আরামবাগ, 9 জানুয়ারি : নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ধাক্কা মারল লোহার রড বোঝাই একটি ট্রাক । ঘটনাস্থানেই মৃত্যু হয় চালকের । আহত হন খালাসি । আরামবাগ বাসস্ট্যান্ডের কাছে আজ ঘটনাটি ঘটে ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে লোহার রড বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে আরামবাগ বাস স্ট্যান্ড এলাকায় একটি মিষ্টির দোকানে ধাক্কা মারে । ঘটস্থানেই মৃত্যু হয় ট্রাক চালকের । গুরতর আহত হন ট্রাকের খালাসি । স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে । আরামবাগ মহকুমা হাসপাতালে তাঁকে ভরতি করা হয় । চিকিৎসা শুরু হয়েছে ।
ঘটনাস্থানে পৌঁছায় আরমবাগ থানার পুলিশ ও দমকল । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ । ট্রাকটিও উদ্ধার করা হয়েছে ।