ETV Bharat / state

তৃণমূল-BJP সংঘর্ষে উত্তপ্ত আরামবাগ, ধৃত 1 - আরামবাগ মহকুমা হাসপাতাল

BJP-তৃণমূল সংঘর্ষের জেরে আরামবাগের বসন্তবাটি চত্বর উত্তপ্ত । আহত হয়েছেন 4 । আটক করা হয়েছে একজনকে ।

bjp tmc
তৃণমূল ও BJP-র মধ্যে সংঘর্ষ
author img

By

Published : Mar 10, 2020, 4:28 PM IST

আরামবাগ, 10 মার্চ : তৃণমূল ও BJP-র মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল আরামবাগের সালেপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বসন্তবাটি এলাকা । অভিযোগ BJP-র বিরুদ্ধে । সংঘর্ষের জেরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানসহ মোট 4 তৃণমূল কর্মী আহত হয়েছেন । ঘটনায় আটক করা হয়েছে স্থানীয় এক BJP নেতাকে ।

অভিযোগ, আজ সকালে স্থানীয় তৃণমূল নেতা বিশ্বজিৎ সরখেলের বাড়িতে হামলা করে BJP নেতা কিঙ্কর পাল, উত্তম পাত্র সহ বহিরাগত কয়েকজন । বিশ্বজিৎকে বাড়ি থেকে তুলে নিয়ে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে বহিরাগতরা । তারপর তৃণমূলের আর দুই স্থানীয় নেতা আশিস সাঁতরা ও দেবব্রত ঘোষকে রাস্তায় দেখতে পেয়ে তাঁদের মারধর করে । এই ঘটনায় বহিরাগতদের গ্রামবাসীরা ঘিরে ফেলে । খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ আসে । গ্রামবাসীরা কিঙ্কর পালকে পুলিশের হাতে তুলে দেয় ।

আহত 4 জনকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ভরতি করা হয় । এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর । আরামবাগ ব্লক সভাপতি কমল কুশারি হাসপাতালে আহতদের দেখতে যান । তিনি বলেন, "সামনেই পৌরভোট । আর এই পঞ্চায়েত এলাকা থেকে যাতে কেউ তৃণমূলের প্রচারে না যেতে পারে তাই এখন থেকে BJP সন্ত্রাস চালাচ্ছে ।"

অন্যদিকে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগকে অস্বীকার করে BJP-র আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ বলেন, "গতকাল ওই এলাকায় আমাদের কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয় । আজ সকালে স্থানীয় BJP নেতারা ওই বাড়িগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে ওখানে যায় । সেই সময় তৃণমূল কর্মীরা পরিকল্পিতভাবে তাদের ফাঁসিয়েছে । আমাদের কর্মীদের মারধর করা হয়েছে । পৌরভোটের আগে BJP নেতাদের পরিকল্পিত ভাবে ফাঁসানোর চেষ্টা করছে । আগামী দিনে এর জবাব BJP রাজনৈতিক ভাবে দেবে ।"

আরামবাগ, 10 মার্চ : তৃণমূল ও BJP-র মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল আরামবাগের সালেপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বসন্তবাটি এলাকা । অভিযোগ BJP-র বিরুদ্ধে । সংঘর্ষের জেরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানসহ মোট 4 তৃণমূল কর্মী আহত হয়েছেন । ঘটনায় আটক করা হয়েছে স্থানীয় এক BJP নেতাকে ।

অভিযোগ, আজ সকালে স্থানীয় তৃণমূল নেতা বিশ্বজিৎ সরখেলের বাড়িতে হামলা করে BJP নেতা কিঙ্কর পাল, উত্তম পাত্র সহ বহিরাগত কয়েকজন । বিশ্বজিৎকে বাড়ি থেকে তুলে নিয়ে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে বহিরাগতরা । তারপর তৃণমূলের আর দুই স্থানীয় নেতা আশিস সাঁতরা ও দেবব্রত ঘোষকে রাস্তায় দেখতে পেয়ে তাঁদের মারধর করে । এই ঘটনায় বহিরাগতদের গ্রামবাসীরা ঘিরে ফেলে । খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ আসে । গ্রামবাসীরা কিঙ্কর পালকে পুলিশের হাতে তুলে দেয় ।

আহত 4 জনকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ভরতি করা হয় । এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর । আরামবাগ ব্লক সভাপতি কমল কুশারি হাসপাতালে আহতদের দেখতে যান । তিনি বলেন, "সামনেই পৌরভোট । আর এই পঞ্চায়েত এলাকা থেকে যাতে কেউ তৃণমূলের প্রচারে না যেতে পারে তাই এখন থেকে BJP সন্ত্রাস চালাচ্ছে ।"

অন্যদিকে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগকে অস্বীকার করে BJP-র আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ বলেন, "গতকাল ওই এলাকায় আমাদের কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয় । আজ সকালে স্থানীয় BJP নেতারা ওই বাড়িগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে ওখানে যায় । সেই সময় তৃণমূল কর্মীরা পরিকল্পিতভাবে তাদের ফাঁসিয়েছে । আমাদের কর্মীদের মারধর করা হয়েছে । পৌরভোটের আগে BJP নেতাদের পরিকল্পিত ভাবে ফাঁসানোর চেষ্টা করছে । আগামী দিনে এর জবাব BJP রাজনৈতিক ভাবে দেবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.