ETV Bharat / state

হরিপালে তৃণমূল-BJP সংঘর্ষ, আক্রান্ত পুলিশ - হরিপালে তৃণমূল-বিজেপি সংঘর্ষ

হরিপালের খামারচণ্ডি এলাকায় একটি রাস্তা তৈরি নিয়ে দুই পরিবারের মধ্যে গন্ডগোল হয় । BJP-র অভিযোগ, তাদের কর্মী বলে এক যুবককে হেনস্থা করা হচ্ছিল ৷ তার প্রতিবাদেই আজ থানায় অভিযোগ জানাতে যান BJP নেতা-কর্মীরা ৷ যদিও তৃণমূলের বক্তব্য, স্থানীয়ভাবেই সমস্য়ার সমাধানের চেষ্টা হয়েছিল ৷ এর মাঝেই আজ হরিপাল কলেজের সামনে তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে BJP-র বিরুদ্ধে।

tmc-bjp-clash in Haripal
হরিপাল
author img

By

Published : May 31, 2020, 5:47 PM IST

হরিপাল, 31 মে: রাস্তা তৈরিকে কেন্দ্র করে তৃণমূল-BJP সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল হরিপালের খামারচণ্ডি এলাকা । ইটের আঘাতে জখম হন দু'পক্ষের বেশ কয়েকজন ৷ আহত হয়েছেন এক পুলিশ কর্মীও।

খামারচণ্ডি এলাকায় একটি রাস্তা তৈরি নিয়ে দুই পরিবারের মধ্যে গন্ডগোল হয় । BJP-র অভিযোগ, তাদের কর্মী বলে এক যুবককে হেনস্থা করা হচ্ছিল ৷ তার প্রতিবাদেই আজ থানায় অভিযোগ জানাতে যান BJP নেতা-কর্মীরা ৷ যদিও তৃণমূলের বক্তব্য, স্থানীয়ভাবেই সমস্য়ার সমাধানের চেষ্টা হয়েছিল ৷ এর মাঝেই আজ হরিপাল কলেজের সামনে তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে BJP-র বিরুদ্ধে। অভিযোগ, এর জেরে আশুতোষ গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত সরকারের হাতের আঙুল ভেঙে যায়। আরও এক BJP কর্মীও আহত হয়েছেন বলে অভিযোগ । এদিকে তৃণমূলের অভিযোগ, BJP-র আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষের নেতৃত্বে এলাকায় হামলা চালানো হয় । তাতে কয়েকজন তৃণমূল কর্মী আহত হন । পুলিশের সামনেই BJP কর্মীদের লক্ষ্য করে ইট ছোড়া হয় । সংঘর্ষ থামাতে এসে এক পুলিশ কর্মী জখম হন ।

এলাকার তৃণমূল নেতা সুমিত সরকার বলেন, "পারিবারিক একটি ঝামেলাকে রাজনৈতিক আকার দিল BJP ৷ আরামবাগের BJP নেতা বিমান ঘোষের নেতৃত্বে হরিপাল এলাকার পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়। মেরে আমার আঙ্গুল ভেঙে দেওয়া হয়।"

তৃণমূলের অভিযোগ অস্বীকার করে BJP-র সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ বলেন, "পারিবারিক বিবাদের নামে ওই এলাকার এক BJP কর্মীকে নির্যাতন করা হচ্ছিল ৷ তাই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে গিয়েছিলাম আমরা ৷ উলটে পুলিশের সামনেই আমাদের উপর হামলা চালানো হয়।"

হরিপাল, 31 মে: রাস্তা তৈরিকে কেন্দ্র করে তৃণমূল-BJP সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল হরিপালের খামারচণ্ডি এলাকা । ইটের আঘাতে জখম হন দু'পক্ষের বেশ কয়েকজন ৷ আহত হয়েছেন এক পুলিশ কর্মীও।

খামারচণ্ডি এলাকায় একটি রাস্তা তৈরি নিয়ে দুই পরিবারের মধ্যে গন্ডগোল হয় । BJP-র অভিযোগ, তাদের কর্মী বলে এক যুবককে হেনস্থা করা হচ্ছিল ৷ তার প্রতিবাদেই আজ থানায় অভিযোগ জানাতে যান BJP নেতা-কর্মীরা ৷ যদিও তৃণমূলের বক্তব্য, স্থানীয়ভাবেই সমস্য়ার সমাধানের চেষ্টা হয়েছিল ৷ এর মাঝেই আজ হরিপাল কলেজের সামনে তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে BJP-র বিরুদ্ধে। অভিযোগ, এর জেরে আশুতোষ গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত সরকারের হাতের আঙুল ভেঙে যায়। আরও এক BJP কর্মীও আহত হয়েছেন বলে অভিযোগ । এদিকে তৃণমূলের অভিযোগ, BJP-র আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষের নেতৃত্বে এলাকায় হামলা চালানো হয় । তাতে কয়েকজন তৃণমূল কর্মী আহত হন । পুলিশের সামনেই BJP কর্মীদের লক্ষ্য করে ইট ছোড়া হয় । সংঘর্ষ থামাতে এসে এক পুলিশ কর্মী জখম হন ।

এলাকার তৃণমূল নেতা সুমিত সরকার বলেন, "পারিবারিক একটি ঝামেলাকে রাজনৈতিক আকার দিল BJP ৷ আরামবাগের BJP নেতা বিমান ঘোষের নেতৃত্বে হরিপাল এলাকার পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়। মেরে আমার আঙ্গুল ভেঙে দেওয়া হয়।"

তৃণমূলের অভিযোগ অস্বীকার করে BJP-র সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ বলেন, "পারিবারিক বিবাদের নামে ওই এলাকার এক BJP কর্মীকে নির্যাতন করা হচ্ছিল ৷ তাই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে গিয়েছিলাম আমরা ৷ উলটে পুলিশের সামনেই আমাদের উপর হামলা চালানো হয়।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.