চুঁচুড়া, 28 মার্চ: বিধানসভায় চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার-সহ তৃণমূল বিধায়কদের উপর বিজেপির আক্রমণের প্রতিবাদে চুঁচুড়ায় বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মী-সমর্থকরা (TMC activists-supporters demonstrated in Chunchura)৷
সোমবার বগটুই কাণ্ড নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। বিজেপি ও তৃণমূল বিধায়কদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়, চলে ঘুষিও। আর তাতেই নাক ফাটে চুঁচুড়ার বিধায়কের। তাঁর অভিযোগ, নাকে ঘুসি মেরেছেন খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তারপরেই বিরোধী দলনেতা-সহ পাঁচ বিজেপি বিধায়ককে পরবর্তী বাজেট অধিবেশন পর্যন্ত সাসপেন্ড করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ শুভেন্দু ছাড়াও সাসপেন্ডের তালিকায় রয়েছেন বিরোধী দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা ৷ ঘটনার পর অসিত মজুমদারকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। পাল্টা বিজেপির অভিযোগ, তাদের বিধায়কদের মারধর করা হয়েছে।
আরও পড়ুন : TMC-BJP MLAs fight : বিধানসভায় তুলকালাম, তৃণমূল-বিজেপি বিধায়কদের হাতাহাতি
চুঁচুড়ার বিধায়কের উপর আক্রমণের প্রতিবাদে তৃণমূল কর্মীরা পিপুলপাতি পাঁচ মাথার মোড় থেকে বিক্ষোভ মিছিল করে ঘড়ির মোড় পর্যন্ত যান । মিছিলে উপস্থিত ছিলেন হুগলি-চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান, কাউন্সিলররা।