হুগলি ও হাওড়া , 29 নভেম্বর : তিন বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার পরেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হাওড়ার বালি এলাকা । একই সঙ্গে BJP-তৃণমূল সংঘর্ষ বাধে হুগলির পাণ্ডয়াতেও ৷
রাজ্যের তিন বিধানসভার উপনির্বাচনে তৃণমূল জেতার পর বালির পাঠক পাড়া অঞ্চলে তারা বিজয় মিছিল করছিল । অভিযোগ, তখন তারা BJP কর্মীদের হামলা করে। এলাকারই তিন BJP কর্মীকে ব্যাপক মারধর করা হয় । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বালি থানার পুলিশ । পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় RAF ৷ পাঁচ জন তৃণমূল কর্মীর নামে অভিযোগ দায়ের করা হয়েছে বলি থানায় । রাজনৈতিক হিংসার খবর মিলেছে হুগলির পাণ্ডুয়া থেকেও ৷
গতকাল খড়গপুর সদর , করিমপুরে ও কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে জিতেছে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা ৷ তিনটি কেন্দ্রেই দ্বিতীয় স্থানে রয়েছে BJP ৷ নির্বাচনের আগে থেকেই কার্যত পরিষ্কার হয়ে গেছিল, লড়াই মূলত BJP ও তৃণমূলের ৷ BJP-ই যে তাদের প্রধান প্রতিপক্ষ ছিল ফলফল সামনে আসার পর তা টুইটবার্তায় পরিষ্কার করে দেন মমতা ৷ লেখেন, "অহংকারের ফল পাচ্ছে BJP৷ "