হুগলি, 29 অগাস্ট : 2 সেপ্টেম্বর থেকে আলু হতে চলেছে মহামূল্যবান । হিমঘরে কুইন্টাল প্রতি আলুর মাশুল 9 টাকা বৃদ্ধি করা হয়েছে সরকারের তরফে ৷ এরই প্রতিবাদে 2 সেপ্টেম্বর থেকে ধর্মঘটের ডাক দিলেন রাজ্যের আলু ব্যবসায়ীরা ৷ সরকারি নির্দেশে 1 সেপ্টেম্বর থেকে বাড়ছে হিমঘরে মজুত আলুর মাশুল । এরই প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের হুঁশিয়ারি ব্যবসায়ীদের ৷ ফলে বাজারে টান পড়বে জোগানের ৷ পকেটেও টান পড়তে পারে সাধারণ মানুষের ।
কৃষি দফতরের নির্দেশিকা অনুযায়ী মজুত করা আলুর মাশুল বাড়ছে । দক্ষিণবঙ্গে কুইন্টাল প্রতি আলুর মাশুল 9 টাকা বেড়ে হচ্ছে 157 টাকা । আগে এই ভাড়া ছিল কুইন্টাল প্রতি 148 টাকা ৷
সংগঠনের তরফ থেকে কৃষি দপ্তর এবং হিমঘর অ্যাসোসিয়েশনের কাছে আবেদন করা হয়েছে মাশুল বা ভাড়া না বাড়ানোর । বর্ধিত ভাড়া প্রত্যাহার না করা হলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ীরা ৷ এছাড়াও ভাড়া বৃদ্ধির ফলে সমস্যায় পড়েছেন বেশ কিছু কৃষিজীবী, যাঁরা আলুর বীজ হিমঘরে রেখেছেন ।
প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালমোহন মুখার্জী জানিয়েছেন, ''বর্ধিত ভাড়া প্রত্যাহার না হলে অনির্দিষ্টকালের ধর্মঘট চলবে ৷ আচমকা এই ভাবে ভাড়া বৃদ্ধি মেনে নেব না । কৃষি দপ্তর এবং হিমঘর অ্যাসোসিয়েশনের কাছে লিখিত বলা হয়েছে এই বর্ধিত ভাড়া প্রত্যাহার করার জন্য । যদি 1লা সেপ্টেম্বর থেকে বর্ধিত ভাড়া নেওয়া হয় তাহলে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সারা রাজ্যে অনির্দিষ্টকালের জন্য ব্যবসায়ী কর্মবিরতি পালন করা হবে । ''
হিমঘর অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি তরুণকান্তি ঘোষ বলেন, ''ধর্মঘট যে কেউ করতেই পারে । আমাদের হিমঘর খোলা থাকবে ৷ যিনিই আসবেন আলু দেব । এই ধর্মঘট মেনে নেব না । সরকার নির্ধারিত এই ভাড়া । 1 সেপ্টেম্বর থেকে এটি কার্যকর হবে । এভাবে ধর্মঘট করা যায় না ।'' তিনি বলেন, ''অন্য রাজ্যের তুলনায় মাশুল কম এখানে ৷ উত্তরপ্রদেশ, গুজরাতে কুইন্টাল প্রতি ভাড়া অনেক বেশি, প্রায 250 টাকা ৷ ''