ETV Bharat / state

গোঘাটে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন, আটক 6 BJP কর্মী - TMC

তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে । হুগলির গোঘাট থানার নকুণ্ডা পঞ্চায়েত এলাকার ঘটনা ।

লালচাঁদ বাগ
author img

By

Published : Jul 23, 2019, 11:15 AM IST

Updated : Jul 23, 2019, 2:26 PM IST

গোঘাট, 23 জুলাই : হুগলির গোঘাট থানার নকুণ্ডা পঞ্চায়েত এলাকায় এক তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন । অভিযোগ BJP-র বিরুদ্ধে ৷ মৃত তৃণমূল কর্মীর নাম লালচাঁদ বাগ( ৩০)
৷ এই ঘটনায় 6 BJP কর্মীকে আটক করেছে পুলিশ ৷

গতরাতে বাড়ি ফিরছিলেন লালচাঁদ ৷ অভিযোগ, সেইসময় স্থানীয় BJP কর্মীরা তাঁকে রাস্তা থেকে টেনে নিয়ে গিয়ে একটি গোয়ালঘরে ঢুকিয়ে মারধর করে ৷ এরপর তারা তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় রাস্তায় ফেলে পালিয়ে যায় ৷ কিছুক্ষণ পর তাঁকে রাস্তায় পড়ে থাকতে দেখেন স্থানীয় এক তৃণমূল কর্মী । তিনিই তাঁর বাড়িতে খবর দেন । এরপর স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাঁকে উদ্ধার করে আরামবাগ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ লালচাঁদ ও তার তিন ভাই ২১ জুলাই তৃণমূলের শহিদ সভায় গেছিলেন । অভিযোগ, সেকারণেই এভাবে খুন হতে হল তাঁকে ৷

ভিডিয়োয় শুনুন মৃতের স্ত্রী রিনা বাগের বক্তব্য

মৃতের স্ত্রী রিনা বাগ বলেন, "আমার স্বামী কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শহিদ সভায় যোগ দিতে গেছিল ৷ এরপর থেকেই ওকে হুমকি দিতে শুরু করে স্থানীয় BJP কর্মীরা ৷ গতরাতে ওরা আমার স্বামীকে তুলে নিয়ে গিয়ে খুন করেছে ৷ ওরা সবাই আগে CPI(M) করত এখন BJP করে ।"

গোঘাট ব্লক তৃণমূল সভাপতি নারায়ণ পাঁজা বলেন, "21 জুলাই কলকাতায় তৃণমূলের শহিদ দিবস থেকে ফেরার পরই লালচাঁদের বাড়িতে বোমা ছোড়া হয় ৷ তাকে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয় । গতরাতে এলাকার একটি দোকান থেকে ফেরার পথে তাকে বেধড়ক মারধর করে BJP আশ্রিত দুষ্কৃতীরা । যার জেরে তাঁর মৃত্যু হয় ৷ যারা এই ঘটনা ঘটিয়েছে তারা আগে CPI(M)-এর হার্মাদ ছিল ৷ এখন জামা বদলে BJP করছে ।"


BJP-র আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ বলেন, "এই ঘটনার সাথে BJP-র কোনও সম্পর্ক নেই । তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই ঘটনা ঘটেছে । এর আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফলে অনেক খুন হয়েছে । BJP-র শক্তি বৃদ্ধির জন্য BJP-কে বদনাম করার চক্রান্ত করা হচ্ছে । যেখানে সাড়ে দশটায় মারধর করা হয়েছে সেখানে বারোটায় কেন হাসপাতালে নিয়ে আসা হল? নিরপেক্ষ তদন্ত হোক । মিথ্যে কেসে BJP-কে যেন না ফাঁসানো হয় । এই হত্যার ঘটনায় ভারতীয় জনতা পার্টির কোনও সম্পর্ক নেই ।"

গোঘাট, 23 জুলাই : হুগলির গোঘাট থানার নকুণ্ডা পঞ্চায়েত এলাকায় এক তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন । অভিযোগ BJP-র বিরুদ্ধে ৷ মৃত তৃণমূল কর্মীর নাম লালচাঁদ বাগ( ৩০)
৷ এই ঘটনায় 6 BJP কর্মীকে আটক করেছে পুলিশ ৷

গতরাতে বাড়ি ফিরছিলেন লালচাঁদ ৷ অভিযোগ, সেইসময় স্থানীয় BJP কর্মীরা তাঁকে রাস্তা থেকে টেনে নিয়ে গিয়ে একটি গোয়ালঘরে ঢুকিয়ে মারধর করে ৷ এরপর তারা তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় রাস্তায় ফেলে পালিয়ে যায় ৷ কিছুক্ষণ পর তাঁকে রাস্তায় পড়ে থাকতে দেখেন স্থানীয় এক তৃণমূল কর্মী । তিনিই তাঁর বাড়িতে খবর দেন । এরপর স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাঁকে উদ্ধার করে আরামবাগ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ লালচাঁদ ও তার তিন ভাই ২১ জুলাই তৃণমূলের শহিদ সভায় গেছিলেন । অভিযোগ, সেকারণেই এভাবে খুন হতে হল তাঁকে ৷

ভিডিয়োয় শুনুন মৃতের স্ত্রী রিনা বাগের বক্তব্য

মৃতের স্ত্রী রিনা বাগ বলেন, "আমার স্বামী কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শহিদ সভায় যোগ দিতে গেছিল ৷ এরপর থেকেই ওকে হুমকি দিতে শুরু করে স্থানীয় BJP কর্মীরা ৷ গতরাতে ওরা আমার স্বামীকে তুলে নিয়ে গিয়ে খুন করেছে ৷ ওরা সবাই আগে CPI(M) করত এখন BJP করে ।"

গোঘাট ব্লক তৃণমূল সভাপতি নারায়ণ পাঁজা বলেন, "21 জুলাই কলকাতায় তৃণমূলের শহিদ দিবস থেকে ফেরার পরই লালচাঁদের বাড়িতে বোমা ছোড়া হয় ৷ তাকে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয় । গতরাতে এলাকার একটি দোকান থেকে ফেরার পথে তাকে বেধড়ক মারধর করে BJP আশ্রিত দুষ্কৃতীরা । যার জেরে তাঁর মৃত্যু হয় ৷ যারা এই ঘটনা ঘটিয়েছে তারা আগে CPI(M)-এর হার্মাদ ছিল ৷ এখন জামা বদলে BJP করছে ।"


BJP-র আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ বলেন, "এই ঘটনার সাথে BJP-র কোনও সম্পর্ক নেই । তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই ঘটনা ঘটেছে । এর আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফলে অনেক খুন হয়েছে । BJP-র শক্তি বৃদ্ধির জন্য BJP-কে বদনাম করার চক্রান্ত করা হচ্ছে । যেখানে সাড়ে দশটায় মারধর করা হয়েছে সেখানে বারোটায় কেন হাসপাতালে নিয়ে আসা হল? নিরপেক্ষ তদন্ত হোক । মিথ্যে কেসে BJP-কে যেন না ফাঁসানো হয় । এই হত্যার ঘটনায় ভারতীয় জনতা পার্টির কোনও সম্পর্ক নেই ।"

Intro:Body:তৃনমূল কর্মিকে পিটিয়ে মারার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে। ঘটনা হুগলীর গোঘাট থানার নকুন্ডা পঞ্চায়েত এলাকার।অভিযোগ অস্বীকার বিজেপির।

মৃত তৃণমুল কর্মীর নাম লালচাঁদ বাগ( ৩০)
অভিযোগ সোমবার রাত প্রায় এগার টা নাগাদ বাড়ি ফেরার পথে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাকে রাস্তা থেকেই টেনে নিয়ে গিয়ে একটি গোয়াল ঘরে ঢুকিয়ে অমানবিক ও নৃশংস ভাবে মারধোর করে। সংজ্ঞাহীন অবস্থায় তাকে রাস্তায় ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। সংজ্ঞাহীন অবস্থাতেই পড়ে থাকতে দেখেন স্থানীয় এক তৃণমূল কর্মী।তিনিই বাড়িতে খবর দেন। স্থানীয় বাসিন্দারাই তাকে উদ্ধার করে আরামবাগ হাসপাতালে নিয়ে আসে। সেখানেই তার মৃত্যু হয়।

অভিযোগ যে লাল চাঁদ ও তার তিন ভাই ২১ জুলাই সভায় গিয়েছিলেন। আর সেই অপরাধেই স্থানীয় বিজেপির বেশ কিছু কর্মী তাকে পিটিয়ে খুন করে।
এদিন সন্ধায় লালচাঁদ গ্রামেরই এক যুবক তথা তৃণমূল কর্মী মমতাজুল ইসলামের দোকানে গিয়েছিলেন। দোকান বন্ধ করার পর রাতে তিনি বাড়ি ফিরছিলেন।তখনই এই ঘটনা ঘটে। খবর পেয়েই তৃণমূলের নেতারাও আরামবাগে আসেন। এই ঘটনার তীব্র নিন্দা করে শাস্তির দাবি জানান তারা।

মৃতের স্ত্রী রিনা বাগ বলেন আমার স্বামী কোলকাতায় সভায় গিয়েছিল বলে হুমকি দিয়েছিল।গত কাল রাতে এলাকার বেশ কয়েক জন লোক স্বামীকে তুলে নিয়ে গিয়ে মেরে দিয়েছে।এরা সবাই আগে সিপিএম করতো এখন বিজেপি করে।

গোঘাট ব্লক তৃণমূল সভাপতি নারায়ণ পাঁজা বলেন ২১ জুলাই কোলকাতায় শহীদ দিবস থেকে ফেরার পরই লালচাঁদের বাড়িতে বোম মারা হয়েছিল।এবং তাকে হুমকি দেওয়া হয়েছিল।গত কাল রাত দশটা নাগাদ এলাকার একটি দোকান থেকে ফেরার পথে তাকে বেধড়ক মারধোর করা হয়।হাসপাতালে নিয়ে আসা হলে তাকে মৃত ঘোষণা করা হয়।যারা এই ঘটনা ঘটিয়েছে তারা আগে সিপিএমের হার্মাদ ছিল এখন জামা বদলে বিজেপি করছে।

বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ বলেন এই ঘটনার সাথে বিজেপির কোনো সম্পর্ক নেই।এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের ফলে এই ঘটনা।এর আগেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দে ফলে অনেক মার্ডার হয়েছে।বিজেপির শক্তি বৃদ্ধির জন্য বিজেপিকে বদনাম করার চক্রান্ত।সন্দেহ হচ্ছে যে যেখানে সাড়ে দশটায় মারধোর করা হয়েছে সেখানে বারোটায় কেন হাসপাতালে নিয়ে আসা হলো?নিরপেক্ষ তদন্ত হোক।মিথ্যে কেসে বিজেপি কে যেন না ফাঁসানো হয়।এই হত্যার ঘটনায় ভারতীয় জনতা পার্টির কোনো সম্পর্ক নেই।

wb_hgl_01_goghat_murdar_vis_10007

B_1_রীনা বাগ(মৃত তৃণমূল কর্মীর স্ত্রী)
B_2_নারায়ন পাঁজা (গোঘাট ১ নং ব্লক তৃণমূল সভাপতি)
B_3_বিমান ঘোষ(বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি)Conclusion:
Last Updated : Jul 23, 2019, 2:26 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.