ETV Bharat / state

উপনির্বাচনের ফল ঘোষণার পর রাজনৈতিক সংঘর্ষ দুই জেলায় - তিন বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা

গতকাল খড়গপুর সদর , করিমপুরে ও কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে জিতেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা ৷ এরপরই রাজনৈতিক সংঘর্ষ বাঁধে বালি ও পাণ্ডুয়া এলাকায় ৷

bali
bali
author img

By

Published : Nov 29, 2019, 11:24 AM IST

হুগলি ও হাওড়া , 29 নভেম্বর : তিন বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার পরেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হাওড়ার বালি এলাকা । একই সঙ্গে BJP-তৃণমূল সংঘর্ষ বাধে হুগলির পাণ্ডয়াতেও ৷

রাজ্যের তিন বিধানসভার উপনির্বাচনে তৃণমূল জেতার পর বালির পাঠক পাড়া অঞ্চলে তারা বিজয় মিছিল করছিল । অভিযোগ, তখন তারা BJP কর্মীদের হামলা করে। এলাকারই তিন BJP কর্মীকে ব্যাপক মারধর করা হয় । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বালি থানার পুলিশ । পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় RAF ৷ পাঁচ জন তৃণমূল কর্মীর নামে অভিযোগ দায়ের করা হয়েছে বলি থানায় । রাজনৈতিক হিংসার খবর মিলেছে হুগলির পাণ্ডুয়া থেকেও ৷

গতকাল খড়গপুর সদর , করিমপুরে ও কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে জিতেছে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা ৷ তিনটি কেন্দ্রেই দ্বিতীয় স্থানে রয়েছে BJP ৷ নির্বাচনের আগে থেকেই কার্যত পরিষ্কার হয়ে গেছিল, লড়াই মূলত BJP ও তৃণমূলের ৷ BJP-ই যে তাদের প্রধান প্রতিপক্ষ ছিল ফলফল সামনে আসার পর তা টুইটবার্তায় পরিষ্কার করে দেন মমতা ৷ লেখেন, "অহংকারের ফল পাচ্ছে BJP৷ "

হুগলি ও হাওড়া , 29 নভেম্বর : তিন বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার পরেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হাওড়ার বালি এলাকা । একই সঙ্গে BJP-তৃণমূল সংঘর্ষ বাধে হুগলির পাণ্ডয়াতেও ৷

রাজ্যের তিন বিধানসভার উপনির্বাচনে তৃণমূল জেতার পর বালির পাঠক পাড়া অঞ্চলে তারা বিজয় মিছিল করছিল । অভিযোগ, তখন তারা BJP কর্মীদের হামলা করে। এলাকারই তিন BJP কর্মীকে ব্যাপক মারধর করা হয় । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বালি থানার পুলিশ । পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় RAF ৷ পাঁচ জন তৃণমূল কর্মীর নামে অভিযোগ দায়ের করা হয়েছে বলি থানায় । রাজনৈতিক হিংসার খবর মিলেছে হুগলির পাণ্ডুয়া থেকেও ৷

গতকাল খড়গপুর সদর , করিমপুরে ও কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে জিতেছে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা ৷ তিনটি কেন্দ্রেই দ্বিতীয় স্থানে রয়েছে BJP ৷ নির্বাচনের আগে থেকেই কার্যত পরিষ্কার হয়ে গেছিল, লড়াই মূলত BJP ও তৃণমূলের ৷ BJP-ই যে তাদের প্রধান প্রতিপক্ষ ছিল ফলফল সামনে আসার পর তা টুইটবার্তায় পরিষ্কার করে দেন মমতা ৷ লেখেন, "অহংকারের ফল পাচ্ছে BJP৷ "

Intro:তিন বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার পরেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত বালি এলাকা। আজ ঘটনাটি ঘটে হাওড়া শহরের বালিতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজ্যের তিন বিধানসভার উপনির্বাচনে তৃণমূল জেতার পর বালি পাঠক পাড়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল করছিল। অভিযোগ, সেই বিজয় মিছিল থেকে বিজেপি কর্মীদের হামলা করা হয়। এলাকারই তিন বিজেপি কর্মীকে ব্যাপক মারধর করা হয় এমনটাই অভিযোগ বিজেপির বালি মন্ডল সভাপতির। এদিকে এই ঘটনার খবর যায় হাওড়া পুলিশের বালি থানায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় বালি থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় বিশাল RAF। বর্তমানে ঘটনাস্থলে raf ও বালি থানায় পুলিশ,। জানা গিয়েছে এই ঘটনায় পাঁচ জন তৃণমূল কর্মীর নামে অভিযোগ দায়ের.করা হয়েছে স্থানীয় বলি থানায়।Body:বConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.