ETV Bharat / state

প্লাস্টিকের ক্যারিব্যাগে পিঁয়াজ বিলি করে বিতর্কে বিধায়ক - চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার

"দিদিকে বলো" কর্মসূচিতে আজ চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার শীতের কম্বল ও পিঁয়াজ বিলি করলেন সুগন্ধা এলাকার বাসিন্দাদের । 65 জন দুস্থকে 500 গ্রাম করে পিঁয়াজ দেওয়া হয় । এজন্য প্লাস্টিকেপ ক্যারিব্যাগ ব্যবহার করা হয় । প্রশ্ন উঠেছে সেখানেই ।

peaj
peaj
author img

By

Published : Dec 18, 2019, 9:02 PM IST

চুঁচুড়া , ১৮ ডিসেম্বর : দেশজুড়ে সিঙ্গল ইউজ় প্লাস্টিকের ব্যবহারের বিরুদ্ধে প্রচার চলছে । এর মধ্যে আজ চুঁচুড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক অসিত মজুমদার 'দিদিকে বলো' কর্মসূচিতে প্লাস্টিকের ক্যারিব্যাগে গ্রামবাসীদের পিঁয়াজ বিলি করলেন । এনিয়ে অসিতবাবুকে কটাক্ষ করেছেন BJP নেতা ভাস্কর ভট্টাচার্য ।

প্লাস্টিকের ক্যারিব্যাগে পিঁয়াজ বিলি প্রসঙ্গে ভাস্করবাবু বলেন , "ভারতজুড়ে (সিঙ্গল ইউজ়) প্লাস্টিকের বিরুদ্ধে অভিযান চলছে । (প্লাস্টিকের) ক্যারিব্যাগ পরিবেশ দূষণ করে । একজন বিধায়ক হয়ে প্লাস্টিকের ক্যারিব্যাগে পিঁয়াজ বিলি করছেন অসিত মজুমদার । এটুকুও বোধ ওদের নেই । কারণ ওরা সর্বস্ব খুইয়ে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে । পেঁয়াজ বিলি করছেন সেটা অবশ্য ভালো কাজ । তিনি জনসাধারণকে এটাই বলছেন আড়তদাররাই পিঁয়াজের মূল্য বৃদ্ধির মূল কারণ । এই দালালরা আজ দিদির আশ্রয়ে আছে । দিদি কিছু বলছেন না - এটাই দিদিকে বলো । তাই তিনি পিঁয়াজ বিলি করলেন । সবচেয়ে বড় কথা, পিঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে ওরা গলা চড়াচ্ছেন ঠিকই কিন্তু এর আগে কেন্দ্র জানিয়েছিল 17 টাকা 65 পয়সা কেজি পিছু দামে পিঁয়াজ পাঠাবে ।"

ভাস্করবাবু আরও বলেন , "23 টাকা কেজি দরে পিঁয়াজ বিক্রির কথা হয়েছিল । কিন্তু মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের কথা শোনেন না । এমনকী কেন্দ্রের সাহায্য তিনি নেন না । রাজ্যের মানুষকে বঞ্চিত করাই তাঁর লক্ষ্য । তিনি কথা শুনলে বর্তমানে রাজ্যে পিঁয়াজের দাম অনেকটাই কম হত । "

'দিদিকে বলো' কর্মসূচিতে আজ চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার শীতের কম্বল ও পিঁয়াজ বিলি করলেন সুগন্ধা এলাকার বাসিন্দাদের । 65 জন দুস্থকে 500 গ্রাম করে পিঁয়াজ দেওয়া হয় । এজন্য প্লাস্টিকেপ ক্যারিব্যাগ ব্যবহার করা হয় । প্রশ্ন উঠেছে সেখানেই ।

চুঁচুড়া , ১৮ ডিসেম্বর : দেশজুড়ে সিঙ্গল ইউজ় প্লাস্টিকের ব্যবহারের বিরুদ্ধে প্রচার চলছে । এর মধ্যে আজ চুঁচুড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক অসিত মজুমদার 'দিদিকে বলো' কর্মসূচিতে প্লাস্টিকের ক্যারিব্যাগে গ্রামবাসীদের পিঁয়াজ বিলি করলেন । এনিয়ে অসিতবাবুকে কটাক্ষ করেছেন BJP নেতা ভাস্কর ভট্টাচার্য ।

প্লাস্টিকের ক্যারিব্যাগে পিঁয়াজ বিলি প্রসঙ্গে ভাস্করবাবু বলেন , "ভারতজুড়ে (সিঙ্গল ইউজ়) প্লাস্টিকের বিরুদ্ধে অভিযান চলছে । (প্লাস্টিকের) ক্যারিব্যাগ পরিবেশ দূষণ করে । একজন বিধায়ক হয়ে প্লাস্টিকের ক্যারিব্যাগে পিঁয়াজ বিলি করছেন অসিত মজুমদার । এটুকুও বোধ ওদের নেই । কারণ ওরা সর্বস্ব খুইয়ে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে । পেঁয়াজ বিলি করছেন সেটা অবশ্য ভালো কাজ । তিনি জনসাধারণকে এটাই বলছেন আড়তদাররাই পিঁয়াজের মূল্য বৃদ্ধির মূল কারণ । এই দালালরা আজ দিদির আশ্রয়ে আছে । দিদি কিছু বলছেন না - এটাই দিদিকে বলো । তাই তিনি পিঁয়াজ বিলি করলেন । সবচেয়ে বড় কথা, পিঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে ওরা গলা চড়াচ্ছেন ঠিকই কিন্তু এর আগে কেন্দ্র জানিয়েছিল 17 টাকা 65 পয়সা কেজি পিছু দামে পিঁয়াজ পাঠাবে ।"

ভাস্করবাবু আরও বলেন , "23 টাকা কেজি দরে পিঁয়াজ বিক্রির কথা হয়েছিল । কিন্তু মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের কথা শোনেন না । এমনকী কেন্দ্রের সাহায্য তিনি নেন না । রাজ্যের মানুষকে বঞ্চিত করাই তাঁর লক্ষ্য । তিনি কথা শুনলে বর্তমানে রাজ্যে পিঁয়াজের দাম অনেকটাই কম হত । "

'দিদিকে বলো' কর্মসূচিতে আজ চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার শীতের কম্বল ও পিঁয়াজ বিলি করলেন সুগন্ধা এলাকার বাসিন্দাদের । 65 জন দুস্থকে 500 গ্রাম করে পিঁয়াজ দেওয়া হয় । এজন্য প্লাস্টিকেপ ক্যারিব্যাগ ব্যবহার করা হয় । প্রশ্ন উঠেছে সেখানেই ।

Intro:দেশ জুড়ে যখন প্লাস্টিক বিরোধী প্রচার চলছে।তখন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার দিদিকে বলো কর্মসূচিতে বেরিয়ে প্লাস্টিক ক্যারিব্যাগে করে পিঁয়াজ বিলি করেন।সেই প্রসঙ্গে নিয়ে কটাক্ষ করেন বিজেপির রাজ্য নেতা ভাস্কর ভট্টাচার্য।তিনি বলেন উনি একজন বিধায়ক হয়ে গোটা ভারতবর্ষে জুড়ে যেখানে প্লাস্টিকের বিরুদ্ধে অভিযান চলছে।যেখানে ক্যারি ব্যাগ পরিবেশ দূষণ করছে সেখানে প্লাস্টিকে করে পিয়াজ বিতরণ করছেন তিনি। এটুকুও বোধবুদ্ধি ওনাদের নেই। কারন ওনারা সর্বস্ব খুইয়ে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন।পেঁয়াজ বিলি করছেন সেটা অবশ্য ভালোই কাজ। তিনি সাধারণ মানুষ এবং জনসাধারণকে এটাই বলছেন আড়তদার ও ফড়ে যারা দালাল এই পিয়াজের মূল্য বৃদ্ধির মূল কারণ।এই দালালরা আজকে দিদি আশ্রয় আছে। দিদি কিছু বলছেন না এটাই দিদিকে বলো। সেইজন্যই উনিটি পিয়াজ বিতরণ করলেন আর সবচেয়ে বড় কথা পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে ওরা গলা চড়াচ্ছেন ঠিকই। এর আগে কেন্দ্রীয় সরকার বলেছিল 17 টাকা 65 পয়সা করে পেঁয়াজ পাঠাবো
23 টাকা করে বিক্রি করার কথা বলা হয়েছিল।কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকারের বক্তব্য রাখেন না। এমনকি শোনেন না।এমনকি কেন্দ্র সরকার সাহায্য করবে তা তিনি নেন না। রাজ্যের মানুষকে বঞ্চিত করায় তার লক্ষ্য। বর্তমানে পিয়াজের যে বর্ধিত দাম অনেকটাই কম হতো। সেই কথা শুনলে হয়তো।

দিদিকে বল কর্মসূচিতে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার শীতের কম্বল ও পেঁয়াজ বিতরণ করলেন সুগন্ধা গ্রামবাসীদের।দুঃস্থ 65 জন মানুষের জন্য 500 গ্রাম করে পিঁয়াজ দেওয়া হয়।তার মধ্যেই বেশ কিছু প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার করা হয়।সেখানেই প্রশ্ন উঠেছে ক্যারিব্যাগ ব্যবহারে।জনপ্রতিনিধি হয়ে মানুষ কে সচেতনতার বদলে তিনি প্লাস্টিক ব্যবহারে ব্যস্ত এখন।অবশ্য অসিত মজুমদারের বক্তব্য যে ক্যারি ব্যাগ নষ্ট করা যায় সেই প্লাস্টিক ব্যাগেই পিঁয়াজ দেওয়া হয়েছে।ওয়ান ইউসার ক্যারি ব্যাগে দেওয়া হয়নি।আর কেন্দ্র সরকারের জন্য পিঁয়াজ নিয়ে সমস্যা পড়েছেন নিন্ম বিত্ত মানুষ।তাই তার এই উদ্যোগ।Body:WB_HGL_MLA ASIT MAJUMDAR USE CARRY BAG_7203418Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.