ETV Bharat / state

সিধু কানহোর মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, প্রতিবাদে জিটি রোড অবরোধ আদিবাসীদের - sidhu kanho statue

সিধু কানহোর মূর্তি ভাঙার প্রতিবাদে হুগলির পাণ্ডুয়ায় জিটি রোড অবরোধ করল আদিবাসী সম্প্রদায়ের মানুষ ৷

সিধু কানহোর মূর্তি ভাঙল দুষ্কৃতিরা, প্রতিবাদে জিটি রোড অবরোধ আদিবাসীদের
পাণ্ডুয়ায় সিধু কানহ মূর্তি ভাঙ্গাকে কেন্দ্র করে পথ অবরোধ
author img

By

Published : Aug 4, 2020, 1:40 PM IST

হুগলি, 4 অগাস্ট: রাতের অন্ধকারে সিধু কানহোর মূর্তির একাংশ ভেঙে পালাল দুষ্কৃতীরা ৷ এর প্রতিবাদে মঙ্গলবার সকালে হুগলির পাণ্ডুয়ার দেশবন্ধুর কাছের জিটি রোড অবরোধ করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ ৷ যার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে ৷ দোষীদের অবিলম্বে শাস্তির দাবি জানিয়েছেন অবরোধকারীরা ৷

জানা গেছে, সোমবার রাতে পাণ্ডুয়ার দেশবন্ধু এলাকায় সিধু কানহোর মূর্তির হাতের অস্ত্র ভেঙে দেয় দুষ্কৃতীরা ৷ মূর্তি ভাঙার পর নোংরা গামছা ও কাপড় চাপা দিয়ে পালিয়ে যায় তারা ৷ সকালে গামছা চাপা মূর্তি দেখে সন্দেহ হয় এলাকার মানুষের ৷ সরিয়ে দেখতেই তাঁরা বুঝতে পারেন কেউ বা কারা মূর্তি ভাঙার চেষ্টা করেছে ৷ মূর্তির হাতের অস্ত্র ভেঙে দেওয়া হয়েছে ৷ খবর পেয়ে এলাকার আদিবাসীরা জিটি রোড অবরোধ করেন ৷ এর জেরে সার দিয়ে দাঁড়িয়ে পড়ে গাড়ি ৷ ঘটনাস্থানে পৌঁছেছে পাণ্ডুয়া থানার পুলিশ ৷ দোষীদের অবিলম্বে শাস্তি না দিলে অবরোধ চলবে বলে জানিয়েছেন তাঁরা ৷

জিটি রোড অবরোধ
জিটি রোড অবরোধ

আদিবাসী সম্প্রদায়ের খোকন মান্ডি বলেন, "1855 সালে যে বিরসা মুন্ডা সিধু কানহো ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করে শহিদ হয়েছিলেন, সেই শহিদের মূর্তির উপর হামলা হয়েছে । প্রতিদিন এই বেদির উপর দুষ্কৃতীরা মদ ও গাঁজা খেয়ে নোংরামি করে । হয়তো কোনও রাজনৈতিক চাপে কাউকে কিছু বলা হয় না । গতকাল রাতে মূর্তির উপর হামলা হয়েছে । আমরা চাই, এর সঙ্গে যারা যুক্ত তাদের শাস্তি হোক । পুলিশ গ্রেপ্তার করতে না পারলে ঐতিহাসিক হুল আন্দোলন আবারও করা হবে ।"

সিধু কানহোর মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, প্রতিবাদে জিটি রোড অবরোধ আদিবাসীদের

আদিবাসী সম্প্রদায়ের অখিল ভারতী বিকাশ পরিষদের সহ সভাপতি মহাদেব মুর্মু বলেন, "ভারতবর্ষে প্রথম থেকে আদিবাসী সম্প্রদায় আছে, থাকবে । সেই সম্প্রদায়ের মানুষকে মানতে হবে । যেভাবে রাতের অন্ধকারে মূর্তির অস্ত্র ভেঙে নোংরা গামছা ও কাপড় চাপা দেওয়া হয়েছে তার তীব্র প্রতিবাদ করছি । শাস্তি না দিলে অবরোধ চলবে ।"

হুগলি, 4 অগাস্ট: রাতের অন্ধকারে সিধু কানহোর মূর্তির একাংশ ভেঙে পালাল দুষ্কৃতীরা ৷ এর প্রতিবাদে মঙ্গলবার সকালে হুগলির পাণ্ডুয়ার দেশবন্ধুর কাছের জিটি রোড অবরোধ করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ ৷ যার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে ৷ দোষীদের অবিলম্বে শাস্তির দাবি জানিয়েছেন অবরোধকারীরা ৷

জানা গেছে, সোমবার রাতে পাণ্ডুয়ার দেশবন্ধু এলাকায় সিধু কানহোর মূর্তির হাতের অস্ত্র ভেঙে দেয় দুষ্কৃতীরা ৷ মূর্তি ভাঙার পর নোংরা গামছা ও কাপড় চাপা দিয়ে পালিয়ে যায় তারা ৷ সকালে গামছা চাপা মূর্তি দেখে সন্দেহ হয় এলাকার মানুষের ৷ সরিয়ে দেখতেই তাঁরা বুঝতে পারেন কেউ বা কারা মূর্তি ভাঙার চেষ্টা করেছে ৷ মূর্তির হাতের অস্ত্র ভেঙে দেওয়া হয়েছে ৷ খবর পেয়ে এলাকার আদিবাসীরা জিটি রোড অবরোধ করেন ৷ এর জেরে সার দিয়ে দাঁড়িয়ে পড়ে গাড়ি ৷ ঘটনাস্থানে পৌঁছেছে পাণ্ডুয়া থানার পুলিশ ৷ দোষীদের অবিলম্বে শাস্তি না দিলে অবরোধ চলবে বলে জানিয়েছেন তাঁরা ৷

জিটি রোড অবরোধ
জিটি রোড অবরোধ

আদিবাসী সম্প্রদায়ের খোকন মান্ডি বলেন, "1855 সালে যে বিরসা মুন্ডা সিধু কানহো ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করে শহিদ হয়েছিলেন, সেই শহিদের মূর্তির উপর হামলা হয়েছে । প্রতিদিন এই বেদির উপর দুষ্কৃতীরা মদ ও গাঁজা খেয়ে নোংরামি করে । হয়তো কোনও রাজনৈতিক চাপে কাউকে কিছু বলা হয় না । গতকাল রাতে মূর্তির উপর হামলা হয়েছে । আমরা চাই, এর সঙ্গে যারা যুক্ত তাদের শাস্তি হোক । পুলিশ গ্রেপ্তার করতে না পারলে ঐতিহাসিক হুল আন্দোলন আবারও করা হবে ।"

সিধু কানহোর মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, প্রতিবাদে জিটি রোড অবরোধ আদিবাসীদের

আদিবাসী সম্প্রদায়ের অখিল ভারতী বিকাশ পরিষদের সহ সভাপতি মহাদেব মুর্মু বলেন, "ভারতবর্ষে প্রথম থেকে আদিবাসী সম্প্রদায় আছে, থাকবে । সেই সম্প্রদায়ের মানুষকে মানতে হবে । যেভাবে রাতের অন্ধকারে মূর্তির অস্ত্র ভেঙে নোংরা গামছা ও কাপড় চাপা দেওয়া হয়েছে তার তীব্র প্রতিবাদ করছি । শাস্তি না দিলে অবরোধ চলবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.