ETV Bharat / state

Aparupa Poddar Attacks Adhir: অধীরের চামড়া ছাড়িয়ে ঢোল বানিয়ে প্রধানমন্ত্রীর সামনে বাজানোর হুঁশিয়ারি অপরূপার

আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার ৷ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে ব্যক্তি আক্রমণের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে (Aparupa Poddar) ৷

ETV Bharat
অধীর চৌধুরীকে আক্রমণ অপরূপা পোদ্দারের
author img

By

Published : Mar 4, 2023, 11:07 PM IST

আরামবাগ, 4 মার্চ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তি আক্রমণ করছে কংগ্রেস ৷ তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে এই অভিযোগ তুলে অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার ৷ এমনকি সামাজিক মাধ্যমে একটি লেখা পোস্ট করে প্রদেশ কংগ্রেস সভাপতির চামড়া ছাড়িয়ে নেওয়ার হুমকিও দিয়েছেন আরামবাগের এই তৃণমূল সাংসদ (TMC MP Aparupa Poddar) ৷

লোকসভায় যেদিন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানি কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধিকে আক্রমণ করেছিলেন সেই সময় তিনি ও মহুয়া মৈত্র অধীর চৌধুরীর পাশে দাঁড়িয়েছিলেন ৷ সেই কথা স্মরণ করিয়ে দিয়ে অধীরকে উদ্দেশ্য করে টুইটে অপরূপা লিখেছেন,"আপনি আপনার কিছু শিষ্য চামুণ্ডাকে সামনে রেখে মিথ্যে ও ব্যক্তিগত অভিযোগ দিদির বিরুদ্ধে করার চেষ্টা করছেন ৷ তাঁর মানহানি করার রাজনীতি করছেন ৷ মনে রাখবেন আপনি যে রাজনৈতিক করছেন, আমি আপনার চামড়া খুলে ছাড়িয়ে ঢোল তৈরি করে আপনার গুরু মোদিজীর সামনে ঢোল বাজাব ।"

পরে অপরূপা আরও জানান, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু এরাজ্য নয় দেশের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী ৷ সেই জায়গা থেকে একজন মহিলাকে এভাবে আক্রমণ করা কংগ্রেস ও বিজেপির সংস্কৃতি হতে পারে, কিন্তু তৃণমূল এই সংস্কৃতিতে বিশ্বাস করে না ৷ বিজেপি ও কংগ্রেসের আঁতাত কোথায় তা জানতে হবে ৷ তাঁর কটাক্ষ,"অধীর বহরমপুরের মাফিয়া হতে পারেন, জামা খুলে উনি বডি দেখান আর রোড শো করেন এটা ওনাদের সংস্কৃতি হতে পারে তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি নয় । ওটা অধীরবাবুর নোংরাম, ওনার সংস্কৃতি ৷"

আরও পড়ুন: সাগরদিঘিতে হেরে তৃণমূলে যুদ্ধকালীন পরিস্থিতি, পর্যালোচনা বৈঠকে উঠে এল অন্তর্ঘাতের তত্ত্ব

উল্লেখ্য, সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলের হার নিয়ে বলতে বিয়ে বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস সভাপতিকে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ টেনে এনেছিলেন অধীরের মেয়ে ও গাড়ির চালকের মৃত্যুর প্রসঙ্গ ৷ তার পালটা শুক্রবার মুখ্যমন্ত্রীকে ব্যক্তি আক্রমণ করে বসেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেখা প্রাক্তন তৃণমূল বিধায়ক দীপক ঘোষের বই ছড়িয়ে দেওয়া কথা জানান তিনি ৷ এই প্রসঙ্গেই অধীর চৌধুরীর বিরুদ্ধে সরব হয়েছেন অপরূপা ৷

আরামবাগ, 4 মার্চ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তি আক্রমণ করছে কংগ্রেস ৷ তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে এই অভিযোগ তুলে অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার ৷ এমনকি সামাজিক মাধ্যমে একটি লেখা পোস্ট করে প্রদেশ কংগ্রেস সভাপতির চামড়া ছাড়িয়ে নেওয়ার হুমকিও দিয়েছেন আরামবাগের এই তৃণমূল সাংসদ (TMC MP Aparupa Poddar) ৷

লোকসভায় যেদিন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানি কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধিকে আক্রমণ করেছিলেন সেই সময় তিনি ও মহুয়া মৈত্র অধীর চৌধুরীর পাশে দাঁড়িয়েছিলেন ৷ সেই কথা স্মরণ করিয়ে দিয়ে অধীরকে উদ্দেশ্য করে টুইটে অপরূপা লিখেছেন,"আপনি আপনার কিছু শিষ্য চামুণ্ডাকে সামনে রেখে মিথ্যে ও ব্যক্তিগত অভিযোগ দিদির বিরুদ্ধে করার চেষ্টা করছেন ৷ তাঁর মানহানি করার রাজনীতি করছেন ৷ মনে রাখবেন আপনি যে রাজনৈতিক করছেন, আমি আপনার চামড়া খুলে ছাড়িয়ে ঢোল তৈরি করে আপনার গুরু মোদিজীর সামনে ঢোল বাজাব ।"

পরে অপরূপা আরও জানান, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু এরাজ্য নয় দেশের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী ৷ সেই জায়গা থেকে একজন মহিলাকে এভাবে আক্রমণ করা কংগ্রেস ও বিজেপির সংস্কৃতি হতে পারে, কিন্তু তৃণমূল এই সংস্কৃতিতে বিশ্বাস করে না ৷ বিজেপি ও কংগ্রেসের আঁতাত কোথায় তা জানতে হবে ৷ তাঁর কটাক্ষ,"অধীর বহরমপুরের মাফিয়া হতে পারেন, জামা খুলে উনি বডি দেখান আর রোড শো করেন এটা ওনাদের সংস্কৃতি হতে পারে তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি নয় । ওটা অধীরবাবুর নোংরাম, ওনার সংস্কৃতি ৷"

আরও পড়ুন: সাগরদিঘিতে হেরে তৃণমূলে যুদ্ধকালীন পরিস্থিতি, পর্যালোচনা বৈঠকে উঠে এল অন্তর্ঘাতের তত্ত্ব

উল্লেখ্য, সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলের হার নিয়ে বলতে বিয়ে বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস সভাপতিকে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ টেনে এনেছিলেন অধীরের মেয়ে ও গাড়ির চালকের মৃত্যুর প্রসঙ্গ ৷ তার পালটা শুক্রবার মুখ্যমন্ত্রীকে ব্যক্তি আক্রমণ করে বসেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেখা প্রাক্তন তৃণমূল বিধায়ক দীপক ঘোষের বই ছড়িয়ে দেওয়া কথা জানান তিনি ৷ এই প্রসঙ্গেই অধীর চৌধুরীর বিরুদ্ধে সরব হয়েছেন অপরূপা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.