হুগলি, 27 অগাস্ট : TMCP-ABVP সংঘর্ষে উত্তপ্ত চন্দননগর গভর্নমেন্ট কলেজ ৷ ছাত্র সংঘর্ষে আহত দুই পক্ষের ৬জন । তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পোস্টার লাগানোকে কেন্দ্র করে বিবাদ গড়ায় হাতাহাতিতে ৷ তৃণমূলের তরফে অভিযোগ করা হয় ছাত্রী হেনস্থার ৷ ABVP যদিও তা অস্বীকার করে জানায়, মারধর করা হয়েছে তাদের সমর্থককেই ৷
ABVP-এর সমর্থক এক ছাত্রকে গুরুতর আহত অবস্থায় চন্দননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় । বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। আহত ছাত্রের নাম তনয় সাঁতরা। ABVP-র অভিযোগ, কলেজের বেশ কিছু দাবি নিয়ে অধ্যক্ষের কাছে যাওয়ার সময় অতর্কিতে হামলা চালায় TMCP-র ছাত্ররা। তিন ABVP সমর্থককে বাঁশ,ইট দিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ ৷ ABVP-র দাবি, কলেজের মধ্যে কোনও রাজনৈতিক পোস্টার,ব্যানার লাগানো যাবে না, এমন নির্দেশিকা জারি করেছিলেন অধ্যক্ষ। সেই নির্দেশিকাকে অমান্য করে TMCP-র ছাত্র ইউনিট কলেজের ভিতরে প্রতিষ্ঠা দিবসের পোস্টার লাগায়।এই ঘটনার প্রতিবাদ করাতেই ABVP সমর্থকদের উপর হামলা চলে বলে অভিযোগ ৷
TMCP-র দাবি, ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণ করেছিল ABVP ৷ প্রতিবাদ করায় হামলা চালিয়েছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সমর্থক ছাত্ররাই ৷ এর পাল্টা ABVP নেতা রাজীব ঘরামি বলেন, ''আমাদের কিছু দাবিদাওয়া নিয়ে অধ্যক্ষের সঙ্গে কথা বলতে যাচ্ছিলাম । TMCP তাই আমাদের মারধর করেছে । অধ্যক্ষ আগেই বলেছিলেন, রাজনৈতিক পতাকা ও পোস্টার লাগানো যাবে না কলেজে। তা সত্ত্বেও তৃণমূল ছাত্র সংগঠন পোস্টার লাগায় ৷ প্রতিবাদ করায় আমাদের সমর্থক ছাত্র নেতা তনয়কে মারধর করা হয়েছে ৷''
TMCP জেলা সভাপতি গোপাল রায়ের বক্তব্য, '' তৃণমূল ছাত্র পরিষদের কোন যোগ নেই এই বিবাদে ৷ CCTV ক্যামেরা দেখলে বোঝা যাবে সেটি । ABVP সদস্য তনয় সাঁতরা কলেজের এক ছাত্রীর হাত ধরে টেনেছিল ৷ ওকে হুমকি দিয়ে বলেছিল, TMCP ছাত্র পরিষদ করছিস কেন ? ABVP করতে হবে আমাদের সঙ্গে। তুলে নিয়ে যাওয়ার ভয়ও দেখিয়েছিল। আমাদের সভাপতি বাপি প্রতিবাদ করতেই বহিরাগতরা তাঁকে বাঁশ লাঠি দিয়ে মারধর করেছে।''