ETV Bharat / state

Children's Day : শিশু দিবসে পড়ুয়াদের দায়িত্ব নিল তৃণমূল ছাত্র পরিষদ - শিশু দিবস

14 নভেম্বর শিশু দিবস । এই দিনকে সামনে রেখে গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে 9 পড়ুয়ার সমস্ত দায়ভার নেওয়া হল ৷

Children's Day
শিশু দিবসে পড়ুয়াদের দায়িত্ব নিল তৃণমূল ছাত্র পরিষদ
author img

By

Published : Nov 14, 2021, 9:50 PM IST

Updated : Nov 14, 2021, 10:13 PM IST

গোঘাট, 14 নভেম্বর : আজকের ছোট পড়ুয়ারাই আগামিদিনের ভবিষ্যৎ। তারাই আগামিদিনে এগিয়ে নিয়ে যাবে দেশকে ৷ কিন্তু উপযুক্ত পরিবেশ এবং সঠিক শিক্ষার অভাবে অনেক সময়ই নষ্ট হয়ে যায় বহু পড়ুয়ার উজ্জ্বল ভবিষ্যৎ। অনেক শিশুই হয়ে পড়ে অভিভাবকহীন ৷ কিন্তু সমাজের স্বার্থে এই পড়ুয়াদের দায়িত্ব নেওয়া উচিত সমাজেরই ৷ এই সংকল্প নিয়ে শিশু দিবসের দিন করোনায় পিতৃহারা পড়ুয়াদের পড়াশোনার সমস্ত দায়ভার নিল গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ। এর মূল উদ্যোক্তা তৃণমূল ছাত্র পরিষদ নেতা সৈয়দ আশিক হোসেন ।

আরও পড়ুন : Indian Railways : আগামী সাতদিন ছ’ঘণ্টা করে বন্ধ থাকবে রেলের আসন সংরক্ষণ ব্যবস্থা

শিশু দিবসে পড়ুয়াদের দায়িত্ব নিল তৃণমূল ছাত্র পরিষদ

রবিবার গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে 7টি পরিবারের 9 পড়ুয়ার সমস্ত দায়ভার নেওয়া হল। জানা গিয়েছে, করোনায় মারা গিয়েছেন গোঘাটের শাওড়া পঞ্চায়েতের বেলেকুশমা এলাকার অভিজিৎ রায়, ধুলেপুরের পঙ্কজ গঙ্গোপাধ্যায়, পূর্ব অমরপুরের দীনবন্ধু সরকার, গোঘাট গ্রাম পঞ্চায়েতের সঞ্জয়কুমার জালাল। বাড়ির একমাত্র উপার্জনশীল মানুষ এভাবে অকালে মারা যাওয়ায় ছেলেমেয়েদের পড়াশোনা নিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন এই পরিবারগুলির সদস্যরা ৷ এই পড়ুয়াদেরই এদিন দায়িত্ব নিল স্থানীয় তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব ৷

এই উদ্যোগে খুশি পড়ুয়াদের পরিবারবর্গ ৷

গোঘাট, 14 নভেম্বর : আজকের ছোট পড়ুয়ারাই আগামিদিনের ভবিষ্যৎ। তারাই আগামিদিনে এগিয়ে নিয়ে যাবে দেশকে ৷ কিন্তু উপযুক্ত পরিবেশ এবং সঠিক শিক্ষার অভাবে অনেক সময়ই নষ্ট হয়ে যায় বহু পড়ুয়ার উজ্জ্বল ভবিষ্যৎ। অনেক শিশুই হয়ে পড়ে অভিভাবকহীন ৷ কিন্তু সমাজের স্বার্থে এই পড়ুয়াদের দায়িত্ব নেওয়া উচিত সমাজেরই ৷ এই সংকল্প নিয়ে শিশু দিবসের দিন করোনায় পিতৃহারা পড়ুয়াদের পড়াশোনার সমস্ত দায়ভার নিল গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ। এর মূল উদ্যোক্তা তৃণমূল ছাত্র পরিষদ নেতা সৈয়দ আশিক হোসেন ।

আরও পড়ুন : Indian Railways : আগামী সাতদিন ছ’ঘণ্টা করে বন্ধ থাকবে রেলের আসন সংরক্ষণ ব্যবস্থা

শিশু দিবসে পড়ুয়াদের দায়িত্ব নিল তৃণমূল ছাত্র পরিষদ

রবিবার গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে 7টি পরিবারের 9 পড়ুয়ার সমস্ত দায়ভার নেওয়া হল। জানা গিয়েছে, করোনায় মারা গিয়েছেন গোঘাটের শাওড়া পঞ্চায়েতের বেলেকুশমা এলাকার অভিজিৎ রায়, ধুলেপুরের পঙ্কজ গঙ্গোপাধ্যায়, পূর্ব অমরপুরের দীনবন্ধু সরকার, গোঘাট গ্রাম পঞ্চায়েতের সঞ্জয়কুমার জালাল। বাড়ির একমাত্র উপার্জনশীল মানুষ এভাবে অকালে মারা যাওয়ায় ছেলেমেয়েদের পড়াশোনা নিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন এই পরিবারগুলির সদস্যরা ৷ এই পড়ুয়াদেরই এদিন দায়িত্ব নিল স্থানীয় তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব ৷

এই উদ্যোগে খুশি পড়ুয়াদের পরিবারবর্গ ৷

Last Updated : Nov 14, 2021, 10:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.