পুরশুড়া (হুগলি), 17 জানুয়ারি : আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে । দলেরই পঞ্চায়েত প্রধানকে অপসারণের দাবিতে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দফতরের সামনে ধরনায় বসে তৃণমূলেরই একাংশ (tmc panchayat members demonstration to remove pradhan) । ঘটনাটি ঘটেছে হুগলির পুরশুড়া ব্লক অফিসে ।
এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় পুরশুড়া বিডিও অফিস চত্বরে । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় পুলিশ । পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷
সোমবার পঞ্চায়েত ধরনায় বসেন শ্যামপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের 13 জন সদস্য । তাঁদের দাবি, শ্যামপুর পঞ্চায়েতের প্রধান অনিমা মান্না বিভিন্নভাবে উন্নয়নের কাজে বাধা দিচ্ছেন । এর আগেও তাঁরা বিভিন্ন জায়গায় প্রধানের অপসারণ চেয়ে লিখিতভাবে জানিয়েছিলেন, তার পরও কোনও কাজ না হওয়ায় আজ তাঁরা পুরশুড়া বিডিও অফিস হাতে পোস্টার নিয়ে ধরনা শুরু করেন ।
উল্লেখ্য, গত 16 মার্চ প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনে তৃণমূলের 14 জন সদস্য । পঞ্চায়েতে মোট 21 জন তৃণমূল সদস্য রয়েছেন । অন্যদিকে গ্রাম পঞ্চায়েতের প্রধান এই অভিযোগ অস্বীকার করেছেন ৷ তবে এই নিয়ে অস্বস্তিতে শাসক দল তৃণমূলের স্থানীয় নেতৃত্ব ৷ তাঁরা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ৷
আরও পড়ুন : BJP on Kalyan Banerjee : কল্যাণের সমর্থনে তৃণমূলকে খোঁচা শ্রীরামপুর বিজেপি নেতৃত্বের