ETV Bharat / state

গুড়াপে তৃণমূল কর্মীদের গাড়িতে হামলা, অভিযুক্ত BJP - ২১ শে জুলাই

আজ সকালে বাঁকুড়া জেলা আইনজীবী সেলের সভাপতি রথীন দে সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মী শহিদ দিবসে যোগ দেওয়ার জন্য গাড়ি চেপে যাচ্ছিলেন ৷ অভিযোগ, সেইসময় হুগলির গুড়াপে হিন্দুস্থান হোটেল সংলগ্ন এলাকায় তাঁদের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ে BJP কর্মীরা ৷ ভেঙে যায় গাড়ির কাচ ৷ তবে , ঘটনায় কেউ আহত হননি ৷

গুড়াপে তৃণমূল কর্মীদের গাড়িতে হামলা
author img

By

Published : Jul 21, 2019, 12:22 PM IST

Updated : Jul 21, 2019, 1:22 PM IST

গুড়াপ, 21 জুলাই : শহিদ দিবসে যোগ দিতে যাওয়ার পথে তৃণমূল কর্মীদের গাড়িতে হামলার অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে ৷ হুগলির গুড়াপের হিন্দুস্থান হোটেল সংলগ্ন এলাকার ঘটনা ৷

আজ সকালে বাঁকুড়া জেলা আইনজীবী সেলের সভাপতি রথীন দে সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মী শহিদ দিবসে যোগ দেওয়ার জন্য গাড়ি চেপে যাচ্ছিলেন ৷ অভিযোগ, সেইসময় গুড়াপে হিন্দুস্থান হোটেল সংলগ্ন এলাকায় তাঁদের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ে BJP কর্মীরা ৷ ভেঙে যায় গাড়ির কাচ ৷ তবে , ঘটনায় কেউ আহত হননি ৷

এই ঘটনার পর সিঙ্গুরে রতনপুরে পুলিশ ক্যাম্পে এবিষয়ে অভিযোগ জানান তাঁরা ৷ এবিষয়ে তৃণমূল নেতা তপন দাশগুপ্ত বলেন, "আমাদের কর্মীরা ধর্মতলায় যাচ্ছিল ৷ সেসময় BJP আশ্রিত দুষ্কৃতীরা তাদের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ে৷ "

এই অভিযোগ অস্বীকার করে BJP-র হুগলির সাংগঠনির জেলার সাধারণ সম্পাদক মধুসূদন দাস বলেন, "BJP-র কোনও কর্মী একাজের সঙ্গে যুক্ত নয় ৷ উত্তর ভারতীয় জনতা পার্টি হিংসা করে নয় লড়াই করে উৎখাত করতে চায় তৃণমূলকে ৷"

গুড়াপ, 21 জুলাই : শহিদ দিবসে যোগ দিতে যাওয়ার পথে তৃণমূল কর্মীদের গাড়িতে হামলার অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে ৷ হুগলির গুড়াপের হিন্দুস্থান হোটেল সংলগ্ন এলাকার ঘটনা ৷

আজ সকালে বাঁকুড়া জেলা আইনজীবী সেলের সভাপতি রথীন দে সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মী শহিদ দিবসে যোগ দেওয়ার জন্য গাড়ি চেপে যাচ্ছিলেন ৷ অভিযোগ, সেইসময় গুড়াপে হিন্দুস্থান হোটেল সংলগ্ন এলাকায় তাঁদের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ে BJP কর্মীরা ৷ ভেঙে যায় গাড়ির কাচ ৷ তবে , ঘটনায় কেউ আহত হননি ৷

এই ঘটনার পর সিঙ্গুরে রতনপুরে পুলিশ ক্যাম্পে এবিষয়ে অভিযোগ জানান তাঁরা ৷ এবিষয়ে তৃণমূল নেতা তপন দাশগুপ্ত বলেন, "আমাদের কর্মীরা ধর্মতলায় যাচ্ছিল ৷ সেসময় BJP আশ্রিত দুষ্কৃতীরা তাদের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ে৷ "

এই অভিযোগ অস্বীকার করে BJP-র হুগলির সাংগঠনির জেলার সাধারণ সম্পাদক মধুসূদন দাস বলেন, "BJP-র কোনও কর্মী একাজের সঙ্গে যুক্ত নয় ৷ উত্তর ভারতীয় জনতা পার্টি হিংসা করে নয় লড়াই করে উৎখাত করতে চায় তৃণমূলকে ৷"

Intro:Body:ধর্মতলা গামী গাড়িতে ভাঙচুর।হুগলীর গুরাপের হিন্দুস্থান হোটেলের কাছে স্করপিওতে ঢিল মােরে কাঁচ ভাঙা হয়।গাড়ির পিছনের কাঁচ ভেঙে যায়।বাঁকুড়া থেকে ২১ শে সভায় যোগ দিতে যাচ্ছিল গাড়িটি।গাড়ির মধ্যে ছিলেন রথীন দে সহ বেশ কয়েকজন।রথীন বাবু বাঁকুড়া জেলা আইন জীবি সেলের সভাপতি।

সিঙ্গুরের রতনপুরে তৃনমূলের ক্যাম্প ও পুলিশ দেখে দাঁড়ায় স্করপিওটি।দাঁড়িয়ে পরে ধর্মতলা মুখি অন্য আরো গাড়ি।বিজেপির বিরুদ্ধে পুলিশকে অভিযোগ জানায় তারা।

wb_hgl_01_gurap tmc gari vanchur_vis_10007Conclusion:
Last Updated : Jul 21, 2019, 1:22 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.