আরামবাগ, 4 মার্চ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তি আক্রমণ করছে কংগ্রেস ৷ তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে এই অভিযোগ তুলে অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার ৷ এমনকি সামাজিক মাধ্যমে একটি লেখা পোস্ট করে প্রদেশ কংগ্রেস সভাপতির চামড়া ছাড়িয়ে নেওয়ার হুমকিও দিয়েছেন আরামবাগের এই তৃণমূল সাংসদ (TMC MP Aparupa Poddar) ৷
লোকসভায় যেদিন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানি কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধিকে আক্রমণ করেছিলেন সেই সময় তিনি ও মহুয়া মৈত্র অধীর চৌধুরীর পাশে দাঁড়িয়েছিলেন ৷ সেই কথা স্মরণ করিয়ে দিয়ে অধীরকে উদ্দেশ্য করে টুইটে অপরূপা লিখেছেন,"আপনি আপনার কিছু শিষ্য চামুণ্ডাকে সামনে রেখে মিথ্যে ও ব্যক্তিগত অভিযোগ দিদির বিরুদ্ধে করার চেষ্টা করছেন ৷ তাঁর মানহানি করার রাজনীতি করছেন ৷ মনে রাখবেন আপনি যে রাজনৈতিক করছেন, আমি আপনার চামড়া খুলে ছাড়িয়ে ঢোল তৈরি করে আপনার গুরু মোদিজীর সামনে ঢোল বাজাব ।"
- — Aparupa Poddar (@AparupaPoddar) March 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
— Aparupa Poddar (@AparupaPoddar) March 3, 2023
">— Aparupa Poddar (@AparupaPoddar) March 3, 2023
পরে অপরূপা আরও জানান, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু এরাজ্য নয় দেশের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী ৷ সেই জায়গা থেকে একজন মহিলাকে এভাবে আক্রমণ করা কংগ্রেস ও বিজেপির সংস্কৃতি হতে পারে, কিন্তু তৃণমূল এই সংস্কৃতিতে বিশ্বাস করে না ৷ বিজেপি ও কংগ্রেসের আঁতাত কোথায় তা জানতে হবে ৷ তাঁর কটাক্ষ,"অধীর বহরমপুরের মাফিয়া হতে পারেন, জামা খুলে উনি বডি দেখান আর রোড শো করেন এটা ওনাদের সংস্কৃতি হতে পারে তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি নয় । ওটা অধীরবাবুর নোংরাম, ওনার সংস্কৃতি ৷"
আরও পড়ুন: সাগরদিঘিতে হেরে তৃণমূলে যুদ্ধকালীন পরিস্থিতি, পর্যালোচনা বৈঠকে উঠে এল অন্তর্ঘাতের তত্ত্ব
উল্লেখ্য, সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলের হার নিয়ে বলতে বিয়ে বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস সভাপতিকে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ টেনে এনেছিলেন অধীরের মেয়ে ও গাড়ির চালকের মৃত্যুর প্রসঙ্গ ৷ তার পালটা শুক্রবার মুখ্যমন্ত্রীকে ব্যক্তি আক্রমণ করে বসেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেখা প্রাক্তন তৃণমূল বিধায়ক দীপক ঘোষের বই ছড়িয়ে দেওয়া কথা জানান তিনি ৷ এই প্রসঙ্গেই অধীর চৌধুরীর বিরুদ্ধে সরব হয়েছেন অপরূপা ৷