ETV Bharat / state

পোস্টার নিয়ে বচসা, TMCP-ABVP সংঘর্ষে তপ্ত চন্দননগর কলেজ

ছাত্র সংঘর্ষে অশান্ত চন্দননগর গভর্নমেন্ট কলেজ ৷

TMCP-ABVP সংঘর্ষে তপ্ত চন্দননগর কলেজ
author img

By

Published : Aug 27, 2019, 4:11 AM IST

Updated : Aug 27, 2019, 4:49 AM IST

হুগলি, 27 অগাস্ট : TMCP-ABVP সংঘর্ষে উত্তপ্ত চন্দননগর গভর্নমেন্ট কলেজ ৷ ছাত্র সংঘর্ষে আহত দুই পক্ষের ৬জন । তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পোস্টার লাগানোকে কেন্দ্র করে বিবাদ গড়ায় হাতাহাতিতে ৷ তৃণমূলের তরফে অভিযোগ করা হয় ছাত্রী হেনস্থার ৷ ABVP যদিও তা অস্বীকার করে জানায়, মারধর করা হয়েছে তাদের সমর্থককেই ৷

ABVP-এর সমর্থক এক ছাত্রকে গুরুতর আহত অবস্থায় চন্দননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় । বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। আহত ছাত্রের নাম তনয় সাঁতরা। ABVP-র অভিযোগ, কলেজের বেশ কিছু দাবি নিয়ে অধ্যক্ষের কাছে যাওয়ার সময় অতর্কিতে হামলা চালায় TMCP-র ছাত্ররা। তিন ABVP সমর্থককে বাঁশ,ইট দিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ ৷ ABVP-র দাবি, কলেজের মধ্যে কোনও রাজনৈতিক পোস্টার,ব্যানার লাগানো যাবে না, এমন নির্দেশিকা জারি করেছিলেন অধ্যক্ষ। সেই নির্দেশিকাকে অমান্য করে TMCP-র ছাত্র ইউনিট কলেজের ভিতরে প্রতিষ্ঠা দিবসের পোস্টার লাগায়।এই ঘটনার প্রতিবাদ করাতেই ABVP সমর্থকদের উপর হামলা চলে বলে অভিযোগ ৷

TMCP-র দাবি, ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণ করেছিল ABVP ৷ প্রতিবাদ করায় হামলা চালিয়েছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সমর্থক ছাত্ররাই ৷ এর পাল্টা ABVP নেতা রাজীব ঘরামি বলেন, ''আমাদের কিছু দাবিদাওয়া নিয়ে অধ্যক্ষের সঙ্গে কথা বলতে যাচ্ছিলাম । TMCP তাই আমাদের মারধর করেছে । অধ্যক্ষ আগেই বলেছিলেন, রাজনৈতিক পতাকা ও পোস্টার লাগানো যাবে না কলেজে। তা সত্ত্বেও তৃণমূল ছাত্র সংগঠন পোস্টার লাগায় ৷ প্রতিবাদ করায় আমাদের সমর্থক ছাত্র নেতা তনয়কে মারধর করা হয়েছে ৷''

TMCP জেলা সভাপতি গোপাল রায়ের বক্তব্য, '' তৃণমূল ছাত্র পরিষদের কোন যোগ নেই এই বিবাদে ৷ CCTV ক্যামেরা দেখলে বোঝা যাবে সেটি । ABVP সদস্য তনয় সাঁতরা কলেজের এক ছাত্রীর হাত ধরে টেনেছিল ৷ ওকে হুমকি দিয়ে বলেছিল, TMCP ছাত্র পরিষদ করছিস কেন ? ABVP করতে হবে আমাদের সঙ্গে। তুলে নিয়ে যাওয়ার ভয়ও দেখিয়েছিল। আমাদের সভাপতি বাপি প্রতিবাদ করতেই বহিরাগতরা তাঁকে বাঁশ লাঠি দিয়ে মারধর করেছে।''

হুগলি, 27 অগাস্ট : TMCP-ABVP সংঘর্ষে উত্তপ্ত চন্দননগর গভর্নমেন্ট কলেজ ৷ ছাত্র সংঘর্ষে আহত দুই পক্ষের ৬জন । তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পোস্টার লাগানোকে কেন্দ্র করে বিবাদ গড়ায় হাতাহাতিতে ৷ তৃণমূলের তরফে অভিযোগ করা হয় ছাত্রী হেনস্থার ৷ ABVP যদিও তা অস্বীকার করে জানায়, মারধর করা হয়েছে তাদের সমর্থককেই ৷

ABVP-এর সমর্থক এক ছাত্রকে গুরুতর আহত অবস্থায় চন্দননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় । বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। আহত ছাত্রের নাম তনয় সাঁতরা। ABVP-র অভিযোগ, কলেজের বেশ কিছু দাবি নিয়ে অধ্যক্ষের কাছে যাওয়ার সময় অতর্কিতে হামলা চালায় TMCP-র ছাত্ররা। তিন ABVP সমর্থককে বাঁশ,ইট দিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ ৷ ABVP-র দাবি, কলেজের মধ্যে কোনও রাজনৈতিক পোস্টার,ব্যানার লাগানো যাবে না, এমন নির্দেশিকা জারি করেছিলেন অধ্যক্ষ। সেই নির্দেশিকাকে অমান্য করে TMCP-র ছাত্র ইউনিট কলেজের ভিতরে প্রতিষ্ঠা দিবসের পোস্টার লাগায়।এই ঘটনার প্রতিবাদ করাতেই ABVP সমর্থকদের উপর হামলা চলে বলে অভিযোগ ৷

TMCP-র দাবি, ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণ করেছিল ABVP ৷ প্রতিবাদ করায় হামলা চালিয়েছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সমর্থক ছাত্ররাই ৷ এর পাল্টা ABVP নেতা রাজীব ঘরামি বলেন, ''আমাদের কিছু দাবিদাওয়া নিয়ে অধ্যক্ষের সঙ্গে কথা বলতে যাচ্ছিলাম । TMCP তাই আমাদের মারধর করেছে । অধ্যক্ষ আগেই বলেছিলেন, রাজনৈতিক পতাকা ও পোস্টার লাগানো যাবে না কলেজে। তা সত্ত্বেও তৃণমূল ছাত্র সংগঠন পোস্টার লাগায় ৷ প্রতিবাদ করায় আমাদের সমর্থক ছাত্র নেতা তনয়কে মারধর করা হয়েছে ৷''

TMCP জেলা সভাপতি গোপাল রায়ের বক্তব্য, '' তৃণমূল ছাত্র পরিষদের কোন যোগ নেই এই বিবাদে ৷ CCTV ক্যামেরা দেখলে বোঝা যাবে সেটি । ABVP সদস্য তনয় সাঁতরা কলেজের এক ছাত্রীর হাত ধরে টেনেছিল ৷ ওকে হুমকি দিয়ে বলেছিল, TMCP ছাত্র পরিষদ করছিস কেন ? ABVP করতে হবে আমাদের সঙ্গে। তুলে নিয়ে যাওয়ার ভয়ও দেখিয়েছিল। আমাদের সভাপতি বাপি প্রতিবাদ করতেই বহিরাগতরা তাঁকে বাঁশ লাঠি দিয়ে মারধর করেছে।''

Intro:তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পোস্টার লাগানকে কেন্দ্র করে চন্দননগর গভর্মেন্ট কলেজের ধূমধুমার।কলেজ কম্পাউন্ড চত্ত্বরে টিএমসিপি ও এবিভিপি মধ্যে সংঘর্ষ।ঘটনায় আহত দুই পক্ষের ৬জন।এবিভিপির ১ ছাত্র কে গুরুতর আহত অবস্থায় চন্দননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।গুরুতর আহত ওই ছাত্রের নাম তনয় সাঁতরা।এবিভিপির অভিযোগ কলেজের বেশ কিছু দাবি নিয়ে প্রিন্সিপালের কাছে যাওয়ার সময় অতর্কিতে হামলা চালায় টিএমসিপির ছাত্ররা।আমাদের তিন ছাত্র কে বাঁশ,ইট দিয়ে বেধরক মারধর করে।আমাদের দাবি কলেজের মধ্যে কোন রকম রাজনৈতিক পোষ্টার,ব্যানার না লাগানোর নির্দেশিকা জারি করেছিল প্রিন্সিপাল।সেই নির্দেশিকা কে অমান্য করে টিএমসিপির ছাত্র ইউনিট কলেজের ভিতরে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের পোষ্টার লাগায়।এই ঘটনার প্রতিবাদ করাতেই আমাদের উপর হামলা চালায় ওরা।যদিও টিএমসিপির দাবি ওরা আমাদের মেয়েদের হাত ধরে টানে ও অভব্য আচরন করে।আমরা এর প্রতিবাদ করলে আমাদের উপরই হামলা করে এবিভিপির ছাত্ররা।
ABVP নেতা রাজীবের ঘরামী বলেন আমাদের কিছু দাবি দাওয়া নিয়ে প্রিন্সিপালের সঙ্গে কথা বলতে গেলে । TMCP জনা 20 কার্যকর্তা রা আমাদের মারধর করে।এর আগে AVBP পতাকা লাগানোর জন্য প্রিন্সিপাল খুলে দেয়।বলা হয় কোন রাজনৈতিক ফ্ল্যাগ ও পোস্টার লাগানো যাবে না।তাসত্বেও এসব করার প্রতিবাদ করায় আমাদের তনয় কে বেধড়ক মারধর করেছে।।
TMCP জেলা সভাপতি গোপাল রায়ের বক্তব্য এর সঙ্গে তৃণমূল ছাত্রবপরিষদের কোন যোগ নেই।CCTV ক্যামেরা দেখলে বুঝতে পারবে।ABVP এক সদস্য তনয় সাঁতরা কলেজের একটি ছাত্রীকে হাত ধরে TMCP ছাত্র পরিষদ করছিস কেন।ABVP করতে হবে আমাদের সঙ্গে।এবং তুলে নিয়ে যাওয়ার ভয় দেখায়।আমাদের সভাপতি বাপি প্রতিবাদ করতেই বহিরাগতরা তাকে বাঁশ লাঠি দিয়ে মারধর করে।সাধারণ ছাত্র ছাত্রী ক্ষোভে ফেটে পড়ে।Body:WB_HGL_CHANDANNAGAR COLLAGE STUDENT CLASH_7203418Conclusion:
Last Updated : Aug 27, 2019, 4:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.