও উদ্ধার করা হয়েছে ।


আরামবাগ, 9 জানুয়ারি : নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ধাক্কা মারল লোহার রড বোঝাই একটি ট্রাক । ঘটনাস্থানেই মৃত্যু হয় চালকের । আহত হন খালাসি । আরামবাগ বাসস্ট্যান্ডের কাছে আজ ঘটনাটি ঘটে ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে লোহার রড বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে আরামবাগ বাস স্ট্যান্ড এলাকায় একটি মিষ্টির দোকানে ধাক্কা মারে । ঘটস্থানেই মৃত্যু হয় ট্রাক চালকের । গুরতর আহত হন ট্রাকের খালাসি । স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে । আরামবাগ মহকুমা হাসপাতালে তাঁকে ভরতি করা হয় । চিকিৎসা শুরু হয়েছে ।

দেখুন ভিডিয়োয়...

ঘটনাস্থানে পৌঁছায় আরমবাগ থানার পুলিশ ও দমকল । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ । ট্রাকটিও উদ্ধার করা হয়েছে ।

Intro:Body:নিয়ন্ত্রন হারিয়ে দোকানে ধাক্কা লোহার রড বোঝাই ট্রাকের।মৃত্যু চালকের আহত খালাসী।ঘটনা আরামবাগ বাসষ্ট্যান্ড এলাকার।
জানা গেছে বৃহস্পতিবার ভোরে লোহার রড বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে আরামবাগ বাস স্ট্যান্ড এলাকায় একটি মিষ্টির দোকানে ধাক্কা মারে।ঘটস্থলেই মৃত্যু হয় ট্রাক চালকের।গুরতর আহত হন ট্রাকের খালাসি।স্থানীয়রা আহত খালাসি কে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আরামবাগ মুহুকুমা হাসপাতালে ভর্তি করে।
খবর পেয়ে ঘটনা স্থলে যায় আরামবাগ থানার পুলিশ এবং দমকল বাহিনী।
মৃত ট্রাক চালক এবং ট্রাকটি উদ্ধার করে পুলিশ।

wb_hgl_01_arambagh_accident_copi_10007
B_1_স্থানীয় বাসিন্দা।

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.