ডানকুনি, 20 মে : এসএসসি’র নিয়োগে শাসকদলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ যা নিয়ে গত কয়েকমাস ধরে তোলপাড় রাজ্য রাজনীতি ৷ আর ঠিক সেই পরিস্থিতিতে চাকরি দেওয়াকে কেন্দ্র করে সামনে এল শাসকদলের এক কাউন্সিলরের দাদাগিরি ৷ ডানকুনিতে বহুজাতিক বস্ত্র বিপণি সংস্থাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে (TMC Councilor is Accused of Threatening to A Textile Marketing Company in Dankuni) ৷ কাউন্সিলরের লোকেদের চাকরি না দিলে শোরুমে চালাতে দেওয়া হবে না, অভিযোগ এমনটাই হুমকি দিয়েছেন 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সূর্য দে ৷ একটি বহুজাতিক সংস্থা হুগলির ডানকুনিতে তাঁদের শোরুম খুলছে ৷ তবে শোরুম তৈরির কাজ এখনও শেষে হয়নি ৷ স্থানীয় বিরোধী দলগুলির অভিযোগ, সোশ্যাল মিডিয়াতে লাইভ করে সেই হুমকি দিয়েছেন সূর্য দে (ইটিভি ভারত ভিডিয়োর সত্যতা যাচাই করেনি) ৷
ডানকুনি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে বহুজাতিক ওই সংস্থার নতুন বিপণন কেন্দ্র তৈরি হচ্ছে ৷ বর্তমানে সেটির কাজ চলছে ৷ কিছুদিনের মধ্যে সেই বিপণন কেন্দ্রের উদ্বোধন হবে ৷ কিন্তু, অভিযোগ উঠেছে, ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সূর্য দে ফেসবুক লাইভ করতে করতে নির্মিয়মাণ বিপণন কেন্দ্রের ভিতরে নিজের লোকজনদের নিয়ে ঢোকেন ৷ সেখানে গিয়ে তাঁর লোকজনদের চাকরি দিতে হবে, এই দাবি জানান কাউন্সিলর ৷ এর পর বিপণন কেন্দ্রের ম্যানেজারের খোঁজ শুরু করেন তিনি ৷ ফেসবুক লাইভেই তাঁকে বলতে শোনা যায়, কোনও চাঁদা বা ডোনেশনের জন্য তিনি আসেননি ৷ তাঁর দলের 3-4 জনকে চাকরি দিতে হবে ৷ ভিডিয়োটি ভাইরাল হতেই অস্বস্তিতে পড়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷
আরও পড়ুন : SSC Recruitment Scam : সুপ্রিম দ্বারে পার্থ, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ প্রাক্তন শিক্ষামন্ত্রীর
এনিয়ে স্থানীয় বিজেপি ও সিপিআইএম নেতৃত্বের অভিযোগ, বেকারদের চাকরি দিতে পারছে না সরকার ৷ তাই হুমকি দিয়ে চাকরি পাইয়ে দেওয়া হচ্ছে ৷ এ নিয়ে স্থানীয় বিজেপি নেতা ভাস্কর ভট্টাচার্য বলেন, ‘‘কাউন্সিলরের বক্তব্যে স্পষ্ট পশ্চিমবঙ্গে বেকারদের কাজের কী অবস্থা ! আবার তাঁদের মন্ত্রীরা বেআইনিভাবে নিজেদের লোককে ঢোকাচ্ছেন, তাও দেখা যাচ্ছে ৷’’ ডানকুনির সিপিএম নেতা মানিক সরকার বলেন, ‘‘ধমকানি, চমকানি, মস্তানি আর তোলা আদায় গোটা রাজ্য জুড়ে হচ্ছে ৷ ডানকুনি তার বাইরে নয় ৷’’
আরও পড়ুন : SSC Recruitment Scam: পরপর 2 দিন ম্যারাথন জেরার পর আজ ফের এসকে সিনহাকে তলব সিবিআইয়ের
এ নিয়ে কাউন্সিলরের দাবি, তিনি আগেই ওই সংস্থাকে তাঁর দলের কর্মীদের চাকরি দিতে বলেছিলেন ৷ আর এখনও সেই কথাই বলছেন ৷ তবে, তৃণমূলের তরফে তাঁকে নিষেধ করা হলে, তিনি কাউন্সিলর হিসাবে নন, এলাকার লোক হয়ে সেখানে চাকরির কথা বলবে ৷ আর এর জন্য প্রয়োজনে স্থানীয় ক্লাব থেকে লড়াই করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন সূর্য দে ৷
আর পুরো বিষয়টিতে কাউন্সিলরের বিরুদ্ধেই কথা বলতে শোনা গেল তৃণমূল নেতৃত্বকে ৷ তৃণমূলের রাজ্য সম্পাদক দিলীপ যাদব বলেন, ভাইরাল ভিডিয়োটি তিনি দেখেছেন ৷ তবে, দলের নেতা-কর্মীদের তাঁর বার্তা, কথা বলার আগে অনুমতি নিতে হয় ৷ পুরো বিষয়টি নিয়ে ডানকুনি শহর সভাপতির কাছে রিপোর্ট চেয়েছেন তিনি ৷ সেই রিপোর্ট পেলে তৃণমূলের তরফে পরবর্তী বক্তব্য জানানো হবে ৷