ETV Bharat / state

দলীয় পতাকা, ফ্লেক্স ছিঁড়তে বাধ্য করা হচ্ছে তৃণমূল কর্মীদের; ভিডিয়ো ভাইরাল - tmc worker forced to tear flag and flex

সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে । যেখানে দেখা যাচ্ছে, কয়েকজন মিলে তৃণমূল কর্মীদের দলীয় পতাকা ছিঁড়তে বাধ্য করছে ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে এমন একটি ফ্লেক্সও ছিঁড়তে বাধ্য করা হচ্ছে ৷ সেইসঙ্গে প্রকাশ্যে কটূক্তি করার পাশাপাশি জয় শ্রীরাম বলতেও বাধ্য করছে ৷ হুগলির খানাকুলের ঘটনা ।

tmc worker forced to tear flag and flex
দলীয় পতাকা, ফ্লেক্স ছিঁড়তে বাধ্য করার অভিযোগ BJP-র বিরুদ্ধে
author img

By

Published : Feb 10, 2020, 11:56 PM IST

খানাকুল, 10 ফেব্রুয়ারি : দলীয় পতাকা, ফ্লেক্স ছিঁড়তে তৃণমূল কর্মীদের বাধ্য করা হচ্ছে ৷ অপর এক তৃণমূল কর্মীকে বাধ্য করা হচ্ছে জয় শ্রীরাম বলতে । ভাইরাল হয় এমনই একটি ভিডিয়ো ৷ হুগলির খানাকুলের ঘটনা । এরপর তৃণমূল ও BJP দু'পক্ষের মধ্যে শুরু হয়েছে অভিযোগ, পালটা অভিযোগের পালা ৷

ভিডিয়োতে দেখা যাচ্ছে, কয়েকজন মিলে জোর করে তৃণমূল কর্মীদের দলীয় পতাকা ছিঁড়তে বাধ্য করছে ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে এমন একটি ফ্লেক্স ছিঁড়তেও বাধ্য করা হচ্ছে ৷ সেইসঙ্গে প্রকাশ্যে কটূক্তিও করছে তারা ৷ বাধ্য করা হচ্ছে "জয় শ্রীরাম" বলতে ৷ পরে তৃণমূল কর্মীদের দিয়েই BJP-র পতাকা, ফ্লেক্স লাগাতে বাধ্য করা হচ্ছে ৷

তৃণমূল কর্মীদের দলীয় পতাকা, ফ্লেক্স ছিঁড়তে বাধ্য করার অভিযোগ BJP-র বিরুদ্ধে

হুগলির তৃণমূল জেলা সভাপতি দিলীপ যাদব এই ঘটনার নিন্দা করেছেন‌ । তাঁর অভিযোগ, BJP এভাবেই এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে । তাঁর বক্তব্য, BJP-র পায়ের তলার মাটি সরে যাচ্ছে, তাই তৃণমূল কর্মীদের মারধর করে ভয় দেখিয়ে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে ।

যদিও এই ঘটনায় তাদের কর্মীদের যোগ থাকার কথা অস্বীকার করেছে BJP ৷ এই বিষয়ে BJP-র আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ বলেন, "পরিকল্পনা করে, চক্রান্ত করে এই ঘটনা ঘটানো হয়েছে BJP-র কর্মীদের ফাঁসানোর জন্য ৷ আসলে তৃণমূল কংগ্রেস কিছুতেই BJP-র মোকাবিলা করতে পারছে না ৷" পালটা তাঁর অভিযোগ, "আমাদের ফ্ল্যাগ, ফেস্টুন ছিঁড়ে দেওয়া হয় ৷ সাধারণ মানুষ এতে ক্ষিপ্ত হয়ে যায় ৷ যারা ছিঁড়ে ছিল তাদের কাছে জানতে চায় কেন ছিঁড়েছে ৷ সেই সুযোগে তৃণমূলের হার্মাদরা নিজেরাই এই কাণ্ড করে ৷ এবং BJP -র উপর দোষ চাপাচ্ছে ৷ এর সঙ্গে BJP-র কোনও যোগ নেই ৷ "

খানাকুল, 10 ফেব্রুয়ারি : দলীয় পতাকা, ফ্লেক্স ছিঁড়তে তৃণমূল কর্মীদের বাধ্য করা হচ্ছে ৷ অপর এক তৃণমূল কর্মীকে বাধ্য করা হচ্ছে জয় শ্রীরাম বলতে । ভাইরাল হয় এমনই একটি ভিডিয়ো ৷ হুগলির খানাকুলের ঘটনা । এরপর তৃণমূল ও BJP দু'পক্ষের মধ্যে শুরু হয়েছে অভিযোগ, পালটা অভিযোগের পালা ৷

ভিডিয়োতে দেখা যাচ্ছে, কয়েকজন মিলে জোর করে তৃণমূল কর্মীদের দলীয় পতাকা ছিঁড়তে বাধ্য করছে ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে এমন একটি ফ্লেক্স ছিঁড়তেও বাধ্য করা হচ্ছে ৷ সেইসঙ্গে প্রকাশ্যে কটূক্তিও করছে তারা ৷ বাধ্য করা হচ্ছে "জয় শ্রীরাম" বলতে ৷ পরে তৃণমূল কর্মীদের দিয়েই BJP-র পতাকা, ফ্লেক্স লাগাতে বাধ্য করা হচ্ছে ৷

তৃণমূল কর্মীদের দলীয় পতাকা, ফ্লেক্স ছিঁড়তে বাধ্য করার অভিযোগ BJP-র বিরুদ্ধে

হুগলির তৃণমূল জেলা সভাপতি দিলীপ যাদব এই ঘটনার নিন্দা করেছেন‌ । তাঁর অভিযোগ, BJP এভাবেই এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে । তাঁর বক্তব্য, BJP-র পায়ের তলার মাটি সরে যাচ্ছে, তাই তৃণমূল কর্মীদের মারধর করে ভয় দেখিয়ে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে ।

যদিও এই ঘটনায় তাদের কর্মীদের যোগ থাকার কথা অস্বীকার করেছে BJP ৷ এই বিষয়ে BJP-র আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ বলেন, "পরিকল্পনা করে, চক্রান্ত করে এই ঘটনা ঘটানো হয়েছে BJP-র কর্মীদের ফাঁসানোর জন্য ৷ আসলে তৃণমূল কংগ্রেস কিছুতেই BJP-র মোকাবিলা করতে পারছে না ৷" পালটা তাঁর অভিযোগ, "আমাদের ফ্ল্যাগ, ফেস্টুন ছিঁড়ে দেওয়া হয় ৷ সাধারণ মানুষ এতে ক্ষিপ্ত হয়ে যায় ৷ যারা ছিঁড়ে ছিল তাদের কাছে জানতে চায় কেন ছিঁড়েছে ৷ সেই সুযোগে তৃণমূলের হার্মাদরা নিজেরাই এই কাণ্ড করে ৷ এবং BJP -র উপর দোষ চাপাচ্ছে ৷ এর সঙ্গে BJP-র কোনও যোগ নেই ৷ "

Intro:Body:তৃণমূল কর্মীকে দিয়ে দলেরই পতাকা ফ্লেক্স ছেঁড়ানো এবং জোর করে জয় শ্রীরাম বলানোর ভিডিও ভাইরাল হতেই রাজনৈতিক উত্তেজনা ছড়ালো হুগলীর খানাকুলে।
আরামবাগ মহকুমা জুড়ে একটি ভাইরাল ভিডিও তে দেখা যাচ্ছে কয়েক জন তৃনমুল সমর্থকদের জোর করে তৃনমুলেরই পতাকা ছেড়ানো হচ্ছে। অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়ের ছবি দেওয়া ফ্লেক্স ছেড়ানো হচ্ছে। কয়েকজন লোক রীতিমতো প্রকাশ‍্যে তাদের কুটোক্তি করছে। এমনকি জোর পূর্বক তাকে জয় শ্রীরাম বলতে ও বাধ‍্য করানো হচ্ছে। তারপরে তৃনমুল সমর্থকদের দিয়ে বিজেপির পতাকা,ফ্লেক্স লাগানো করা হয় বলেও অভিযোগ।
খানাকুলের এই ঘটনায় জেরে জেলা রাজনৈতিক মহলে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে ।এই ঘটনায় অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।
যদিও বিজেপি এই ঘটনায় তাদের কর্মীদের যুক্ত থাকার কথা অস্বীকার করেছে।
তৃনমুল জেলা সভাপতি দিলীপ যাদব এই ঘটনার তীব্র নিন্দা করেছেন‌ । তার দাবি,বিজেপি এই ভাবেই এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরী করছে। বিজেপির পায়ের তলার মাটি সরে যাচ্ছে তাই তৃনমুল কর্মীদের মারধর করে ভয় দেখিয়ে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরী করতে চাইছে।

অন‍্যদিকে বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ জানান, তৃনমুলের কর্মীর বিজেপির পতাকা ছিড়ে দেওযায় সাধারন মানুষ প্রতিবাদ জানিয়েছিল। সেই সুযোগে তৃনমুলের লোকজন নিজেরাই এই ঘটনা ঘটিয়েছে বিজেপিকে বদনাম করার জন‍্য।


wb_hgl_01_khanakul_vairal video_copi_10007

B_1_বিমান ঘোষ(বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি)


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.