ETV Bharat / state

বাঁধার সময় ফাটল বোমা, আহত 4 তৃণমূল কর্মী - hooghly news

বোমা ফেটে আহত চার তৃণমূল কর্মী ৷ অভিযোগ, তারা বোমা বাঁধছিল ৷ সেই সময় ফেটে যায় কয়েকটি বোমা ৷ আহত হয় তারা ৷

arrested
আহতরা
author img

By

Published : Feb 21, 2020, 6:20 AM IST

হুগলি, 21 ফেব্রুয়ারি : বোমা ফেটে আহত চার তৃণমূল কর্মী ৷ অভিযোগ, বোমা বাঁধার সময় তা ফেটে আহত হয় তারা ৷ বুধবার রাতে হুগলির খানাকুলের হায়াতপুর এলাকায় ঘটনাটি ঘটে । আহতদের প্রত্যেকের বাড়িই ওই এলাকাতেই ৷ গ্রেপ্তার আহত তিন যুবক । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

অভিযোগ, এলাকার তৃণমূল কর্মী রূপকুমার মণ্ডল, গোপাল পোল্লে ও হারু হাজরা এবং আরও এক তৃণমূল কর্মী রাতের অন্ধকারে বোমা তৈরি করছিল ৷ সেই সময় হঠাৎই ফেটে যায় কয়েকটি বোমা ৷ আহত হয় ওই চার তৃণমূল কর্মী । তবে চতুর্থ তৃণমূল কর্মীর নাম জানা যায়নি । ঘটনার পরেই এলাকার BJP কর্মীরা আহতদের ঘিরে ধরে মারধর করে । ঘটনাস্থানে আসে পুলিশ ৷ আহতদের উদ্ধার করে প্রথমে খানাকুল গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয় ৷ পরে অবস্থার অবনতি হলে ওই দিন রাতেই আরামবাগ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ আহতরা প্রত্যেকেই এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মী বলে পরিচিত । পরিবারের তরফেও স্বীকার করা হয়েছে তারা তৃণমূল কর্মী ৷ ঘটনায় পুলিশ আহত তিনজনকে গ্রেপ্তার করে । রূপকুমারের মা অসীমা মণ্ডল বলেন, "আমার ছেলে ও আরও তিনজনে ওখানে বোমা বাঁধছিল । রাতের দিকে খবর পাই যে বোমা ফেটে গিয়ে ওরা জখম হয়েছে । আমরা তৃণমূল করি । আর এই ঘটনার পরে এলাকার BJP কর্মীরা ওদের তিনজনকে মারধর করে ।"

তবে বোমা বাঁধার কথা অস্বীকার করেছে রূপকুমার ৷ সে বলে, "আমারা বোমা বাঁধিনি ৷ বোমা বাঁধা কী করে হয় তা দেখতে গেছিলাম ৷ যারা বোমা বাঁধছিল তাদের হয়ত কোনও ভুল হয় ৷ এরপরই বোমা ফেটে আহত হই আমরা ৷" আরামবাগ BJP-র জেলা সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ বলেন, "সামনেই পৌরভোট । আর তাতে লড়াই করার জন্য তৃণমূল এখন থেকে এইভাবে বোমা তৈরি করে মজুত করতে শুরু করেছে । কিন্তু পাপ ঢাকা থাকে না । ফেটে গিয়ে ওদের পর্দা ফাঁস হয়ে গেল । ওরা তো এলাকায় সক্রিয়ভাবেই তৃণমূল করে । আর নেতারা ওদের দিয়ে এইভাবেই বোমা বাঁধায় । ঘটনার পর গ্রামবাসীরাই আর সহ্য করেননি । গ্রামবাসীদের সঙ্গে আমাদের কর্মীরাও এক হয়ে ওদের ঘিরে ফেলে। মারধর করেছে । পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ওদের । আমরা অভিযোগ করেছি ।"

যদিও তৃণমূলের তরফে খানাকুল ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দুখীরাম দোলুই বলেন, "আমি বিষয়টি জানিই না । ওরা তৃণমূল, BJP না কি অন্য কোনও রাজনৈতিক দলের কর্মী তাও জানি না ৷ খোঁজ নিতে হবে ৷ যারা অন্যায় করবে তারা শাস্তি পাবে । আইন আইনের পথেই চলবে । দল কখনওই কাউকে এসব করতে বলে না ।" আরামবাগের SDPO নির্মল কুমার দাস বলেন, "ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ।"

হুগলি, 21 ফেব্রুয়ারি : বোমা ফেটে আহত চার তৃণমূল কর্মী ৷ অভিযোগ, বোমা বাঁধার সময় তা ফেটে আহত হয় তারা ৷ বুধবার রাতে হুগলির খানাকুলের হায়াতপুর এলাকায় ঘটনাটি ঘটে । আহতদের প্রত্যেকের বাড়িই ওই এলাকাতেই ৷ গ্রেপ্তার আহত তিন যুবক । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

অভিযোগ, এলাকার তৃণমূল কর্মী রূপকুমার মণ্ডল, গোপাল পোল্লে ও হারু হাজরা এবং আরও এক তৃণমূল কর্মী রাতের অন্ধকারে বোমা তৈরি করছিল ৷ সেই সময় হঠাৎই ফেটে যায় কয়েকটি বোমা ৷ আহত হয় ওই চার তৃণমূল কর্মী । তবে চতুর্থ তৃণমূল কর্মীর নাম জানা যায়নি । ঘটনার পরেই এলাকার BJP কর্মীরা আহতদের ঘিরে ধরে মারধর করে । ঘটনাস্থানে আসে পুলিশ ৷ আহতদের উদ্ধার করে প্রথমে খানাকুল গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয় ৷ পরে অবস্থার অবনতি হলে ওই দিন রাতেই আরামবাগ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ আহতরা প্রত্যেকেই এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মী বলে পরিচিত । পরিবারের তরফেও স্বীকার করা হয়েছে তারা তৃণমূল কর্মী ৷ ঘটনায় পুলিশ আহত তিনজনকে গ্রেপ্তার করে । রূপকুমারের মা অসীমা মণ্ডল বলেন, "আমার ছেলে ও আরও তিনজনে ওখানে বোমা বাঁধছিল । রাতের দিকে খবর পাই যে বোমা ফেটে গিয়ে ওরা জখম হয়েছে । আমরা তৃণমূল করি । আর এই ঘটনার পরে এলাকার BJP কর্মীরা ওদের তিনজনকে মারধর করে ।"

তবে বোমা বাঁধার কথা অস্বীকার করেছে রূপকুমার ৷ সে বলে, "আমারা বোমা বাঁধিনি ৷ বোমা বাঁধা কী করে হয় তা দেখতে গেছিলাম ৷ যারা বোমা বাঁধছিল তাদের হয়ত কোনও ভুল হয় ৷ এরপরই বোমা ফেটে আহত হই আমরা ৷" আরামবাগ BJP-র জেলা সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ বলেন, "সামনেই পৌরভোট । আর তাতে লড়াই করার জন্য তৃণমূল এখন থেকে এইভাবে বোমা তৈরি করে মজুত করতে শুরু করেছে । কিন্তু পাপ ঢাকা থাকে না । ফেটে গিয়ে ওদের পর্দা ফাঁস হয়ে গেল । ওরা তো এলাকায় সক্রিয়ভাবেই তৃণমূল করে । আর নেতারা ওদের দিয়ে এইভাবেই বোমা বাঁধায় । ঘটনার পর গ্রামবাসীরাই আর সহ্য করেননি । গ্রামবাসীদের সঙ্গে আমাদের কর্মীরাও এক হয়ে ওদের ঘিরে ফেলে। মারধর করেছে । পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ওদের । আমরা অভিযোগ করেছি ।"

যদিও তৃণমূলের তরফে খানাকুল ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দুখীরাম দোলুই বলেন, "আমি বিষয়টি জানিই না । ওরা তৃণমূল, BJP না কি অন্য কোনও রাজনৈতিক দলের কর্মী তাও জানি না ৷ খোঁজ নিতে হবে ৷ যারা অন্যায় করবে তারা শাস্তি পাবে । আইন আইনের পথেই চলবে । দল কখনওই কাউকে এসব করতে বলে না ।" আরামবাগের SDPO নির্মল কুমার দাস বলেন, "ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.