ETV Bharat / state

হিমঘরে মাশুল বৃদ্ধি, প্রতিবাদে 2 তারিখ থেকে ধর্মঘটের ডাক আলু ব্যবসায়ীদের - Potato businessman strike

বর্ধিত ভাড়া প্রত্যাহার না করা হলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ীরা ৷  এছাড়াও ভাড়া বৃদ্ধির ফলে সমস্যায় পড়েছেন বেশ কিছু কৃষিজীবী, যাঁরা আলুর বীজ হিমঘরে রেখেছেন ।

হিমঘরে মাশুল বৃদ্ধি, প্রতিবাদে 2 তারিখ থেকে ধর্মঘটের ডাক আলু ব্যবসায়ীদের
author img

By

Published : Aug 29, 2019, 5:14 AM IST

Updated : Aug 29, 2019, 5:35 AM IST

হুগলি, 29 অগাস্ট : 2 সেপ্টেম্বর থেকে আলু হতে চলেছে মহামূল্যবান । হিমঘরে কুইন্টাল প্রতি আলুর মাশুল 9 টাকা বৃদ্ধি করা হয়েছে সরকারের তরফে ৷ এরই প্রতিবাদে 2 সেপ্টেম্বর থেকে ধর্মঘটের ডাক দিলেন রাজ্যের আলু ব্যবসায়ীরা ৷ সরকারি নির্দেশে 1 সেপ্টেম্বর থেকে বাড়ছে হিমঘরে মজুত আলুর মাশুল । এরই প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের হুঁশিয়ারি ব্যবসায়ীদের ৷ ফলে বাজারে টান পড়বে জোগানের ৷ পকেটেও টান পড়তে পারে সাধারণ মানুষের ।

কৃষি দফতরের নির্দেশিকা অনুযায়ী মজুত করা আলুর মাশুল বাড়ছে । দক্ষিণবঙ্গে কুইন্টাল প্রতি আলুর মাশুল 9 টাকা বেড়ে হচ্ছে 157 টাকা । আগে এই ভাড়া ছিল কুইন্টাল প্রতি 148 টাকা ৷

সংগঠনের তরফ থেকে কৃষি দপ্তর এবং হিমঘর অ্যাসোসিয়েশনের কাছে আবেদন করা হয়েছে মাশুল বা ভাড়া না বাড়ানোর । বর্ধিত ভাড়া প্রত্যাহার না করা হলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ীরা ৷ এছাড়াও ভাড়া বৃদ্ধির ফলে সমস্যায় পড়েছেন বেশ কিছু কৃষিজীবী, যাঁরা আলুর বীজ হিমঘরে রেখেছেন ।

প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালমোহন মুখার্জী জানিয়েছেন, ''বর্ধিত ভাড়া প্রত্যাহার না হলে অনির্দিষ্টকালের ধর্মঘট চলবে ৷ আচমকা এই ভাবে ভাড়া বৃদ্ধি মেনে নেব না । কৃষি দপ্তর এবং হিমঘর অ্যাসোসিয়েশনের কাছে লিখিত বলা হয়েছে এই বর্ধিত ভাড়া প্রত্যাহার করার জন্য । যদি 1লা সেপ্টেম্বর থেকে বর্ধিত ভাড়া নেওয়া হয় তাহলে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সারা রাজ্যে অনির্দিষ্টকালের জন্য ব্যবসায়ী কর্মবিরতি পালন করা হবে । ''

হিমঘর অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি তরুণকান্তি ঘোষ বলেন, ''ধর্মঘট যে কেউ করতেই পারে । আমাদের হিমঘর খোলা থাকবে ৷ যিনিই আসবেন আলু দেব । এই ধর্মঘট মেনে নেব না । সরকার নির্ধারিত এই ভাড়া । 1 সেপ্টেম্বর থেকে এটি কার্যকর হবে । এভাবে ধর্মঘট করা যায় না ।'' তিনি বলেন, ''অন্য রাজ্যের তুলনায় মাশুল কম এখানে ৷ উত্তরপ্রদেশ, গুজরাতে কুইন্টাল প্রতি ভাড়া অনেক বেশি, প্রায 250 টাকা ৷ ''

হুগলি, 29 অগাস্ট : 2 সেপ্টেম্বর থেকে আলু হতে চলেছে মহামূল্যবান । হিমঘরে কুইন্টাল প্রতি আলুর মাশুল 9 টাকা বৃদ্ধি করা হয়েছে সরকারের তরফে ৷ এরই প্রতিবাদে 2 সেপ্টেম্বর থেকে ধর্মঘটের ডাক দিলেন রাজ্যের আলু ব্যবসায়ীরা ৷ সরকারি নির্দেশে 1 সেপ্টেম্বর থেকে বাড়ছে হিমঘরে মজুত আলুর মাশুল । এরই প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের হুঁশিয়ারি ব্যবসায়ীদের ৷ ফলে বাজারে টান পড়বে জোগানের ৷ পকেটেও টান পড়তে পারে সাধারণ মানুষের ।

কৃষি দফতরের নির্দেশিকা অনুযায়ী মজুত করা আলুর মাশুল বাড়ছে । দক্ষিণবঙ্গে কুইন্টাল প্রতি আলুর মাশুল 9 টাকা বেড়ে হচ্ছে 157 টাকা । আগে এই ভাড়া ছিল কুইন্টাল প্রতি 148 টাকা ৷

সংগঠনের তরফ থেকে কৃষি দপ্তর এবং হিমঘর অ্যাসোসিয়েশনের কাছে আবেদন করা হয়েছে মাশুল বা ভাড়া না বাড়ানোর । বর্ধিত ভাড়া প্রত্যাহার না করা হলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ীরা ৷ এছাড়াও ভাড়া বৃদ্ধির ফলে সমস্যায় পড়েছেন বেশ কিছু কৃষিজীবী, যাঁরা আলুর বীজ হিমঘরে রেখেছেন ।

প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালমোহন মুখার্জী জানিয়েছেন, ''বর্ধিত ভাড়া প্রত্যাহার না হলে অনির্দিষ্টকালের ধর্মঘট চলবে ৷ আচমকা এই ভাবে ভাড়া বৃদ্ধি মেনে নেব না । কৃষি দপ্তর এবং হিমঘর অ্যাসোসিয়েশনের কাছে লিখিত বলা হয়েছে এই বর্ধিত ভাড়া প্রত্যাহার করার জন্য । যদি 1লা সেপ্টেম্বর থেকে বর্ধিত ভাড়া নেওয়া হয় তাহলে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সারা রাজ্যে অনির্দিষ্টকালের জন্য ব্যবসায়ী কর্মবিরতি পালন করা হবে । ''

হিমঘর অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি তরুণকান্তি ঘোষ বলেন, ''ধর্মঘট যে কেউ করতেই পারে । আমাদের হিমঘর খোলা থাকবে ৷ যিনিই আসবেন আলু দেব । এই ধর্মঘট মেনে নেব না । সরকার নির্ধারিত এই ভাড়া । 1 সেপ্টেম্বর থেকে এটি কার্যকর হবে । এভাবে ধর্মঘট করা যায় না ।'' তিনি বলেন, ''অন্য রাজ্যের তুলনায় মাশুল কম এখানে ৷ উত্তরপ্রদেশ, গুজরাতে কুইন্টাল প্রতি ভাড়া অনেক বেশি, প্রায 250 টাকা ৷ ''

Intro:Body:২রা সেপ্টেম্বর থেকে আলু হতে চলেছে মহার্ঘ্য।তার আগেই মজুত রাখুন বাড়িতে।হিমঘরে কুইন্ট‍্যাল প্রতি আলুর ভাড়া ৯ টাকা বৃদ্ধির প্রতিবাদে ২রা সেপ্টেম্বর থেকে ধর্মঘটের ডাক কুড়ি হাজার আলু ব্যবসায়ীর।

সরকারি নির্দেশে ১ লা সেপ্টেম্বর থেকে বাড়ছে হিমঘরে মজুত আলুর ভাড়া।অনির্দিষ্টকালের ধর্মঘটের হুশিয়ারি আলু ব‍্যবসায়ীদের ফলে বাজারে টান পড়বে যোগানের।পকেটেও টান পড়তে পারে সাধারণ মানুষের।

কৃষি দফতরের নির্দেশিকা অনুযায়ী ১লা সেপ্টেম্বর থেকে বাড়ছে হিমঘরে মজুত করা আলুর ভাড়া।দক্ষিনবঙ্গে কুইন্ট‍্যাল প্রতি আলুর ভাড়া ৯ টাকা বেড়ে হচ্ছে ১৫৭ টাকা।আগে এই ভাড়া ছিল কুইন্টল প্ৰতি ১৪৮ টাকা।
আলুর এই ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাজ‍্য প্রগতিশীল আলু ব‍্যবসায়ী সমিতির সদস‍্যরা ২রা সেপ্টম্বর থেকেই অনির্দিষ্টকালের জন‍্য ধর্মঘটের সিন্ধান্ত নিয়েছে।সংগঠনের তরফ থেকে কৃষি দপ্তর এবং হিমঘর এসোসিয়েশনের কাছে আবেদন করা হয়েছে ভাড়া না বাড়ানোর। বর্ধিত ভাড়া প্রত‍্যাহার না করা হলে আগামী ২রা সেপ্টেম্বর থেকে অনির্দষ্টকালের জন‍্য ধর্মঘটের পথে হাঁটবেন আলু ব‍্যবসায়ীরা।
সারা রাজ‍্যে প্রায় কুড়ি হাজার ব‍্যবসায়ী এই ধর্মঘটে সামিল হবেন। ফলে যোগান কমবে বাজারে বাড়তে পারে আলুর দাম । এছাড়াও ভাড়া বৃদ্ধির ফলে সমস্যায় পড়েছেন বেশ কিছু কৃষক।যারা আলুর বীজ হিমঘরে রেখেছেন।

প্রগতিশীল আলু ব‍্যবসায়ী সমিতির রাজ‍্য সম্পাদক লালমোহন মুখার্জী জানিয়েছেন বর্ধিত ভাড়া প্রত‍্যাহার না হলে তারা অনির্দিষ্ট কালের জন‍্য ধর্মঘটে যাবেন আগামী ২রা সেপ্টেম্বর থেকে।সিজেনের মাঝখানে এই ভাবে ভাড়া বৃদ্ধি তারা মেনে নিচ্ছেন না।যদিও কৃষি দপ্তর এবং হিমঘর এসোসিয়েশনের কাছে লিখিত আকারে জানানো হয়েছে এই বর্ধিত ভাড়া প্রত্যাহার করে নেবার জন্য।যদি ১লা সেপ্টেম্বর থেকে বর্ধিত ভাড়া নেওয়া হয় তাহলে প্রগতিশীল আলু ব‍্যবসায়ী সমিতির পক্ষ থেকে সারা রাজ্য ব্যাপী অনির্দিষ্টকালের জন্য ব্যবসায়ী কর্মবিরতি পালন করা হবে।যদিও এই ব্যবসায়ী কর্মবিরতির ফলে আলুর দাম বাড়তে পারে এবং সাধারণ মানুষ অসুবিধার সম্মুখীন হবে।আমরাও চাই সাধারণ মানুষ যাতে অসুবিধায় না পড়ে তার জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের জন্য আবেদন করছি।

এব্যপারে হিমঘর এস‍্যোসিয়েশনের রাজ‍্য সভাপতি তরুন কান্তি ঘোষ বলেন ধর্মঘট যে কেউ করতেই পারে।আমাদের হিমঘর খোলা থাকবে যেই আসবে তাকেই আমরা আলু দেব। এই ধর্মঘট আমরা মেনে নেব না।সরকারি নির্ধারিত এই ভাড়া।মাঝপথে সরকার এই নির্দেশে দিয়েছে তাই এই নির্দেশ ১লা সেপ্টেম্বর থেকে এই ভাড়া কার্যকর করা হবে।তবে ধর্মঘট হলে কিছুটা সমস্যা হবে তবে ততটা নয়।কারণ এভাবে ধর্মঘট করা যায় না।
হিমঘরে খরচ অত্যাধিক বেড়ে গেছে।ইলেকট্রিক, ডিজেলের দাম এবং লেবার কস্ট বেড়ে যাওয়ার ফলেই এই ভাড়া বর্ধিত করা হয়েছে।অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের এখানে ভাড়া কম ইউ পি,গুজরাটে কুইন্টল প্রতি ভাড়া ২৫০ টাকা।সরকারি নির্দেশ অনুযায়ী এস‍্যোসিয়েশনের পক্ষ থেকে চলতি মাসের কুড়ি তারিখে হিমঘর এই বর্ধিত ভাড়া নির্ধারণ করা হয় যে আগামী মাসের ১ তারিখ থেকে এই বর্ধিত ভাড়া কার্যকর করা হবে।

wb_hgl_01_cold storage_copi_10007

B_1_লালমোহন মুখার্জী (প্রগতিশীল আলু ব‍্যবসায়ী সমিতির রাজ‍্য সম্পাদক )

B_2_তরুন কান্তি ঘোষ (হিমঘর এস‍্যোসিয়েশনের রাজ‍্য সভাপতি )Conclusion:
Last Updated : Aug 29, 2019, 5:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.